পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা] by && দিগকে আর কোথাও চলিয়া যাইতেই হইবে। আর এখানে থাকিলে কোন নি সেই মাগীর সঙ্গে আমার ঝগড়া হইবে, আমি রাগ সামলাইতে পারিব না, আর সকল কথা প্রকাশ হইয়া পড়িবে। বাষ্ঠী চলিয়া গেলে লোবান ভাবিতে লাগিলেন ; এ কি ঐক নূতন উৎপাত। ওবেদার বাক্টর প্রতি এরূপ বিদ্বেষের কারণ কি ? লোযান আসিয়া ওবেদার অতিথিশালায় উঠিয়াছিলেন তাহার পর তাহার বাড়ীভাড়া করিয়া আছেন। লোবান কি করেন, তাহার কাছে কে আসে যায় সেজন্ত ওবেদার ভাবনা কেন ? যদি ওবেদা ও বাষ্টীতে আবার কলহ হয় তাহা হইলে একটা গোলযোগ হইবে, হয়ত লোবান যে উদ্দেশ্যে এখানে আসিয়াছেন তাহাই পও হইয়া যাইবে । উদ্বিগ্নচিত্তে লোবান ওবেদার সহিত সাক্ষাৎ করিতে গেলেন । ওবেদ। তাহাকে নিজের ঘরে ডাকিয়া লইয়া-গেলেন। ওবেদার মুখ ভার, কহিলেন,—আজ আমার বড় ভাগ্য, এখন ত আমায় দেখিলে আপনার বিরক্তি হয়।. —সে কি কথা ! আমি নানা ভাবনায় আছি, আমার মনের স্থিরতা নাই, আপনাকে সকল কথা বলিতে পায়ি না, আপনি নানা বিষয়ে আমার ক্রটি দেখিতে পাইবেন। —আপনার জন্ত আমাকে কি রকম অপমানিত হইতে হইয়াছে, আপনি জানেন ? —কই, আমিত কিছু শুনি নাই । —কেন, সেই দাসীটা আপনাকে কিছু বলে নাই ? পথের মাঝখানে গালাগালি দিয়া আমাকে মারিতে আসিয়াছিল । —সে বলিতেছিল আপনি তাহার অপমান করিয়াছেন । —এইমাত্র আপনি যে বলিলেন কিছু শুনেন নাই ? সে মাগী আমার সঙ্গে ঝগড়া করিয়াই আপনার কাছে গিয়া থাকিবে। লোবানের মুখে একটা মিথ্যা কথা আসিল,কহিলেন,— তাহাকে আমার বাড়ীতে আসিতে নিষেধ করিয়া দিয়াছি। —কেন, আমার কথায় ? – তাহাতে দোষ কি ? আপনি ত আমার ভালর জন্তেই বলিয়াছেন। কিন্তু আপনি অকারণে কোনরূপ: সন্দেহ করিবেন না। আরাতামার দাসী আমার কে ? .আরাতামার সঙ্গে আমার কোন বিষয়ে একটা বোঝাপড়া सेंitछ् । - ওবেদার মনে নুতন সন্দেহ হইল। হয়ত আরাতামার জন্যই তাহার দাসী লোবানের কাছে যাতায়াত করে । ওবেদা কছিলেন,-আমার বুঝিবার ভুল হইয়াছিল। দাসী যে মুনিবানীর পক্ষ হইতে আপনার কাছে যায় তাহা আমি জানিতাম না । কিন্তু এখন ত আরাতামা এখানে নাই, এখন তাহার দাসী আপনার কাছে যায় কেন ? লোবান কহিলেন,—এখনও আপনার বুঝিবার ভুল হইতেছে। আরাতামার পরিচয় এখানে কেহ জানে না, আমি জানি। তাহার সঙ্গে আমার টাকাকড়ির দেনা পাওনার কিছু কথা, আর কিছু নয় । —অদ্য কথা হইলেই বা আমার কি ? এই বলিয়া ওবেদা অন্ত দিকে চাহিলেন । লোবান আর কোন কথা না কহিয়া উঠিয়া আসিলেন । উনত্রিংশ পরিচ্ছেদ যেখানে রাজা শিশেরার জন্ত শিবির সংস্থাপন করিয়াছিল রুদেলা এবং আরাদ সসৈন্তে সেইদিকে অগ্রসর হইতেছিলেন । পথে সেই পঞ্চাশজন সৈনিক ফিরিয়া আসিয়া সৈন্তদলে । মিশিল । রুদেলা জানিলেন, রাজকন্যাকে ধৃত করিবার চেষ্টা বৃথা হইয়াছে। ফারেজ যে কোন রূপ বিশ্বাসঘাতকতা করিয়াছেন সে তাহার সংশয় হইল না, কারণ তাহ হইলে সৈন্তের ফিরিয়া আসিত না । রাজকন্ত হয়ও নিজে ফিরিয়া গিয়াছেন, অথবা রাজা তাহাকে নগরে ফিরিয়া বাইতে আদেশ করিয়া থাকিবেন। যাহা হউক এবার রুদেলা ঠকিলেন । রুদেলার সৈন্তের সম্মুখে কয়েক ক্রোশ দূরে নদী। যদি রাজশিবিরের সন্মুখে রুদেলা নদী পার হন তাহা হইলে তাহার অসুবিধা, কেন না ठेगप्छब्रl cययन cषयन नौ श्रीब्र इरेटर ब्रांबांब्र ६नप्छब्र সেইরূপ তাহাদিগকে আক্রমণ করিবে, অতএব যুদ্ধের প্রাণী রূজেলা রক্ষা করিতে পারবেন না। উত্তর