পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম্ সুন্দরম” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” পেশক্ষ> *S~99ల ৩১শ ভাগ } ২য় খণ্ড জয়ধনি রবীন্দ্রনাথ ঠাকুর যাবার সময় হোলে জীবনের সব কথা সেরে শেষ বাক্যে জয়ধ্বনি দিয়ে যাব মোর অদৃষ্টেরে । বলে যাব, পরমক্ষণের আশীবাদ বার বার আনিয়াছে বিস্ময়ের অপূর্ব আস্বাদ । যাহা রুগ্ন, যাহা ভগ্ন, যাহা মগ্ন পঙ্কস্তরতলে আত্মপ্রবঞ্চনাছলে তাহারে করি না অস্বীকার । বলি বার বার পতন হয়েছে যাত্রাপথে ভগ্ন মনোরথে বারেবারে পাপ - ললাটে লেপিয়া গেছে কলঙ্কের ছাপ ; বার বার আত্মপরাভব কত দিয়ে গেছে মেরুদণ্ড করি নত ; কদর্যের আক্রমণ ফিরে ফিরে দিগন্ত গ্লানিতে দিল ঘিরে ।