পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—আশ্বিন, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড ه هاه AAAAA করেচি। তুমি কিছু ভেবে না, বাবা। বে-পথে আমি যথার্থ সুখী হ’ব, সেই পথে তোমার আশীৰ্ব্বাদ চিরদিন রেখো ।” কাজ তার জুটে গেল। স্বরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে। যতিকেও অনায়ালে পড়াতে পারত, কিন্তু মেয়ে-শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে যতি কিছুতেই রাজি । হোলো না । w প্রতিদিনের বাধা কাজে জীবন একরকম চলে যাচ্ছিল। উদদ্ভুক্ত সময়টা ঠাসা ছিল ইংরাজি সাহিত্যে, প্রাচীন কাল থেকে আরম্ভ ক’রে হালের বানার্ড শ’র আমল পৰ্য্যস্ত, এবং বিশেষভাবে গ্রীকৃ ও রোমান যুগের ইতিহাসে, গ্রোট, গিবন ও গিলবাট মারের রচনায়। কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এলে মনের ভিতরটা যে একটু এলোমেলে ক’রে যেত না তা বলতে পারিনে, কিন্তু হাওয়ার চেয়ে স্থল ব্যাঘাত হঠাৎ ঢুকে পড়তে পারে ওর জীবনযাত্রার মধ্যে এমন প্রশস্ত র্যাক ছিল মা। এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর-গাড়ীতে চ’ড়ে, পথের মাঝখানে, কোনো আওয়াজমাত্র না করে। হঠাৎ গ্রীস-রোমের বিরাট ইতিহাসটা হালকা হ’য়ে গেল ;–আর-সমস্ত-কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বললে, “জাগে।” । লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তবরূপে দেখতে পেলে, জ্ঞানের মধ্যে নয়, বেদনার মধ্যে। { ক্রমশঃ ) [ চিত্র দুইখানি শিল্পী শ্ৰী দেবীপ্রসাদ রায় চৌধুরী কর্তৃক অঙ্কিত ] डिक्रू ঐ রবীন্দ্রনাথ ঠাকুর হায় রে, ভিক্ষু, হায় রে । নিঃস্বতা তোর মিথ্যা সে ঘোর, নিঃশেষে দে বিদায় রে । ভিক্ষাতে শুভলগ্নের ক্ষয় কোন ভুলে তুই ভুলিলি । ভাণ্ডার তোর পণ্ড যে হয়, অর্গল নাহি খুলিলি । আপনারে নিয়ে আবরণ দিয়ে এ কী কুৎসিত ছলনা। জীর্ণ এ চীর ছদ্মবেশীর, নিজেরে সে কথা বল না ।