পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ) মালাই ছেলেপূলেদের ভারী খুন্দর দেখায়। মাঝে রাস্তার थt८ब्र यदछैौ भनबिन, eथचरड ॐाप्न शंठ भूर्भ ८षांबांग्न ছৌজ, চারদিকে নারকল গাছ, তিন দিক খোল, কাঠের আর বঁাশের খ’ড়ে চালে ঢাকা মসজিদ বাড়ী, মসজিদ বাড়ীর ঠাট্ট ট। বৰ্ম্মী প্যাগোডার মতন, আর আলাদা একটা চৌকো কাঠের মিনার সেখান থেকে আজান ডাকা হয় ; সৌম্যদর্শন মালাই মোল্লা, আরবী পোষাক পর, বসে বসে বই পড়ছে নজরে পড়ল। মোটের উপরে, প্রথম এই বড়ে মালাই পল্লীট দেখে মনটা বেশ খুশী হয়ে গেল। এখানকার মালাই অধিবাসীদের বেশ অবস্থাপন্ন বলে মনে হ’ল। তাঞ্জং-ক্লিং-এর বাঙলায় তো আমরা অধিষ্ঠিত হ'লুম। ইংৱিজি ধরণে সাজানো বাড়ী, কিন্তু হল-ঘরে এক কোণে রঙীন চীনামাটর একটা Pu-taiপুতাই বা মৈত্রেয় বুদ্ধমূৰ্ত্তি, তার স্থলোদর রূপে আর অপূৰ্ব্ব অমায়িক হাসিতে সমস্ত ঘরটাকে যেন উদ্ভাসিত ক’রে রেখেছে। দেয়ালে গৃহস্বামীর আত্মীয়বর্গের নানা ফোটো । মালাক্কায় এসে একটী জিনিস দেখে মনটা একটু বিশেয খুশী হ’ল—এই জায়গাটাতে জনকতক বাঙালী একটু প্রতিষ্ঠা ক’রে নিয়েছেন। এত বড়ো মালাই দেশটায় বাঙালীর সংখ্যা একে তো বড়ো কম, তারপর বড়ো কাজ করেন এ-রকম লোকও কম—কেরানীগিরি চাকরী নিয়ে জনকতক আছেন, ইঞ্জিনীয়ারিং বিভাগে ওভাদিয়ার কিছু কিছু আছেন, ডাক্তারও বাঙালী কচিৎ পাওয়া যায়, কিন্তু বাঙালী এখানে তেমন ভালে ক’রে জমিয়ে নিয়ে ব’সতে পারে নি। কিন্তু মালাকায় প্রথম দেখলুম, কতকগুলি বাঙালী ব্যারিষ্টার বিদ্যায় বুদ্ধিতে চারিত্র্যে স্থানীয় তামিল চীনা-মালাইইউরোপীয়দের মধ্যে বেশ সম্মানজনক স্থান একটু করে নিতে পেরেছেন। শ্ৰীযুক্ত শ্ৰীশচন্দ্র গুহ ক’লকাতার বিখ্যাত গুহ পরিবারের বংশধর ; এরই এক ভ্রাতুষ্পুত্র হ’চ্ছেন স্বনাম-ধন্ত বিখ্যাত বলী গোবর গুহ। এরা নিজ পদবী ইংরিজিতে Goho রূপে লেখেন। এখানে ইনি একটা এটী আর ব্যারিঃারের আপিসের মালিক ; কয়েক বৎসর পূৰ্ব্বে ইনি এক চীনা ব্যবহারজীবীর কাজে অংশীদার হয়ে এদেশে আগেল, এখন তার অংশীদারের অবর্তমানে সমস্ত ব্যবসায় এর হাতে এসেছে। চীনা আর অন্ত ভারতীয়দের সঙ্গে এর কাজ চলছে, বেশ সত্তাবের সঙ্গেই মালাক্কার আশেপাশে আরও কতকগুলি ছোটোছোটাে শহরে এর জাপিস আছে, যখন জজের শহর থেকে শহরে ঘুরে ঘুরে বিচার ক’রে বেড়ান, তখন ৬-৭০৷১• •৷১৫• মাইল পৰ্য্যন্ত দিনে মোটস্থে ঘুরে ঘুরে একেও কেস ক’য়ে বেড়াতে ছর। ইশ বাবুর কাছে গুৰূলুম, খাইতে ভূরায় না, একটু বুদ্ধিগুদ্ধি যবৃদ্বীপের পথে ૧૭૭ জাছে এমন যাঙালী ব্যারিষ্টারের প্রতিষ্ঠা ক’রে নেবার জন্য যথেষ্ট সুযোগ এখনও মালাই দেশে আছে ; কিন্তু তার অভিজ্ঞতা হচ্ছে এই যে, সহজে দেশ ছেড়ে কেউ বাইরে আসতে চায় না। ইনি নিজে আরও কতকগুলি বাঙালী ব্যারিষ্টারকে দেশ থেকে আনিয়ে এই অঞ্চলে বসিয়েছেন— সুশিক্ষিত, সঙ্গালাপী, প্রিয়দর্শন এই স্বজাতীয় যুধক কয়টকে এখানে দেখে মনট বেশ পুলকিত হ’ল। শ্ৰীযুক্ত বরেন্দ্র বস্থ, ঐযুক্ত শচীন্দ্রনাথ দত্ত, আর শ্ৰীযুক্ত সুধীর দাস—এরা আমাদের মালাক্কায় অবস্থানকালে যে হৃদ্যতার পরিচয় দিয়েছিলেন তা বিশেষভাবে উল্লেখ করবার জিনিস । শ্ৰীশবাবু আর শচীনবাৰু মালাক্কাতে সপরিবারে অবস্থান ক’বৃছেন, এবার বিদেশে বেরিয়ে এখানে এসে বাঙালী মেয়ের হাতে মায়ের আর বোনের যুদ্ধ পাওয়া গেল। শ্ৰীশবাবুর সহধর্মিনী এই দূরদেশে এসে ছেলেমেয়েদের নিয়ে এখানে একট খাটি বাঙালী হিন্দু পরিবারের প্রতিষ্ঠা করেছেন,—র্তার গৃহস্থালীর গভীর ধাৰ্ম্মিক অনুভূতি আর পবিত্রতাতে পূর্ণ শাস্ত সরল আর অনাড়ম্বর ব্যবস্থা আমাদের অন্তরকে বিশেষভাবে প্রসন্ন ক'রে তুলেছিল, আর কবিরও সাধুবাদ আকর্ষণ করেছিল । এই বাঙালী কয়জনের সাহচৰ্য্য মালাক্কাতে আর কুআল”লুম্পুরে আমাদের বাছে খুবই প্রতিকর হয়েছিল ; অবশু এ কথা বলার সঙ্গে সঙ্গে অ-বাঙালী ভারতীয়দের আর চীনাদেরও অমায়িক বন্ধুত্বের আর যত্নের কথারও উল্লেখ করতে হয় । শ্ৰীশবাবু, ঘরেন বাবু, সুধীর বাবু এরা রবীন্দ্রস্বাগত । কারিণী সভার ঐযুক্ত Aiyathurai ঐয়াতুরেই ও ঐযুক্ত Haji Pitchay efst fitse ens sistą অস্তান্ত বিশিষ্ট ব্যক্তিগণের সঙ্গে আমাদের তাঞ্জং-ক্লিংএর বাড়ী পৰ্য্যন্ত অমুবৰ্ত্তন করলেন, আমাদের জিনিস পত্র আনিয়ে দিয়ে থাকবার সব ব্যবস্থা ক’রে দিলেন । আমাদের তদারক করবার জন্তা রইল শ্ৰীশবাবুর উড়িয়া পাচক গোকুল । সাদা জীনের গলা-আঁট! কোট আর পেন্টলেন পর, জামার ভিতর থেকে যেন তার গলার কষ্ঠীরও দর্শন পেয়েছিলুম-গোকুল ঠাকুর চোস্ত মালাইভাষায় তামিল কুলীদের চালিয়ে নিয়ে জিনিসপত্র আমাদের নির্দেশ মতন গুছিয়ে দিলে। বাবুর কাছে অনেক দিন ধ’রে কাজ করছে, যারকতক দেশে অরি মালাক্কায় যাওয়া-আসা ক’রেছে ; লোকটাকে বেশ কাজের ব’লে মনে হ’ল। গোকুলের সঙ্গে আলাপ জমানো গেল। একটু ঘুরে এলেই, আর চোখ মেলে ছনিয়ার হাল দেখবার সুযোগ পেলেই যাহ’য়ে থাকে—তার মনটা একজন অশিক্ষিত, উড়িয়া ব্রাহ্মণের পক্ষে আশ্চৰ্য্য সংস্কারমুক্ত হ’য়ে গিয়েছে । अषक हिन्यूचन्न cभीब्रव गचप्क डांब्र ५कर्छौ ८दनं नांग्लांछियांन