পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎸ8 প্রেৰাজী 9\58 צ সংগৃহীত ও লিপিবদ্ধ হওয়া উচিত। বেকারদের সংখ্যাও যথাসম্ভব সঠিক নির্ণীত হওয়া উচিত। বড়লাটের সহিত নেতাদের সাক্ষাৎকার যুদ্ধজনিত সংকট অবস্থায় দেশের লোকদের সহযোগিতা কিরূপ ঘোষণা দ্বারা বা অন্য উপায়ে বেশী পাওয়া যাইতে পারে, সম্ভবতঃ তাহার আলোচনার নিমিত্ত বড়লাট কোন কোন নেতার সহিত দেখা করিয়াছেন এবং আরও করিবেন । কাহারও সহিত কোন আলোচনার বৃত্তাস্ত বাহির হয় নাই । আলোচনার ফল কয়েক দিন পরে প্রকাশিত হইতে পারে । বড়লাট মুসলীম লীগের সভাপতি মিঃ জিন্নার সহিত দেখা করিয়াছেন, কিন্তু হিন্দু মহাসভার সভাপতি শ্ৰীযুক্ত বিনায়ক দামোদর সাভারকরকে আহবান করেন নাই, ইহা সকলে লক্ষ্য করিয়াছেন । মহাত্মা গান্ধী এবং অন্য কোন কোন কংগ্রেস-নেতাও মি: জিন্নাকে খুশী করিতে ব্যস্ত, কিন্তু হিন্দু মহাসভার সভাপতি বা অন্য কোন নেতাকে তাহারা পুছেন না । অথচ, হিন্দু মহাসভা কংগ্রেসের মত সংঘবদ্ধ ও ক্ষমতাশালী না হইলেও তাহার সভ্যসংখ্যা ও হিন্দুদের মধ্যে প্রতিপত্তি মুসলীম লীগের সভ্যসংখ্যা ও মুসলমানদের মধ্যে প্রতিপত্তি অপেক্ষা কম নহে–বোধ হয় বেশী । হিন্দু কংগ্রেস-নেতারা হয়ত মনে করেন, তাহারা হিন্দু মহাসভাকে গ্রাহ করিলে তাহাদের নিজের হিন্দু সমাজের প্রতিনিধিত্বে সন্দেহ পড়িবে। কিন্তু কংগ্রেস ত মুসলমান সমাজের ( এবং অন্যান্য সমাজেরও ) প্রতিনিধিত্ব দাবি করেন ; মিঃ জিয়ার মুসলিমনেতৃত্ব সাক্ষাৎ বা পরোক্ষভাবে স্বীকার দ্বারা কংগ্রেস যে মুসলমান সমাজের কেই নহেন, এইরূপ সন্দেহের কারণ জন্মে না কি ? [ ১৯শে আশ্বিনের বড়লাট তাহার সহিত সাভারকরকে আহবান বিষয় । ] দৈনিক কাগজগুলিতে দেখিলাম, সাক্ষাৎ করিবার নিমিত্ত ঐযুক্ত করিয়াছেন । ইহা সন্তোষের সিগমুণ্ড ফ্রয়েড ভিয়েনার বিখ্যাত বৈজ্ঞানিক সিগমুণ্ড ফ্রয়েডের লগুনে মৃত্যু হইয়াছে। তিনি জাতিতে ইহুদী ছিলেন। এই জন্য অষ্ট্রিয়া যখন জামেনীর হস্তগত হয়, তখন তিনি জামানদের ইহুদীবিদ্বেষের ফলে অষ্ট্রিয়া ত্যাগ করিয়া ইংলগুে বাস করিতে বাধ্য হন। তিনি মনঃসমীক্ষণ ( psycho-analysis) fwfz qazi: I si-fq-IGI foefä প্রথম প্রথম যে-সকল মত প্রকাশ করেন, পরে নিজেই তাহার কোন কোনটি পরিত্যাগ বা পরিবর্তন করেন ; তাহার শিষ্য ও সমালোচকগণও কিছু কিছু ভুল দেখাইয়াছেন । কিন্তু ইস্ক্রিয়পরায়ণতার খোরাক জোগান যে-সব গল্প-লেখকের প্রধান উপজীব্য, তাহারা ফ্রয়েডের কতকগুলি থিওরির দোহাই দিতে এখনও ছাড়ে নাই । অভেদানন্দ স্বামী অভেদানন্দ স্বামীর তিরোভাবের সঙ্গে সঙ্গে পরমহংস রামকৃষ্ণের শেষ সাক্ষাং মন্ত্রশিষ্যের তিরোভাব ঘটিয়াছে । তিনি দীর্ঘকাল আমেরিকায় বেদাস্ত মত প্রচার করিয়াছিলেন । ইয়োরোপেও ঐ মত শিক্ষা দিয়াছিলেন । ভারতবর্ষে ফিরিয়া আসিয় তিনি কলিকাতায় রামকৃষ্ণ বেদান্ত মঠ স্থাপন করেন, এবং সভাপতি রূপে তাহার পরিচালক ছিলেন । ১৯০৭ খ্ৰীষ্টাব্দে নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি কর্তৃক তাহার যে গস্পেল অব রামকৃষ্ণ নামক ইংরেজী গ্রন্থ প্রকাশিত হয়, তাহা তিনি সংশোধনপূৰ্ব্বক দি মেময়াস অব রামকৃষ্ণ নাম দিয়া মাস দুই পুৰ্ব্বে এদেশে পুনমুদ্রিত করাইয়াছিলেন। ইহা ব্যতীত তাহার রচিত আরও পচিশ-ছাব্বিশখানি পুস্তক-পুস্তিকা আছে। অনেক বৎসর পূৰ্ব্বে, যখন শ্ৰীশচন্দ্র বস্ত্র বিদ্যার্ণব ও তাহার ভ্রাতা বামনদাস বমু জীবিত ছিলেন, তখন এলাহাবাদে তাঁহাদের বাড়ীতে অভেদানন্দ স্বামীকে একবার দেখিয়াছিলাম । তাহার পর আর র্তাহার সহিত দেখাসাক্ষাৎ হয় নাই । হিন্দুদিগকে রাজা নরেন্দ্রনাথের সতর্কীকরণ রাজা নরেন্দ্রনাথ লাহোর-নিবাসী কাশ্মীরী ব্রাহ্মণ । তিনি এম্-এ উপাধিধারী । বয়স ৭০-এর উপর। তিনি মহারাজা রণজিৎ সিংহের এক প্রধান অমাত্যের বংশধর । সিবিলিয়ান না হইয়াও তিনি নিজের যোগ্যতার গুণে