পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

俞 ■線 كر كنكاك الكهرعون معرك মনোরমী-শ্ৰীঅমল দেবী । রঞ্জন পাবরিশিং ২৫২ মোহনবাগান রো, কলিকাতা। মূল্য এক টাকা । এই বইখানিতে অনেকগুলি গল্প আছে যা নিষ্ঠর । তাকে মনোরম বলা যার না। ফিনল্যাণ্ডের উপর সোভিয়েটের বোমা নিক্ষেপের বিবরণ হৃদয়ভেদ কিন্তু সদ্য নয়। তবু প্রতিদিন তীব্র ইৎসুক্যের সঙ্গে খবরের কাগজ খুলে দেখি দানবিকতার শলা মানব ইতিহাসের মর্মস্থলে কতদূর পর্যন্ত পৌছল। মানব অদৃষ্টির সকল প্রকার অভিজ্ঞতারই সর্বম্বহ হচ্চে সাহিত্য । তার মধ্যে কুশী কদর্যেরও আছে একটা কাময় । তাঁর জঙ্গে জায়গা থাকে, যদি সে সাহিত্যংক্তির যোগ্য হয়, মানবচরিত্রের কলঙ্কের পরিচয়কে বাণীfচত্রে বাস্তবরূপে প্রকাশ করিতে পারে যদি, অকৃত্রিম সৃষ্টিশিল্পীর স্বাক্ষর যদি থাকে তার পরে। এই বইয়ের গল্পগুলি সাহিত্যে স্থান পেয়েছে । লেখকের নামটি নূতন কিন্তু লেখাটি বাচ নয়, স্বতরাং সংশয় রয়ে গেল মনে । श्tं, রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন ষোড়শ অধিবেশনের বিবরণী, গৌহাটী, ১৩৪৫ । যথাস গুব শীঘ্র এই প্রতিবেদনটি প্রকাশ করিয়া প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের গৌহাটা অধিবেশনের অভ্যর্থনা সমিতি কৰ্ত্তব্যনিষ্ঠার পরিচয় দিয়াছেন । এই পুস্তিকাটিতে অধিবেশেনের সূচনা হইতে পরিসমাপ্তি পর্যন্ত সমুদয় খুন্ত।g এবং পরীক্ষিত হিসাব দেওয়া আছে । ইহ। সন্তোষের বিষয় যে এই অধিবেশনে সমুদয় ব্যয় বাদে ৩১৪.১• উদ্বন্ত 因沉破1 মূল সভানেত্রীর অভিভাষণ, অভ্যর্থনী-সমিতির সভাপতির অভিভাষণ, এবং সমুদয় শাখা-সভাপতির অভিভাষণগুলির স্থায়ী মূল্য আছে । সেগুলি পড়িলে এখনও শিক্ষালাভ হয় । পুস্তিকাটিতে সভানেত্রী ও সমুদয় সভাপতির সংক্ষিপ্ত পরিচয় ও ছবি আছে । সম্মেলনের কার্যকরী সমিতির সভাপতি ডাক্তার হরেন্দ্রনাথ সেন মহাশরের পরিচয় এবং ছবিও আছে। আর দুইটি বৃহৎ ছবির মধ্যে একটিতে আছে অধিবেশনের মূল ও বিভাগীয় সভাপতিগণ, অভ্যর্থনা-সমিতির সভাপতি, সহকারী সভাপতি এবং মূল ও বিভাগীয় সম্পাদকগণের ছবি ; অন্তটিতে আছে গোহাটী অধিবেশনের স্বেচ্ছাসেবকদিগেন ছবি । পরিষৎ-পরিচয়—কাৰ্যনিৰ্বাহক সমিতির পক্ষে শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক সঙ্কলিত । বঙ্গয়-সাহিত্য-পরিষৎ, কলিকাতা । রয়্যাল আটপেজি পৃষ্ঠার সংখা ৪ +২+২+৩৬+১৬। মূল আট আন । এত বড় বহির পক্ষে আট আনা মুগা খুব কম । বঙ্গীয় সাহিত্য-পরিষদ প্রথমে বেঙ্গল একাডেমি অব লিটারেচার নামে প্রতিষ্ঠিত হয় । তখন হইতে আরম্ভ করিয়া বৰ্ত্তমান বৎসর পান্ত পরিষং সম্বন্ধে সমুদয় জ্ঞাতব্য বিষয় সঙ্কলন গুরু শ্রমসাধ্য ব্যাপার। শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই কঠিন কাজটি s i d o VVCYYZZY JOY -- o 翌型エア。 নির্বাহ করিয়া পরিষদের ও শিক্ষিত বাঙালীদিগের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন । বঙ্গীয় শব্দকোষ—পণ্ডিত প্রমূরিচরণ বনোপাধ্যায় কর্তৃক সঙ্কলিত ও বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত। প্রতি খণ্ডের মূল্য । আনা , প্রাপ্তিস্থান শান্তিনিকেতন । এই বৃহৎ অভিধানটির ৬৩তম খণ্ড শেষ হইয়াছে। এই খণ্ডের শেষ শব্দ "বলাক" ও শেষ পৃষ্ঠাঙ্ক ২••৪ । WE. দেশ-বিদেশের রাষ্ট্রীয় কাঠামো—প্রথম খণ্ড, ও দ্বিতীয় খণ্ড, প্রথম অংশ-—শ্ৰীনরেন্দ্রনাথ লাহ। প্রকাশক শ্ৰীযোগেশচন্দ্র সরথেল, ওরিয়েন্টাল প্রেস, ৯ পঞ্চানন ঘোষ লেন, কলিকাতা। দেশ-বিদেশের রাষ্ট্রীয় বিধিব্যবস্থা সম্বন্ধুে আমাদের দেশে ঔৎসুক্য ক্রমশঃ জাগরিত হইয়া উঠিতেছে । কিন্তু ইংরেজী না জানির বা ইংরেজী বই না পড়িয়া সে-সম্বন্ধে জ্ঞান লাভ করিবার উপায় বাংলায় অল্পই আছে। গ্রন্থকার দেশ-বিদেশের রাষ্ট্রীয় কাঠামো গ্রন্থ খণ্ডে খণ্ডে প্রকাশ করিয়া তাহার উপায় করিয়া দিয়াছেন। কিছু কাল পুৰ্ব্বে প্রকাশিত ইহার প্রথম খণ্ডে ফ্রান্স, আমেরিকার যুক্তরাষ্ট্র, ও সুইটসারল্যাণ্ড, এই তিনটি দেশের রাষ্ট্রীয় কাঠামো আলোচিত হইয়াছিল , এই তিনটি দেশেরই রাষ্ট্ৰীয় ব্যবস্থার ভিত্তি লিখিত আইন । দ্বিতীয় খণ্ডের প্রথম অংশ ইংলণ্ডের রাষ্ট্রীয় ইতিহাস ( আধুনিক কাল পৰ্য্যন্ত ) সন্নিবিষ্ট হইয়াছে । দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অংশে ইংলগুেল্প রাষ্ট্রীয় কাঠামো আইন ও তাহার প্রয়োগ আলোচিত হইবে । এই প্রসঙ্গে রাষ্ট্রীয় ইতিহাস এত বিস্তৃতভাবে আলোচনার কারণ “ইংলণ্ডের রাষ্ট্রব্যবস্থায় এমন কোন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান নাই, যাহার পিছনে বহু শতাবীর ক্রমবিকাশের ইতিহাস নাই। এই ক্রমবিকাশের ধার। অনুসরণ না করিলে ইংলণ্ডের রাষ্ট্রীয় কাঠামে। আইনকে সম্যক্‌ বুঝিতে পায় যায় না।...ইহার বহুলাংশ অলিখিত । আরও দেখা যায় যে, অন্তান্ত দেশে যেমন উহার রাষ্ট্ৰীয় কাঠামো অইন উহার রাষ্ট্ৰীয় ইতিহাস হইতে সম্পূর্ণ পৃথক্ করিয়া আলোচিত হইতে পারে, ইংলণ্ড তাহা সম্ভব নহে • • •” এই গ্রন্থমালা পড়িলে পাঠক দেশবিদেশের রাষ্ট্রর বিধি সম্বন্ধে ষাংলা ভাষার মারফতেই বিস্তারিত জ্ঞান লাভ করিতে পারিবেন। তবে বিশেষ জ্ঞান অজ্জন করিবার সুযোগ, অবসর য। শিক্ষা নাই । কিন্তু ইংচুক বা জ্ঞানের প্রয়োজন যাহাঁদের কম নহে সেইরূপ সৰ্ব্বসাধারণেরও উপযোগী করিয়া সহজ ভাষায় ও অল্প পরিসরে দেশ-বিদেশের রাষ্ট্রীয় কাঠামো সম্বন্ধে আর একথাfম গ্রন্থ বা গ্রন্থমাল যদি লেখক প্রকাশ করেন তবে তদ্বারাও আমাদের একটি বিশেষ অভাব পূর্ণ হইবে। জীবন-প্রবাহ—প্রমুরেশচন্দ্র বন্দোপাধ্যায়। প্রকাশক প্রক্ষিতীশচন্দ্র রায় চোধুরী, ৯• বিবেকানন্দ রোড, কলিকাতা। সচিত্র। পৃ. ৪১৪ । মূল্য তিন টাকা । লেখক পরস্থিতন্ত্ৰত ত্যাগী কৰ্ম্মী ও নায়ক রূপে সাধারণের নিকট