পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌৰ , कांए६हे उँीशंग्र औदन ऐं★६#शैौक्लङ श्हेझांझिल ! डिनि ডেরাদুনে কগু-গুরুকুল স্থাপন করিয়াছিলেন। ইহাতে শুধু ভারতবর্ষের নানা অংশ হইতে ছাত্রী আসে এমন মহে, আফ্রিকাগ্রবাসী কোন কোন ভারতীয়ের কন্যাও শিক্ষালাভার্থ আসিয়া থাকে । জেনিভায় ফিনল্যাণ্ড ও রাষ্ট্রসংঘ জেনিভ, ১১ই ডিসেম্বর “রাষ্ট্রসঙ্ঘ এসেম্ক্লিয় অধিবেশনে ফিনিস প্রতিনিধি ডাঃ হলষ্টি সমগ্র সভ্য জাতির নিকট ফিনল্যাগুকে সাহায্য করিবার জন্য আবেদন জ্ঞাপন করেন । বিশ্বের বিভিন্ন প্রদেশ হইতে ফিনল গুর প্রতি যে সহায়ুভূতির ভাব প্রদর্শন করা হইতেছে, তাহাকে প্রত্যক্ষ ভাবে কাৰ্য্যকর" করিবার সময় উপস্থিত হইয়াছে বলিয়া তিনি মনে করেন । পরিশেষে তিনি বলেন, ফিনল্যাণ্ডের অধিবাসিগণ দেশের জন্য অবস্থিত চিত্তে রক্ত ঢালিয়া দিতেছে । আমি আশা করি ফিনিশfদগের প্রতি আপনাদের যে কৰ্ত্তব্য রহিয়াছে তাহ। আপনার বিশ্বত হইবেন না ।” রাষ্ট্রসংঘ এসেম্ব্লীর এই অধিবেশনে নরওয়ের প্রতিনিধি ইfমব্রো সাহেব সভাপতি মনোনীত হন । তিনি র্তাহার অভিভাষণে বলেন, “রাষ্ট্রসঙ্ঘের গুইটি সভ্যের মধ্যে যে যুদ্ধ বাধিয়াছে তাহ বন্ধ করিবার জন্য, মানব সভ্যতাকে ধ্বংসের হাত হইতে রক্ষা করিবার জন্য আমরা এখানে সমবেত হইয়াছি ।"

  • জেনিভা, ১১ই ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে এই স্থির হয় যে, রাশিয়ু ও ফিনল্যাণ্ডকে অবিলম্বে সংগ্রাম থামাইবার জঙ্ক এবং রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় তাহাদের বিরোধ মিটমাটের নিমিত্ত আলোচন। চালাইবার জন্য তার প্রেরণ করা হইবে । এবং এই সম্পর্কে উভয় পক্ষকেই উত্তর দানের জঙ্ক চব্বিশ ঘণ্টা সময় দেওয়া হইবে ।” --রয়টার

লণ্ডন, ১২ষ্ট ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের হেড কোয়ার্টাস হইতে নিউ ইয়র্ক বেতার কর্তৃক প্রচারিত এক বেতার সংবাদে উল্লিখিত হইয়াছে যে, সন্ধ্য। ৭-২ • মিনিট পৰ্য্যন্ত সোভিয়েট-ফিনিশ বিরোধ সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘের অমুরোধের কোনও জবাব মস্কে হইতে বাষ্ট্রসঙ্ঘে পৌছে নাই । জেনিভাস্থ আমেরিকার সমালোচক আরও উল্লেখ করিয়াছেন যে, ইহার ফলে সোভিয়েটের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘ মহলের বিরূপ ভাব আরও প্রবল আকার ধারণ করিতেছে । —রয়টার মস্কো ১৩ই ডিসেম্বর “লাষ্ট্রসঙ্ঘ সোভিয়েট-ফিনিস বিরোধ মিটমাটের জন্ত সোভিয়েটের নিকট যে প্রস্তাব করিয়াছিলেন সোভিয়েট গবর্ণমেণ্ট অদ্য রাত্রিতে তাক অগ্রাহ করিয়াছেন । ম; মলটোভ গত ৪ঠা ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারী-জেনারেলের নিকট যে তার প্রেরণ করিয়াছিলেন তাঙ্গাতেই ইহার কারণ প্রদর্শিত হইয়াছে বলিয়া বলা হইয়াছে । উক্ত তারে বলা হইয়াছিল যে, রাশিয়া C لإعطسري ) বিৰিৰ প্রসঙ্গ-ভাৰ অনুসারে বঙ্গের সীমা নিধর্ণয়ণ 雳> রগুগজ্ঞ কাউন্সিলের বৈঠকে যোগদান করিতে পারে না ; কারণ সে ফিনল্যাণ্ডের সহিত যুদ্ধে নিয়ত নহে স্বতরাং তাছার খণ্ডে রাষ্ট্রসঙ্গ কাউন্সিলের বৈঠক আহবানের উপযুক্ত কারণ ঘটে নাই।" -ब्रबल्लेब्र পৃথিৰীষ্ম অগণিত লোক মনে করে, কমু্যনিস্ট রুশিয়া । छज्जयाजौ । cनके यश छूण । कलिब्र थेो,ि बांग्लादाशै । বিশ্বব্রহ্মাও সব মায়া। কশিয়ার ও ফিনল্যাণ্ডের হানাহানি, রক্তারক্তি, হতাহত—কিছুই সভ্য নহে ; সব মায়া ! “দেশ সংগ্রামের জন্য প্রস্তুত” পুরুলিয়। ১১ই ডিসেম্বর ঐযুক্ত সুভাষচন্দ্র বসু কালা, তুলিন এবং জয়পুর গিয়াছিলেন। কালদা মিউনিসিপ্যালিটি প্তাহাকে মানপত্র প্রদান করে । তিনি সন্ধ্যা প্রায় সাতটার সময় পুরুলিয়া ফিরিয়া আসেন। সেখানে জুৰিলি প্রাঙ্গণে প্রায় দশ হাজার লোক কয়েক ঘণ্টা পূৰ্ব্ব হইতেই তাহার জঙ্গ অপেক্ষা করিতেছিল । সেই বিরাট সভায় তিনি প্রায় এক ঘণ্টাকাল বক্তৃত করেন। সেখানে মিউনিসিপ্যালিটি, খান। কংগ্রেস কমিটি এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ হইতে র্তাহাকে সম্বদ্ধনা জ্ঞাপন করা হয়। ঐযুক্ত বসু ৰ্তাহার মৰ্ম্মস্পশী ষত্ত্বতায় বলেন, “বৰ্ত্তমান যুদ্ধে সাম্রাজ্যবাদ ধ্বংস হইবে, এবং সম্ভবতঃ পরাধীন দেশগুলি তাহাদের অধীনত শৃঙ্খল হইতে মুক্ত হইবে । ভারতের স্বাধীনতা জগতে শান্তি আনয়ন করিবে। যদিও আমাদের নেতাগণ—কংগ্রেস কর্তৃপক্ষ অঙ্গরূপ বলিতেছেন—তথাপি দেশ স্বাধীনতার জন্য সংগ্ৰাম করিতে প্রস্তুত হইয়াছে।” তিনি সমবেত সকলকে সংগ্রামের জঙ্ক প্রস্তুত থাকিতে এবং স্বাধীনতা অর্জন করিতে বলেন। শ্ৰীযুত বস্ব সভা হইতেই বরাবর আজমগড় চলিয়া যান । --ইউ, পি ভাষা অনুসারে বঙ্গের সীমা নিধারণ বঙ্গের কাজনী অঙ্গচ্ছেদ রহিত করিয়া নূতন যে অঙ্গচ্ছেদ হুইয়াছে, তাহার দ্বারা অপেক্ষাকৃত বিরলবসতি, স্বাস্থ্যকর, এবং খনিজ ও আরণ্য সম্পদে সমৃদ্ধ বঙ্গের অনেকগুলি-প্রায় সবগুলি—অংশকে বাংলা প্রদেশ হইতে কাটিয়া লইয়া অন্য দুই প্রদেশের সহিত জুড়িয়া দেওয়া হইয়াছে, বাঙালী জাতির রাষ্ট্রীয় সংহতি হ্রাস করা হইয়াছে, এবং বাঙালী জাতির অধিকতর শিক্ষিত ও সাৰ্বজনিক কার্যে উৎসাহী অংশ হিন্দুদিগকে বাংলা প্রদেশে, বিহার প্রদেশে ও আসাম প্রদেশে রাষ্ট্ৰীয়শক্তিহীন করা হইয়াছে । স্বতরাং এই দ্বিতীয় জঙ্গচ্ছেদের প্রতিবাদ হইয়। আসিতেছে । ব্রিটিশ পক্ষ হইতে বঙ্গের সীমা ন্যায়সঙ্গত ভাবে পুননিধারণের প্রতিশ্রুতি দেওয়া আছে।