পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ পারমিতা 866. অক্ষমতাকে বুঝাইয়া দেয় এবং এই উপায়ে অহিংসার শ্রেষ্ঠত্ব সুচনা করে । বিভিন্ন জাতির মধ্যে অহিংসনীতি স্থাপনের যুগ এখনও আসে নাই। কিন্তু এবার যে যুদ্ধ বাধিয়াছে, এইরূপ কয়েকটি যুদ্ধ বাধিলে নিরর্থক পরস্পর হিংসার নিস্ফলতা বুঝিতে পারিয়া লোকে জাতিগত বিরোধও অহিংস উপায়ে সমাধান করিবে, এবং একটি সমাজের মধ্যে ব্যক্তিদের পরস্পর যে সম্পর্ক থাকা উচিত সমগ্র মনুষ্যসমাজের জাতিবর্গের মধ্যেও যে সেইরূপ সম্পর্ক থাকা উচিত, ইহা সকলে মানিয়া লইবে । গত যুদ্ধের ফলে এইরূপ একটা প্রবৃত্তি উৎপন্ন হইয়াছিল এবং তাহার ফলে লীগ অব নেখন উদ্ভাবিত হইয়াছিল । কিন্তু সন্ধিকৰ্ত্তাদের মনে সন্ধিকালে যে হিংস্র মনোভাব সন্ধিপত্র বিধান করিয়াছিল, তাহার কুফল এখন পৰ্য্যস্ত সকলকে ভোগ করিতে হইতেছে। যুদ্ধ ঘোরতর বিভীষিকাময় সন্দেহ নাই, কিন্তু প্রকৃতির নিয়ম এই যে অমঙ্গল হইতেই মঙ্গল এবং মৃত্যু হইতেই জীবন উৎপন্ন হয় । বর্তমান যুদ্ধের ধ্বংসলীলা যদি সকলের চক্ষু উন্মেষিত করে এবং সকলের ಇಲ್ಲএষ্ট্র বৃদ্ধি উন্মেষিত করে যে, বিভিন্ন মনুষ্যজাতি এখন যেতুত্বে উঠিয়াছে তাহাতে হিংসাত্বারা তাহারা কার্য্যসিদ্ধি করিতে পারে না, তবে ভবিষ্যতে যুদ্ধের প্রচার কমিয়া যাইবে বা লোপ পাইবে । হিংসার ইহাই সর্বশ্রেষ্ঠ দান যে, কোনও একটি বিশিষ্ট স্তরে আপনার দোষ, অক্ষমতা, স্বার্থসিদ্ধির প্রতি অযোগ্যতা প্রমাণ করাইয়া দিয়া সকলকে তাহার পথ হইতে নিবৃত্ত করে । এই মহাযুদ্ধের ধূমরাশির মধ্যে দাড়াইয়। আমরা, যাহারা বাচিয়া থাকিব, এই অহিংস জ্যোতির উন্মেষের জন্য প্রার্থনা করিব— আবিরাবির্ম এধি । পারমিত শ্ৰীগৌরগোপাল মুখোপাধ্যায় সময়ের বালুক ঝরিছে ক্ষীয়মান প্রণয়ের আয়ু শেষ হয়ে এল গোনা দিন যাবার সময় এবে হ’ল । তারার মিছিল মিলায়েছে আৰ্দ্ৰবায়ু নিশীথ কঁপায় মেঘমুনি বাদয়-আকাশে বিরহের অশ্রু টলমল । সব কথা সারা হয়ে গেছে শেষ কথা কই হ’ল বলা যে-আসঙ্গে আতপ্ত আসব হিমধারা সেখানে নামিল । হে ক্ষণিক তিষ্ঠ ক্ষণকাল আরবার পিছনেতে চাও ঝাউবনে শোনো কান পাতি ভুলে-যাওয়া দিনের মমর । ঝাউবনে মমরিচ্ছে শোনো পদধবনি বিগত দিনের অতিক্রমি তারে যাবে কোথা বাসা তার সভার গহিনে । তুমি মম মানসমঞ্জরী সিঞ্চিয়াছি হিয়ার রুধিরে নিজেরে দহিয়া দিতু তাপ আলো দিল্প নিজেরে জ্বালায়ে । সঞ্চারিণী ধেয়ানপল্লবে বর্ণদীপ্ত মম কামনায় মোহ তব ব্যথাবিকম্পন মুর তব মোর প্রতিধ্বনি । অতিক্রমি যেতে চাও মোরে যেতে চাও বাধা কেন দিব ওতপ্রোত প্রতি পরমাণু আমার ছায়াতে তব কায়। ঝাউবনে কান পেতে শুনি অপগত দিনের মমর পদধ্বনি আনমনা তব আবিস্তৃতা অবিস্মরণীয়া ।