পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্স বিৰিন্থ প্রসঙ্গয় । ভারতবর্ষের স্বাধীনতার দাবী গত ২৭শে সেপ্টেম্বর ১০ই আশ্বিন পালে মেণ্টের লর্ড সভায় ভারতবর্ষ সম্বন্ধে বিতর্ক পুনরায় আরম্ভ হক্টলে লর্ড মেল আহ্বানু কথার মধ্যে বলেন ; –

  • ‘কংগ্রেসীত্ব। যে বৰ্ত্তমান সঙ্কটের সুযোগ অবলম্বন কবিয়া তাহাদের রাজনৈতিক দাবীগুলি আদায়ের ইচ্ছা করিবেন, ইহ। স্বাভাবিক। এই দাবীগুলি নূতন মতে । এগুলি একটি খুব পুরাতন কৰ্ম্মসমষ্টির একটা অংশ এবং এগুলি এখন কেবল পুনর্বার বিবৃত করা হইতেছে ।---ভারত" দের নিজেদের রাজনৈতিক অবস্থ। সম্বন্ধে উদ্বেগ আমব বুঝি । ভারতবযে স্বায়ত্তশাসনের বৃদ্ধি আমরা f6বকলিষ্ট ইচ্ছা করিয়া অ{{সতেছি । কিন্তু কখন কখন এমন সময় আসে যখন, যে-অবস্থায় পথ স্পষ্ট দেখা যায় ন। তাহাতে তাড়াতাড়ি করা অপেক্ষা, দাবা করিতে থামিলেই বেশ অগ্রসর হইতে পারা যায় ।---আমাদের ও অনেক সামাজিক পরিকল্পন। অাছে ; সেগুলি আমাদিগকে এখন স্থগিত রাখিতে হঠয়াছে।”

অর্থাং শাস্তির সময়ে ভারতবাসীদের কথা হয় কানেই তুলিব না কিংবা বলিব, “থাম থাম, রোম এক দিনে নিৰ্ম্মি ত হয় নাই", এবং যুদ্ধের সময় বলিব, "এখন ওসব কথ। তোল কি ভাল ? দেখিতেছি না, আমরা ও আমাদের অনেক সামাজিক পরিকল্পনা স্থগিত রাপিয়াছি।” কিন্তু যাহার এরূপ কথা বলেন, তাহারা পোল্যাণ্ডের ধে জিনিষটির । অর্থাৎ স্বাধীনতার ) জন্য লড়িতেছেন, ভার তীরের সেই জিনিষটিই চায় । পোল্যাণ্ডের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য লড়িব, অর্থব্যয় লোকক্ষয় অজস্র করিব, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার কথা তুলিলেই বলিব, “এখন না,” ইঙ্গর রস আমাদের উপভোগ্য নহে। অ-স্বাধীনকে অপরের স্বাধীনতার জন্য লড়িতে বলার অসঙ্গতি ইংরেজরা কেন বুঝিতে পারেন না বা চান না তাহা বুঝা কঠিন নহে । লর্ড স্নেল বলিতেছেন, র্তাহারাও র্তাহাদের অনেক সামাজিক পরিকল্পনা স্থগিত রাখিয়াছেন। কিন্তু পোল্যাণ্ডের স্বাধীনতা জামে নী কায়েমী রকমে লুপ্ত করিতে পারিলে ইংলণ্ডের স্বাধীনতাতেও আঘাত লাগিতে পারে বলিয়া, ইংলণ্ড নিজের স্বাধীনতা রক্ষার জন্য পরোক্ষ ভাবে আবখ্যক যুদ্ধ-রূপ এই রাজনৈতিক পরিকল্পনাটি স্থগিত রাপেন নাই । ভারতবাসীরাও তাঙ্গদের রাজনৈতিক পরিকল্পনাটি স্থগিত রাখিতে চায় না । তাহাদের ও সামাজিক অনেক পরিকল্পনা স্থগিত আছে । ইংলগুের সহযোগিতা করিব না, ভারতবর্ষ ত ইহা বলিতেছে না ; ই গুঠি কে বল বলিতেছে, “ আমাকে এরূপ অবস্থায় স্থাপিত কর, ধাহাতে আমি পূর্ণমাত্রায় সোংসাতে সহযোগিতা করিতে পারি।” বস্তুতঃ প্রকৃত সহযোগিতা সমান অবস্থাপন্ন পক্ষদিগের মধ্যেই হয়, কিন্তু অধীন ঘে সে শুধু স্বাধীনের অল্পবৰ্ত্তন করিতে পারে—যদিও স্বাধীন পক্ষ তাহাকে সহযোগিতা বলিতে পারেন । লর্ড স্নেল বলিতেছেন তাহারা ভারতবর্ষে স্বায়ুক্তশাসনের বৃদ্ধি চিরকালই ইচ্ছা করিয়া আসিতেছেন । কিন্তু তাহার পূর্ণতাপ্রাপ্তি কোন সময়ে চান ? কখনও চান কি ? লর্ড স্নেল আরও বলেন :--- "যখন সময় আসিবে তথন আমরা তৎসমুদয় ( অর্থাং সামাজিক পরিকল্পনাগুলি ) ভুলিয়া থাকিব না ; কিন্তু প্রথম কাজ প্রথমে কংিতে হইবে । অতএব, পৃথিবীর যে-সকল অংশে স্বাধীন মানুষের বিদ্যমান আছে তাহদের সম্মুখে প্রথম কৃত রহিয়াছে অবৈধ আক্রমণের প্রতিরোধ করা, যাকাতে সর্বত্র স্বাধীন লোকেরা অনুভব করিতে পারে যে, তাহার। স্বাধীন জগতে বাস করিতে সমর্থ হইবে । ভারতবর্ধ এই মহৎ উপকাবগুলির অংশ হইবে...।” লর্ড স্নেল যখন তাহার বক্তৃতার এই অংশে পুনঃ পুন: ‘স্বাধীন’ কথাটি ব্যবহার করিতেছিলেন তখন তিনি ভারতবর্ষকে স্বাধীন জগতের অংশ বলিয়া মনে করিয়াছিলেন কিনা জানি না । কিন্তু উপরে উদ্ধৃত শেষ বাক্যটিতে ভবিষ্যং কালের ব্যবহারে মনে হইতেছে যে, তিনি ভুলিয়া যান নাই যে ভারতবর্ষ বর্তমানে স্বাধীন জগতের অংশ নহে । তিনি এই আশ্বাস দিয়াছেন যে, ভারতীয়ের ভবিষ্যতে অনুভব করিতে পারিবে তাহারা