পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ । প্রতিশ্রুতি দিতে পারি না, কিন্তু বঙ্গসাহিত্যের জীবিতত্বের কিছু প্রমাণ অবাঙালীরা পাইবেন তাহা বলিতে পারি। শ্ৰীমতী সোফিয়া ওআডিয়ার ঠিকানা :– “আধসংঘ,” নারায়ণ দাভোলকর রোড, মালাবার হিল, বোম্বাই । খাদ্য ও পুষ্টি প্রদর্শনী কলিকাভা মিউনিসিপালিটি খাদ্য ও পুষ্টি সম্বন্ধে প্রদর্শনী খুলিয়া একটি একান্ত আবশ্যক কাজের আয়োজন করিয়াছেন । প্রদর্শনী অল্পদিনস্থায়ী হইবে । ইহার একটি অংশ স্থায়ী ভাবে কোথা ও রাখা উচিত প্রদর্শনীটির স্বারমোচন উপলক্ষে রবীন্দ্রনাথের ভাষণ অন্যত্র মুদ্রিত হইল। যুদ্ধ সম্বন্ধে বঙ্গীয় আইন-সভায় প্রস্তাব যুদ্ধ সম্বন্ধে বঙ্গীয় আইন-সভার দুই অংশে মন্ত্রীদের ও মস্ত্রিপক্ষীয়দের প্রস্তাবগুলি আলোচিত হইতেছে। প্রবাসীর এই সংখ্যা বাহির হইবার পূর্বে বিতর্ক শেয হইবে । সংশোধক প্রস্তাবগুলিতে ভারতের স্বাধীনতার দাবী করা হইয়াছে, জনপ্রতিনিধিদিগের মত না-লইয়া ভারতবর্ষকে যুদ্ধে শরীক করায় গবন্মেন্টের নিন্দা করা হইয়াছে, এবং সংখ্যা লঘিষ্ঠদের স্বার্থরক্ষার ব্যবস্থা সম্বলিত রাষ্ট্রবিধি গণপরিষদ কর্তৃক প্রণয়নের দাবী করা হইয়াছে। এই সকল সংশোধন সমর্থনযোগ্য । দয়ানন্দ বৈদিক গ্রন্থাগার কলিকাতার আর্যসমাজ কতৃক দয়ানন্দ বৈদিক গ্রন্থাগারের দ্বারমোচন উপলক্ষে সবু নৃপেন্দ্রনাথ সরকার বলেন ষে, যদিও তিনি আর্ষসমাজী নহেন, তথাপি তিনি আর্যসমাজের শৈক্ষিক ও সাংস্কৃতিক প্রচেষ্টাসমূহের গুণগ্রাহী ; হিন্দু সংস্কৃতির পুনরুদ্ধারকল্পে আর্যসমাজ বিশেষ বিবিধ প্রসঙ্গ—সরকারী আর্টস্কুলে চিত্রপ্রদর্শনী 8`ම් চেষ্টা করিতেছেন । অনেক হিন্দু যে হিন্দু বলিয়া আত্মপরিচয় দিতে লজ্জা বোধ করেন, তিনি এই অধোগতিতে দুঃখ প্রকাশ করেন । ভারতশাসনআইনের উল্লেখ করিয়া তিনি বলেন, উহার কোথাও হিন্দু শব্দটি নাই,-হিন্দুরা ‘হিন্দু নহে, তাহারা অ-মুসলমান, অ-শিখ ইত্যাদি, তাহারা জেনের্যাল অর্থাৎ সাধারণ । ভারতীয় ঐতিহাসিক দলিল কমিশন ভারতীয় ঐতিহাসিক দলিল কমিশনের বর্তমান বংসরের অধিবেশনে সবু যদুনাথ সরকার সভাপতি নির্বাচিত হইয়া একটি উপলক্ষ্যোপযোগী বক্তৃতা করেন এবং অনেক লেখক কতৃক গবেষণাপূর্ণ অনেক প্রবন্ধ পঠিত হয়। কমিশনের অধিবেশনের পর ঐতিহাসক কংগ্রেসের অধিবেশন হয়। এই উপলক্ষ্যে সেনেট হলে একটি বহুশিক্ষাপ্রদ ঐতিহাসিক প্রদর্শনী হইয়াছিল । বাঙালীর সামরিক শিক্ষা সম্বন্ধে ভারত সভা ভারত সভা বঙ্গের নূতন গবর্ণরকে অভিনন্দন প্রদান উপলক্ষে বাঙালীদগকে সামরিক শিক্ষা দিয়া স্থায়ী রেজিমেণ্ট গঠনের অম্বরোধ জানান। শ্ৰীযুক্ত মন বাহাদুর সিংহের “সৈনিক বাঙালী” পুস্তকের সমালোচনা উপলক্ষে গত সংখ্যায় আমরা ইহার একান্ত প্রয়োজনীয়তার উল্লেখ করিয়াছি । গবর্ণর বলেন, বিষয়টি ভারত-সরকারের এলাকাভূক্ত ; তিনি ইহা ভারত-সরকারকে জানাইবেন । সরকারী আর্টস্কুলে চিত্রপ্রদর্শনী সরকারী আর্টস্কুলে চিত্র প্রদর্শনী খোলা হইয়াছে । ইহা ৩০শে ডিসেম্বর পর্য্যন্ত খোলা থাকিবে । ইহাতে ঐযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ শ্রেষ্ঠ চিত্রকরদিগের এবং অন্য অনেকের চিত্র রাখা হইয়াছে । { বিবিধ প্রসঙ্গ ২৮শে অগ্রহায়ণ সমাপ্ত ]