পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وهو ع\(ي নেত্ৰে তব লাবণ্য-সমুদ্র করে ক্রীড়া, বিশ্বের মদিরা ! পুষ্পসম স্পর্শ তব প্রতি অঙ্গ ভরি’ কঁাপিছে শিহরি ; তবু তুমি নহ শুধু ভোগের সঙ্গিনী অনন্ত যাত্রার পথে তুমি দেবী চির উৎসুকিনী । আলস্য-প্রমোদমত্ত কাপুরুষ ভীরুর স্পৰ্দ্ধায়, নারী-হৃদয়ের শ্রদ্ধা, পরাহত, বিক্ষুব্ধ বাধায়, লজ্জায় ঘৃণায় । দুঃখদিনে বাজাও মঙ্গল-শঙ্খ তব চির অভিনব । দুর্গম দুঃসহ ঝঙ্কাপথে, তুমি চিরসহযাত্রী, ভয়মাঝে অভয়বিধাত্রী । দুৰ্গম প্রেমের পথে ছুটে চল তুমি আত্মহারা, একটি রসের স্রোতে যুক্ত কর সর্ব রসধারা ; প্রেমের গভীর মন্ত্র নাচে তব আঁখির পল্লবে, আনন্দ-মঙ্গল-বীণা বেজে ওঠে কণ্ঠের উৎসবে, অয়ি মৃদুলভে । পুরুষের চেতনারে মুক্ত কর স্রোতে, অন্ধকার হোতে । দাক্ষিণ্যের পূর্ণকুম্ভ হোতে সৰ্ব্বস্ব করায়ে পান, একাস্তে আপনা কর দান । তোমার প্রেমের যজ্ঞে জলিতেছে উদ্ধে হোমাশখ, আদিম ত্যাগের মন্ত্র দেয় তাহে আপনার লিথ, প্রেমের অনন্ত আশা হে দেবী, তোমার আদর্শনে, আপনারে ব্যক্ত করে লোকাতীত স্পশের হর্ষণে, অয়ি সুমৰ্ষণে ! Yeo তোমার রহস্য দেবী তুমি নাহি জান, আপনারে আন আপন মুঠার মাঝে, তবু তুমি নিত্য দূরে রহ, আমার পুষ্পিত অর্ঘ্য লহ। কত কবি গেয়ে গেছে কত শত বিরহের গান, কত বীর ঢালিয়াছে তোমা লাগি হেসে তার প্রাণ । সমস্ত পল্লবপুরী হোতে ঝর ঝর বরষায়, তোমার বিরহ ক্লান্ত ঘনঘোর শ্রাবণ-সন্ধ্যায়, কি যে গান গায় । স্বৰ্য্যমুখী-বর্ণে আঁকা তোমার অঞ্চল, করে ঝলমল ; দূৰ্ব্বার হরিত ক্ষেত্রে পল্লবিত বনে, শিশিরের সনে, চিরদিন চিররাত্রি র্কাপে, তোমার মঙ্গল-গাথা, শেফালিক-দলে শয্যা পাতা ! কে তুমি জানি না কিছু তাহ, সে আদিম কাল হোতে, ইঙ্গিতে টেনেছ সৰ্ব্বলোকে আপনার পুণ্যস্রোতে, সুখে দুঃখে ত্যাগে সাধনায় দিয়েছ ব্যথার উপহার, আলোকে নিয়েছ টেনে, দূর করি ঘন অন্ধকার ; দুর পরপার, স্বপ্নের মহিমা দিয়ে ঘিরে নিরস্তর, মাতুষেরে আপনার কাছে কর আবিষ্কার, হে দেবী, তোমারে নমস্কার ।