পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૨ পরস্পর মনোভাব বিনিময় করিতে প্রস্তুত থাকি । শুধু নিজের অসাধারণ ধীশক্তি আঁকড়াইয় থাকিলে বিজ্ঞানের গবেষণা চলে না। পরের কাছ হইতেও গ্রহণ করিতে হইবে। এই কংগ্রেসেই আমাদিগকে কখনো পক কেশ্ব বৃদ্ধ লোরেঞ্জ ( বয়স ৭৫ ) ও প্লাঙ্কের ( বয়স ৭০ ) মত র্যাহারা সমগ্র জীবনের সার্থকতা লইয়া ভবিষ্যতের পানে গৰ্ব্বিত ও সন্ধিগ্ধ মনে চাহিয়া আছেন তাহানের চরণতলে বসিয়া শিক্ষা লইতে হইতেছে ; কখনো বা বোর ও ডেবাইয়ের মত মধ্য-বয়সের লোকেরা যাহারা জড়বস্তুর আণবিক গঠন নীয়েল্স বোর বিয়ে মুনার তথ্য আবিষ্কার করিয়া গণিতের জটিল ভাষায় দেগুলিকে বিবৃত করিয়াছেন তাহাদের পদতলে বসিতে হইতেছে এবং সমান শ্রদ্ধার সহিত পাউলি ও হাইসানবাগের মত অজাতশ্মশ্র যুবকের—যাহারা ইতিমধ্যেই আণধিক গঠনের অপূৰ্ব্ব তথ্য সকল উপহার দিয়াছেন— তাহাদের চরণতলে বসিয়াই শিক্ষা লইতে হইবে। কংগ্রেসের সদস্তের প্রায় দুই ঘণ্টা কাল ভোণ্ট। যেখানে শিক্ষাদান করিতেন সেই মঞ্চের চারিপাশে সম্মিলিত হইয়াছিলেন। এখানকার প্রত্যেক বক্তৃভামঞ্চে একটি করিয়া তাম্র ক্রুশের উপর উৎকীর্ণ যীশুমুৰ্ত্তি টাঙ্গানে আছে। এইগুলি প্রাচীনকালে যখন বিশ্ববিদ্যালয়গুলি ধৰ্ম্ম প্রতিষ্ঠান মাত্র ছিল তখনকার কথা স্মরণ করাইয়াদেয়। এখানে হল্যাণ্ডের অধ্যাপক কংগ্রেসের সভ্যগণের মধ্যে প্রবীণতম ও পূজনীয় এইচ এ লোরেঞ্জ প্রায় দেড়ঘণ্টা কাল বক্তৃতায় ফরাসী ভাষায় কংগ্রেসের সকল অধিবেশনে পঠিত প্রবন্ধগুলির একটি চুম্বক করিয়া দেন। ৭৫ বৎসর প্রবাসী—বৈশাখ, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড

  • ^^^^

বয়সেও এই বৃদ্ধ বৈজ্ঞানিকের ধারণাশক্তি ও ক্ষিপ্ৰবুদ্ধি দেপিয়া বিস্ময়ে অবাক হইতে হয় । আমার মনে হয় সমবেত সভ্যদের মধ্যে আর কেহও এই বিস্ময়কর কার্য্য করিতে পারিতেন না । গত ৪ঠা ফেব্রুয়ারী এই প্রসিদ্ধ বৈজ্ঞানিক দেহত্যাগ করিয়াছেন । দেবেন্ত্রমোহন বন্ধ অধ্যাপক রাদারফোর্ড বিদেশী সদস্তগণের তরফ হইতে ক্লোমো অধিবাসীবৃন্দ ও ইতালীয়ান গবর্ণমেণ্টকে, তাহাদের আতিথেয়তা ও পৃথিবীর ইতিহাসে এই সৰ্ব্বপ্রথম জগতের সৰ্ব্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানবিদগণকে একত্র সম্মিলিত করা রূপ বিপুল উদ্যমের সাফল্যের জন্য ধন্যবাদ দেওয়ার পর কংগ্রেস সমাপ্ত হয়। তিনি তাহার বক্তৃতার শেষে বলেন যে ইতালী যে, মহৎ কাৰ্য্যে অগ্রদূত হইলেন অন্তান্ত দেশও ভবিষ্যতে সেই কাৰ্য্যে অগ্রসর হইবেন তিনি এরূপ আশা পোষণ করেন। ইতালীবাসীদের আতিথেয়তা কোমোতেই শেব হয় নাই। আমাদিগকে স্পেশাল ট্রেণে করিয়া রোমে লইয়া