পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পত্র ঐরবীন্দ্রনাথ ঠাকুর শ্ৰী অমিয়চন্দ্র চক্রবত্তী কল্যাণীয়েযু তোমাকে গেল চিঠি লেখার পরে আজ Time and Tide কাগজে সার নমান এঞ্জেলের লেখা প্রবন্ধ থেকে দুই-এক জায়গা তৰ্জমা করে দিই । গত সপ্তাহে লর্ড হলিফ্যাক্স বলেছেন, যে সকল দেশ উপলব্ধি করেছে যে তাদের রাষ্ট্রস্বতন্ত্র আশু বিপদগ্ৰস্ত তাদের স্বাধীনতারক্ষার জন্য আমরা যে প্রস্তুত এ আমরা কাজে ও কথায় স্বম্পষ্ট করে দেবার চেষ্টা করেছি। এই কারণেই আমরা পোলাগুের পক্ষ নিতে প্রতিশ্রুত । অন্তের স্বাধীনত রক্ষার সমর্থন যদি না করি তাহলে মূলেই স্বাতন্ত্র্য-নীতিকে বঞ্চন করা হয় এবং সেই সঙ্গেই বঞ্চিত হয় নিজেদের স্বাধীনতা । লর্ড হালিফ্যাক্সের এই উক্তিকে সাধুবাদ দিয়ে সার নমর্শন বলছেন, এই স্বাতন্ত্রানীতি যেমন অfক্রাস্ত হয়েছে পোলীণ্ডে তেমনি হয়েছিল মাঞ্চুরিয়া, এবিসৗলিয়, চীন, স্পেন, চেকোস্লোভাকিয়ায় । কিন্তু এদের প্রত্যেকের সম্বন্ধেই ব্রিটেন অত্যfচরিতকে রক্ষণ করার দায়িত্ব কাজে ও কথfয় অস্বীকার করেছে। সার নমানের সমস্ত আলোচনাটা পড়ে দেখো । এর থেকে দেখা যাবে ইংরেজের বড়ে এবং ছোটোর মধ্যে উচু নিচুতে কত তফাৎ। এই ছোটে যখন বড়ো আসনে বসে দেশকে চালিত করে তখন শুধু যে দেশের গৌরব নষ্ট হয় তা নয়, দেশের প্রকৃত স্বার্থেও আঘাত লাগে । সার নমানের লেখার একটা জায়গা পড়ে শঙ্কিত হলুম। তিনি বলছেন এমন কথা এদিকে ওদিকে একটু আধটু শোনা যাচ্ছে যে, যেহেতু জাপান জমনি সম্বন্ধে বিশ্বাস হারিয়েছে আমাদের উচিত এখনি জাপানের সঙ্গে বন্ধুত্ব করে চীনকে ঠেলা দেওয়া। যদি এমন কাজ করি তাহলে তো আমরা মরেছি । তিনি বলছেন, Now to sacrifice China to Japan would be to revert to appeaseAnd we are in danger of doing it from sheer moral ment - in its most evil form. obtuseness. আমরা এই কথা বলি, জাপান সম্বন্ধে নিরাপদ মৈত্রীস্থাপনার ইচ্ছা যদি ইংলণ্ডের কোনো সম্প্রদায়ের মনে আজ জাগে তাহলে বুঝব দুর্বল হয়ে গেছে ইংলণ্ডের আত্ম সম্মানবোধ । ইতি ২৮।৯৩৯