পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8օ ব্রতচারী বালিকাগণ “বাংলা ভূমির মাটি” গান করিতেছেন প্রৌঢ় বয়সে সেগুলির বৃহত্তর উদ্দেশ্ব এবং কাৰ্য্যকারিতা তাহার অস্তুর স্পর্শ করিল। তাহার ফলেই ব্রতচারী নৃত্যের প্রবর্তন। জাতীয় স্বাস্থ্য সংগঠন ছাড়াও ব্রতচারী-প্রচেষ্টার বৃহত্তর উদেশ্ব এবং লক্ষ্য রহিয়াছে। জাতিগত ও দেশগত ঐক্য, সাম্য ও মৈত্রী স্থাপনের ব্যাপক উদ্দেশ্য এবং বিশেষ করিয়া ইহার সংস্কৃতিমূলক পরিণতি ব্রতচারী নৃত্যের প্রবর্তককে উদ্বুদ্ধ করিয়াছিল। অতি অল্পকালের মধ্যে তাই এ প্রচেষ্ট বাংলার সর্বত্র প্রতিষ্ঠা এবং ভারতের অন্যান্য প্রদেশে, এমন কি সুদূর পাশ্চাত্য দেশেও সমাদর লাভ করিয়াছে । ব্রতচারী নৃত্যের মধ্য দিয়া এরূপ দেশীয় পদ্ধতিতে বালিকা, বয়স্থা ও প্রবীণা সকল বয়সের নারী নিজেদের মধ্যে সরল ও আধ্যাত্মিকভাবে স্ব ও সাবলীল অঙ্গসঞ্চালন এবং ছন্দময় ব্যায়াম করিতে পারেন। উন্মুক্ত আকাশতলে আনন্দময় নৃত্যামৃষ্ঠানের দ্বারা সকল অঙ্গপ্রত্যঙ্গ সম্যক্রূপে পরিচালিত হয় এবং তজ্জন্য সমভাবে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অতি সহজে পুষ্টিলাভ করে। সৰ্ব্বাঙ্গের পুষ্টর জন্য ক্ষিপ্রতা, দক্ষতা ও শক্তি বৰ্দ্ধিত হওয়ার ফলে মেয়ের সহজে স্বাস্থ্যবর্তী, শক্তিময়ী এবং পবিত্রভাবাপন্না হইয়া থাকেন। ব্রতচারী প্রণালীর নৃত্যগীত বাস্তবিক পক্ষে সাধারণ জাতীয় নৃত্যগীত নহে এবং শরীরচর্চাদ্বারা স্বাস্থ্যের উন্নতি বিধানই ইহার একমাত্র উদ্দেশ্য নহে। যুগ-যুগান্তর হইতে আমাদের দেশে সকল শ্রেণীর লোকের মধ্যে যে-সকল আনন্দময় নৃত্যানুষ্ঠান দৈনন্দিন কৰ্ম্ম ও উৎসবের সহিত বিজড়িত ছিল সেগুলিই এই প্রচেষ্টার মধ্য দিয়া শিক্ষাক্ষেত্রে আত্মপ্রকাশ করিতেছে। ইহাদের সংস্কৃতিগত সার্থকত রহিয়াছে। এক কালে পল্লীর উন্মুক্ত আকাশতলে মুক্ত হাওয়ায় সকল বয়সের মেয়েরা নিজেদের মধ্যে এই সকল নৃত্য শিক্ষা ও অমুশীলন করিত। গ্রামের স্ত্রীলোকেরা কোন বিশেষ অস্তঃপুরের আঙিনায় সমবেত হইয়া মনের আনন্দে নৃত্য করিত। ইহা ছাড়া নিজ নিজ গৃহেও দৈনন্দিন গৃহকাৰ্য্যসমাপনান্তে বধূগণ নৃত্যগীতের দ্বার। মনের অবসাদ ও ক্লাস্তি দূর করিত। বালিকার বয়ঃপ্রাপ্ত আত্মীয়াদের বা প্রতিবেশিনীদের নিকট এই সকল নৃত্য শিক্ষালাভ করিত। বালক ও যুবকেরা প্রাপ্তবয়স্কদের