পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কীৰ্ত্তিক সমম্বয় ঘটাইতে হইবে । নগরের ঐশ্বর্যাপঞ্জীর অভ্যন্তরে লইয়। গেলেই চলিবে না, পল্পীকে নগরের মধ্যে লইয়। আসিতে হইবে । আধুনিক কলকারখানায় শ্রমিক-মঙ্গল ব্যবস্থ৷ কলকারখানায় যেখানে নানারকম বিপজ্জনক যন্ত্রপাতি লইয়। কাজ করিতে হয়, সেখানে সামাগু অসাবধানতায় হুৰ্ঘটনা ঘটা অত্যস্ত স্বাভাবিক। এই ভাবে কলকারখানার বহু শ্রমিক প্রতিবৎসর মৃত্যুমুখে পতিত হয়, নমুত বিকলাঙ্গ হইয়। থাকে। যুক্তরাজ্যের বড় বড় কারখানায় এই ধরণের দুর্ঘটন কমাইবার জঙ্গ চেষ্টা চলিতেছে, এবং সে-চেষ্ট্র বহুলাংশে সাফল্য লাভ করিয়াছে । হিসাব করিয়া দেখা গিয়াছে যে এক জন শ্রমিক যখন বাড়ীতে থাকে, তখন যতটা দুর্ঘটনাব সম্ভাবনা থাকে, ক’খানাতে আজকাল আর ততটাও থাকে না ; তাঙ্গার পক্ষে বাড়ী অপেক্ষা কারখানাই অনেক সময় বেশী নিরাপদ । এই প্রেসটি চালাইতে হইলে দুই হাতই ব্যবহার করিতে হয় । ফলে এক হাত সরাইলেক্ট প্রেস কন্ধ হইয়া যায় ; এবং বিপদের অীশঙ্কা থাকে মা । ওমৃেষ্টিংহাউস আমেরিকার বৃহত্তম যন্ত্রপাতির কোম্পানীসমূহের অন্যতম। এখানে ১৯৩৭ সালের তুলনার গত বৎসরে

  • ళా

পঞ্চপা2g Nést ফুর্ঘটন! শতকরা ৬৩ ভাগ কাময়াছে এবং বর্তমান বৎসরের প্রথম তিন মাসেক্সরও ২৬ ভূগি কমিয়াছে। কারখানায় বৰ্ম্মপরিহিত কৰ্ম্মী । ধুলা ও আঘাত হইতে রক্ষার উপায় । দুর্ঘটনার সংখ্যা কমাইতে হইলে প্রথম প্রয়োজন শ্রমিকদিগকে উপযুক্ত শিক্ষা দিয়া নিজেদের নিশ্বিল্পতার সম্বন্ধে সচেতন করিয়া তোলা । এই উদ্দেশ্লো ওয়েষ্টিংহাউস হইতে একখানি মাসিক পত্রিক ষাহির করা হয়, তাহাতে এই কোম্পানীর অধীনস্থ নানা কারখানা হইতে নিবিঘ্নত বৃদ্ধির নানারূপ প্রস্তাব লিপিবদ্ধ করা হয় । শ্রমিক ও ফোরম্যাদিগকে নানাভাবে এই বিষয়ে শিক্ষিত করিয়; তোলা হয়, মধ্যে মধ্যে তাহাদিগকে উৎসাহিত করিবার জন্য পুরস্কারের বন্দোবস্ত করা হইয় থাকে । বড় বড় পোষ্টারে সাবধানতার উপকারিত ও অসাবধানতার বিষময় ফল চিন্ত্ৰিত করিয়া শ্রমিকগণ যাহাতে যখন-তখন দেখিত্তে পামু এমন জায়গায় রাখা হয় ] বিপজ্জনক বিভাগের শ্রমিকদিগের জন্য বিশেষ পোষাকের বন্দোবস্ত করা হইয়াছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ফেৰালে অসুহ উত্তাপের মধ্যে কাজ করিতে হয়, সেখানে অ্যাসবেস্টস নিৰ্ম্মিত টুপি ও পোষাক দেওয়া হয় । অবশ্ব শুধু বিশেষ ব্যবস্থা করিলে এবং বড় বড় পোষ্ট্রার টtড়াইয় দিলেই নির্বিঘ্নত বিভাগের কৰ্ত্তব্য শেষ হইয়া যায় মা । যাচাতে সকল শ্রেণীর শ্রমিক স্বাস্থাপূর্ণ আবহাওয়ার মধ্যে কাজ করিতে পারে তাহার রক্ষোবস্ত করিতে হয় । এজন্য শ্রমিকদিগকে সাধাৰণ স্বাস্থ্যতত্ত্ব, ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষণ, এবং ষে-ক্ষেত্রে বিষাক্ত পক্ষার্থ লইয়া কাজ করিতে স্থয় সে-সব ক্ষেত্রে কি বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার এ বিষয়ে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় । ৰিস্থাৎশক্তির কারখানায় বিপদ ঘটনার সম্ভাবন খুব বেশী ।