পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ) ভিক্ষু

e's = శి

مسحیم محم হায় রে, ভিক্ষু, হায় রে । মিথ্যা মায়ার ছায়া ঘুচাবার মন্ত্র কে নিবি অায় রে ॥ কাঙাল যে-জন পায় না সে ধন, পায় সে কেবল ভিক্ষ । চির-উপবাসী মিছে সন্ন্যাসী দিয়েছে তাহারে দীক্ষা । তোর সাধনায় রত্ন-মাণিক পথে পথে যাস ছড়ায়ে, ভিক্ষার ঝুলি, ধিক্ তারে ধিক্‌, বহিস্নে শিরে চড়ায়ে । হায় রে, ভিক্ষু, হায় রে । নিঃস্বজনের দুঃস্বপনের বন্ধ, ছিড়িস্ তায় রে ॥ অঞ্চলে রাতি ভিক্ষার কণা সঞ্চয় করে তারাতে, নিয়ে সে পারাণী তবু পারিল না তিমির-সিন্ধু পারাতে । পূৰ্ব্ব গগন আপনার সোনা ছড়ালে যখন স্থ্যলোকে পূর্ণের দানে পূর্ণ কামনা, প্রভাত পুরিল পুলকে। হায় রে, ভিক্ষু, হায় রে । আপন মাঝারে গোপন রাজারে মন যেন তোর পায় রে ॥ ২৩ জুন ১৯২৮ বাঙ্গালোর