পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কীৰ্ত্তিক ডিবিজন্যাল কমিশনার হইয়াছিলেন । সরকারী পেন্স্যনভোগিতা তাহার স্পষ্টবাদিত ও স্বাধীনচিত্ততা কমাইতে পারে নাই । তিনি হিন্দু মহাসড় প্রভৃতি নিথিলভারতীয় সভার সভাপতিত্ব করিয়াছেন । এলাহাবাদে পণ্ডিত মদনমোহন মালবায়ের উদ্যোগে যে হিন্দু-মুসলমান ঐক্য সাধনের প্রয়াস হইয়াছিল রাজা নরেন্দ্রনাথ তাহার অন্যতম সভ্য ছিলেন । সম্প্রতি তিনি দক্ষিণ পঞ্জাব ব্রাহ্মণ কনফারেন্সে সভাপতিরূপে যে বক্তৃত করেন, তাহার কয়েকটি কথা উদ্ধৃত করিতেছি। “You aim at the sangathan of Hrahmins. Allow me to give you a warning that you should do nothing to put an obstacle in the way of the higher sangathan which is aimed at by the His du Shalha, a sangathan of all the Hindus to whichever caste they belong.” “আপনাদের লক্ষ্য ব্রাহ্মণ-সংগঠন। আপনাদিগকে সাবধান করিতে দিন ষে, হিন্দুসভা হিন্দুসমাজের সকল জাতির যে উচ্চতর সংগঠন করিতে চান, তাহাতে কোন বাধা উপস্থিত হয় এরূপ কিছু করা আপনাদের উচিত নষ্ঠে ।” র্তাঙ্গর বক্তৃতার পরবর্তী অংশের রিপোর্ট লাহোরের টিবিউন পত্রিকায় নিম্নলিখিত আকারে দেওয়া হইয়াছে। “IHis personal opinion,” said Raja Sahib, “was that the Hindu Sabha itself should do nothing to obstruct the progress of that still higher orgamisation, called the National Congress, which aims at developing political nationalism in all the He was in the Hindu Sabha to oppose the view that union was or could cver be promoted by separatism. He would do his best to obliterate such separatism in order to achieve self-government.” castes and creeds living in India. "রাজা সাহেব বলেন, র্তাহার ব্যক্তিগত মত এই যে, হিন্দুসভার নিজেরও এমন কিছু করা উচিত নহে যাহার দ্বারা ন্যাশন্যাল কংগ্রেস নামক আরও উচ্চতর সেই সংঘের অগ্রগতিতে বাধা জন্মে, ষাহার লক্ষ্য ভারতবর্ষনিবাসী সমুদয় জাতি ও ধৰ্ম্মসম্প্রদায়ের মধ্যে রাষ্ট্রনৈতিক স্বাঞ্জাতিকতার বিকাশ সাধন । cējąfm ( separatism ) stal Fol={S 9°S) সাধিত হইয়াছে বা হইতে পারে, এই মতের বিরোধিতা করিবার নিমিত্ত তিনি হিন্দুসভাতে আছেন । স্বশাসন লাভ করিবার উদ্দেশ্যে তিনি এরূপ ভেদবাদ নিশ্চিহ্ন করিতে যথাসাধ্য চেষ্টা করিবেন।” পঞ্জাবের হিন্দুদের সমস্ত অনেকটা বঙ্গের হিন্দুদের বিবিধ প্রসঙ্গ—কাগজের মূল্য বৃদ্ধি ১২৫ সমস্তার সদৃশ। পঞ্জাবের হিন্দুদিগকে পরামর্শ দিবার ষে অধিকার রাজা নরেন্দ্রনাথের আছে, বঙ্গের হিন্দুদিগকে পরামর্শ দিবার সে অধিকার আমাদের নাই । তথাপি আমাদের মত বলিতেছি । আগেও বলিয়াছি । বঙ্গের হিন্দুদের মধ্যে যাহারা দেশের স্বাধীনত চান এবং হিন্দুসমাজের কল্যাণও চান, র্তাহাদের কংগ্রেস ও বঙ্গীয় হিন্দু মহাসভা উভয়েরই সভ্য হওয়া উচিত এবং কংগ্রেসকে ও হিন্দু মহাসভাকে ঠিক পথে রাখিবার চেষ্টা করা উচিত। যে-কেহ ইচ্ছা করিলে উভয়েরই সভ্য হইতে পারেন। শুনিয়াছি, কংগ্রেসের কোন কোন চাই হিন্দু মহাসভার সভ্যদিগকে পাকেপ্রকারে কংগ্রেসের সভ্য হইতে দেন না। এরূপ কৌশল ব্যর্থ করিতে পারা উচিত । বারাণসী বিশ্ববিদ্যালয় হইতে মালবায়জীর অবসর গ্রহণ পণ্ডিত মদনমোহন মালদ্বীয় নানা ভাবে ভারতবর্ষের সেবা করিয়াছেন। বারাণসী বিশ্ববিদ্যালয় তাহার অন্যতম কীৰ্ত্তি । একমাত্র না-হক্টলেও তিনি ইহার অন্যতম ও প্রধান প্রতিষ্ঠাতা এবং তিনি ইহাকে গড়িয়া তুলিয়াছেন । ইতার জন্য তাহার সমান প্রভূত অর্থ-সংগ্রহ কেহ করেন নাই । দীর্ঘকাল তিনি ইহার ভাইস-চ্যান্সেলার থাকিয়া সম্প্রতি অবসর গ্রহণ করিয়াছেন। ভগবচ্চিস্তায় ও শাস্ত্ৰাধ্যয়নে তিনি এখন শাস্তিতে থাকুন, এই কামনা করিতেছি । পণ্ডিত, দক্ষ লেখক ও বাগ্মী সৰ্ব সৰ্ব্বপল্লী রাধাকৃষ্ণন বারাণসী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার মনোনীত হইয়াছেন। ভাইস-চ্যান্সেলার হইবার মত বিদ্যাবুদ্ধি তাহার আছে । কাগজের মূল্য বৃদ্ধি যুদ্ধের জন্য কাগজের মূল্য বৃদ্ধি হওয়ায় এবং অদূর ভবিষ্যতে রীলের আকারে জড়ান কাগজ দুষ্প্রাপ্য হইবে বলিয়া দৈনিক কাগজগুলির পৃষ্ঠার সংখ্যা কমিয়াছে ।