পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Goog రిgS & কয়েক জাতীয় প্রজাপতি দেখিতে পাওয়া যায় তাহারা আকুতি-প্রকৃতিতে মথের মত, কিন্তু প্রকৃত প্রস্তাবে তাহাদিগকে দিবাচর প্রজাপতির পর্য্যায়ভুক্ত বলা যাইতে পারে। ইহার! সৰ্ব্বদাই অল্প অন্ধকার অথবা ছায়ার মধ্যেই অবস্থান করে। দক্ষিণ-আমেরিকার পেচা-প্রজাপতিই বোধ হয় এই জাতীয় প্রজাপতিদের মধ্যে সৰ্ব্বাপেক্ষ বৃহৎ আকৃতির হইয়া থাকে। দিবাচর প্রজাপতিদের মধ্যেও ইহাদের অপেক্ষা বৃহত্তর প্রজাপতি বিরল । ইহাদের নীচের ডানা দুটির নিম্নতলে পেচার চোখের মত বড় বড় দুইটি গোল দাগ থাকে। সন্ধ্যার সময় যখন ইহারা উড়িতে থাকে, তখন তাহাদের বৃহৎ ডান ও গোলাকার চোখ দুটির জন্য একটা অদ্ভুত প্রাণী বলিয়া মনে হয়। আমাদের দেশেও দুই-তিন ইঞ্চি পরিমাণ এই জাতীয় প্রজাপতির অভাব নাই, শিবপুর বটানিক্যাল : গার্ডেনে বড় বড় গাছের শিকড়ের আড়ালে অন্ধকারের মধ্যে অতুসন্ধান করিলেই দেখিতে পাওয়া যাইবে, অসংখ্য ধূসর ও কালে রঙের অদ্ভুত আকৃতির প্রজাপতি বসিয়া আছে । দিবাচর প্রজাপতির মধ্যে সাধারণতঃ আধ ইঞ্চি হইতে সবুজ রঙের নিশাচর প্রজাপতি পাচ-ছয় ইঞ্চি দৈর্ঘ্যের ( প্রসারিত ডানার এক প্রাস্ত হইতে অপর প্রাস্ত পর্য্যস্ত মাপ) প্রজাপতির সংখ্যাই বেশী। তাহাদের শুয়োপোকাগুলিও অধিকাংশ ক্ষেত্রেষ্ট দৃশ্ব এবং মাঝারি আকৃতির হইয়া থাকে। কিন্তু নিশাচর প্রজাপতিদের মধ্যে ডানার এক প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যন্ত প্রায় এক ফুট লম্ব প্রজাপতিও অনেক দেখিতে পাওয়া যায় এবং চার-পাচ মিলিমিটার হইতে পাচ-ছয় ইঞ্চি প্রজাপতির সংখ্যা অগণিত । ইহাদের বড় বড় প্রজাপতির বাচ্চাগুলি প্রায়ই বিরাটাকুতির হইয়া থাকে। মথ-জাতীয় দুইটি বড় প্রজাপতির বাচ্চাকে পূৰ্ব্বপৃষ্ঠায় মুদ্রিত ছবিতে ছোট করিয়া দেখান হইয়াছে । ইহা হইতেই এই জাতীয় শুয়োপোকার আকুতির ভীষণতা সম্বন্ধে কিঞ্চিং ধারণা হইবে । নিশাচর প্রজাপতির মধ্যে ‘সেক্রোপিয়া, ‘অ্যাটলাস, ইম্পিরিয়ালিস্ প্রভৃতি প্রজাপতির বিরাঢ় আকার বিস্ময়ের উদ্রেক করে। লুনা-মথের দৃষ্ঠ আকৃতি এবং ডানার স্নিগ্ধ রং বড়ই মনোমুগ্ধকর। এতদ্ব্যতীত ‘জরুলা’, ‘পলিফেমাস’, ‘প্রমেথিয়া’, ‘ফিলোসামিয়া সিস্থিয়া’ প্রভৃতি মাঝারি আকৃতির স্বদুখ নিশাচর প্রজাপতিরা উৎকৃষ্ট রেশম উৎপাদন করে বলিয়া সৰ্ব্বজনপরিচিত ।