পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8లినీ প্রবাসী ృరిg\ు ফিনল্যাণ্ডের জগদ্বিখ্যাত সুরকার, সিবেলিয়ুস হয়ত আবার পুনরাবিভূতি হইত—দ্বন্দ্বের মূলনাশ না হইলে এই সমুংপন্ন প্রায় সৰ্ব্বনাশও ঠেকাইয়া রাখা চলিত না । সৰ্ব্ব-শত্ৰু সোভিয়েটের এই অভিযান-দর্শনেও ইউরোপের কুরু-পাণ্ডব একত্রিত হইয়া যে তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইতে পারিলেন না, পরিবেন না—ইহাই তাহার কারণ । কূটনীতির যুদ্ধ অতএব, যুধ্যমান কোন পক্ষই যে সোভিয়েটকে এই মহামুহুর্তে বিরোধী করিয়া তুলিতে সাহসী হইবেন না-ইহাও সাধারণ কূটনীতি । কূটনীতির দ্বন্দ্বই এখন পর্য্যস্ত এই যুদ্ধের বড় ঘটনা । তাই, পূৰ্ব্ব-পোল্যাণ্ড সোভিয়েট-অধিকৃত হইলে, বলকান-অঞ্চল সোভিয়েট-প্রভাবিত হইলে এবং বালটিকের তীরে সোভিয়েট আবিভূতি হইলেও, ব্রিটিশ মস্ট্রিপরিষদ নিজেদের মনোভাব গোপন করিয়াই গিয়াছেন । বরং মিষ্টার চাচ্চিলের মত সোভিয়েটের শত্রু ও আনন্দ প্রকাশ করিয়া বলিয়াছেন— ঐসব স্থানে জাৰ্ম্মেনীকে এই ভাবে হটাষ্টয় দিয়া সোভিয়েট মিত্রশক্তিরই মনোবাঞ্ছা পূর্ণ করিতেছেন। অপর দিকে মস্কোঁতে জাৰ্ম্মান পররাষ্ট্র-সচিব হার ফন রিকেনট্রপ পোল্যাণ্ড ও পূর্বইউরোপের কোন কোন জাতির ভাগ্য রুশিয়ার হাতে তুলিয়। দিলেন তাহ জানা গেল না, কিন্তু তিনি সাহলাদে জানাইলেন, রুশিয়া জাৰ্ম্মেনীকে খাদ্য ও যুদ্ধ-ব্যবহার্য্য সমস্ত উপকরণই বিক্রয় করিবে-সমুদ্র-পথ বন্ধ করিয়া আর জাৰ্ম্মেনীকে এবার কোণঠাস করা চলিবে না । অধিকন্তু, জাৰ্ম্মান দূতের কথায় এই ইঙ্গিতও লক্ষ্য করা গেল—রুশিয়ার নিকট সামরিক সাহায্যও জাৰ্ম্মেনীর হুলভ হইবে না। মিত্রশক্তি উচ্চকিত হইলেন— যে রুশিয়া বৎসরের পর বৎসর তাহাদের দুয়ারে মিত্রতার জন্য ঘুরিয়াছে আজ সেই প্রত্যাখ্যাত শক্তিকে আর অশ্রদ্ধা করিবার উপায় নাই । তুরস্কের সহিত বন্ধুত্ব দৃঢ়তর করিয়া নিকট-প্রাচ্যে ও বলকানে রুশিয়ার পথরোধ করা গেল ; ফিনল্যাণ্ডের বিস্ময়কর ‘ঔদ্ধত্যে’ তাহার পশ্চিম-যাত্রাও প্রতিরোধ করা সম্ভব হইতে পারে ; আর ইতিমধ্যে আমেরিকার যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতআইন সংশোধন করাইয়। আমেরিক হইতে মিত্ৰশক্তিও সহস্রাধিক যুদ্ধ-বিমান, অজস্র যুদ্ধ-ও খাদ্য-উপকরণ ক্রয় করিতে পারিবেন । মিত্ৰশক্তির এই তিনটি কুটনীতিক সাফল্য অবজ্ঞেয় নয়—বিশেষ করিয়া আমেরিকার অস্ত্রাগারের জুয়ার যখন এক বার বাণিজ্য-সূত্রে খুলিয়াছে তখন বিশেষরূপেই ইংরেজ-ফরাসীর অশান্বিত হইবার কারণ ঘটিয়াছে। সোভিয়েটের নীতি কিন্তু তথাপি প্রশ্ন রহিল— রুশ-জাৰ্ম্মান বন্ধুত্বের সীম। কোথায় ? রুশিয়ার কূটনীতি যে ভাবে তিন মাসের মধ্যে জাৰ্ম্মেমা ও জাপানের সঙ্গে বুঝাপড় করিয়া পুথিবীর পাকা রাজনীতিকদের সমস্ত বুদ্ধি ঘুলাইয়া দিয়াছে, তাহাতে তাহাকে তুরস্কে বা ফিনল্যাণ্ডে বাধা দিয়া কতটুকু বিপন্ন করা চলিবে ? বাষ্ট্রনীতি ভরসা ছিল-সোভিয়েট যুদ্ধ-বিরোধী । কিন্তু ফিনল্যাণ্ডের রক্ষাকল্পে স্বয়ংৰ্বত সেবিকাদল