পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰতচারী বালিকাগণ কৃত্যালির জন্য প্রস্তুত হইয়াছেন নারী-প্রগতি ও ব্রতচারী:আন্দোলন _ 1ه-ست-س-- শ্ৰীমণীন্দ্রমোহন মৌলিক বর্তমান নারী-প্রগতির যুগে পাশ্চাত্য দেশগুলির অনুকরণে শিক্ষা ও সংস্কৃতির দিক্ দিয়া ভারতীয় নারী যথেষ্ট উন্নতি করিলেও সাধারণ স্বাস্থ্যের দিক্ হইতে র্তাহারা যে এখনো অনেক পশ্চাতে এ-কথা অস্বীকার করিবার উপায় নাই । নানাবিধ শরীরচর্চার ফলে পাশ্চাত্য রমণী যে অটুট স্বাস্থ্যের অধিকারিণী তাহা ভারতীয় নারীর প্রলোভনের বস্তু হইলেও স্বাস্থ্যোন্নতির জন্য সে আজ পর্য্যস্ত কোন সঙ্ঘবদ্ধ প্রচেষ্টা করিয়াছে বলা যায় না। অন্যান্য প্রগতিশীল দেশের তুলনায় আমাদের মেয়ের স্বাস্থ্য বিষয়ে নিতান্ত নিম্নস্তরে অবস্থান করিলেও নানাবিধ দেশাচার এবং সংস্কার বশত, উন্মুক্ত স্থানে ব্যায়ামাদি দ্বারা মাতৃজাতির স্বাস্থ্যোন্নতির কোন সুচিস্তিত এবং সমবেত চেষ্টা হয় নাই। পাশ্চাত্য দেশের ন্যায় প্রতীচ্যে স্ত্রীজাতির পুরুষদের মত খেলাধূলায় যোগ দেওয়া বা পুরুষদের সঙ্গে প্রতিযোগিতামূলক ক্রীড়ার প্রবর্তন করা সম্বন্ধে মতভেদ থাকিলেও বিনা ব্যয়ে, বিনা আড়ম্বরে এবং অল্পায়াসে দেশীয় পদ্ধতিতে, দেশের প্রকৃতি-ও সংস্কৃতি-গত আনন্দময় বায়াম ক্রীড়াদিদ্বার। স্ত্রীলোকদের শরীর ও মন গঠন করা সম্বন্ধে কোন মতদ্বৈধ থাকিতে পারে না । কিছুদিন হইল শ্ৰীযুক্ত গুরুসদয় দত্ত আমাদের দেশীয় লোকনৃত্যগুলির কিছু কিছু সংস্কার সাধন করিয়া ব্রতচারী নৃত্যের প্রবর্তন করিয়াছেন। মৃত্য এবং সাবলীল অঙ্গসঞ্চালনের মধ্য দিয়া শরীরচর্চার ইহা অপেক্ষ প্রকৃষ্ট পদ্ধতির কথা আমরা কল্পনা করিতে পারি না। শ্ৰীযুক্ত দত্ত বাল্যজীবনে পল্লীবাসী জনগণের মধ্যে আনন্দ-উৎসবের দিনে নানাবিধ নৃত্য-অনুষ্ঠান প্রত্যক্ষ করিয়াছিলেন, সেই আনন্দোৎসবের দৃশ তাহার শিশুচিত্তকে মুগ্ধ করিয়াছিল। কিন্তু বালো যাহা কেবল উৎসব-আনন্দের অপরিহার্য্য অঙ্গ বলিয়া মনে হইয়াছিল