পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

罰 দেশ-বিদেশের কথা ミー参 আড়াই মাসের ফল শ্ৰীগোপাল হালদার প্রায় আড়াই মাস যুদ্ধ চলিবার পরেও যে প্রশ্নটি অনেকেই করেন তাহা এই—“যুদ্ধ কৰে আবস্ত হইবে ?" ইহার কারণ যুদ্ধ বলতে আমরা যে মৃতু্যযজ্ঞের বিভীষিকা এত দিন দেখিয়াছি, এখনো তাহা সত্যই প্রকাশ পায় নাই, থানিকট তাহার রূপ দেথা গিয়াছে ওয়ারস'তে—সে-শহরটি নাকি অস্তুত কিছুকালেয় মত মান্বযের দৃষ্টি হইতে মুছিয়া গিয়াছে । কিন্তু একালের যুদ্ধ শুধু অস্ত্রমুখে রণক্ষেত্রে হয় না, সৈন্যের বলপরীক্ষায় তাহার শেষ নয়-এ-যুগের যুদ্ধ “সামগ্রিক” ( totalitarium ) । “সামগ্রিক যুদ্ধ” “সামগ্রিক যুদ্ধে” দেশের সময় জন-সমষ্টিই নিজেদের আর্থিক, নৈতিক, সামাজিক, সমগ্র প্রচেষ্টার দ্বারা যুদ্ধ পরিচালনা করে— রুমানিয়ার রাজা ক্যারল ও রুমানিয়ার যুবরাজ ۹ جیام- انت দেশ বলিতে যাহা কিছু বুঝায়,—তাহার যত জন-সম্পদ ও তাহার যত ধন-সম্পদ,—সবই এই শক্তি পরীক্ষায় নিয়োজিত হয় । తే.. বুকরেষ্টের রাজপথ তাই, একালের “সামগ্রিক যুদ্ধে" যোদ্ধ। শুধু সৈনিকের নয়, যোদ্ধা দেশের আবালবৃদ্ধবনিত ; যুদ্ধক্ষেত্র শুধু সৈন্য-সংঘর্ষের সীমাবদ্ধ ভূমিস্থল নয়, তাহ সমগ্রদেশে বিস্তৃত—তাহার নগর, জনপদ, কলকারখানা, সবই যুদ্ধক্ষেত্র ; শুধু তাহ নয়, তাছা সমুদ্রপথ, তাহার আকাশপথ ও উহায় অন্তর্গত । অতএব, যুদ্ধলিপ্ত জাতির কেহই যেমন অ-সামরিক (civil) বলিয় নিস্তায় পাইবে না, কিছুই যেমন অ-রক্ষিত ( unfortified ) বলিয়। গণ্য হইবে না, তেমনি অ’ ফ্ৰমণ যে কখন কোথায় দেখা দিবে তাহার নিশ্চয়তা ও নাই। তাই, পোল্যাণ্ডের পাল! শেষ হইতেই পশ্চিমপ্রাস্তুে যখন বলপরীক্ষা সমাসন্ন মনে হইতেছিল