পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

689 প্রাচীন ভারতে আকাশ-যান ছিল কি ? সবু মন্মথনাথ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার অধিবেশনে র্তাহার বক্তৃতায় বলিয়াছেন, “এমন কি, বায়ু-পোত নিমণি ও পরিচালন [ প্রাচীন ভারতে ] অজ্ঞাত ছিল না” (“even the building and wielding of airships was not unknown” ) । কাব্যে ও পুরাণে পুষ্পকরথের উল্লেখ আছে বটে, যেমন আরব্য-উপন্যাসে আকাশে উড্ডয়নশীল অশ্ব ও গালিচার উল্লেখ আছে । কিন্তু প্রাচীন ভারতে পুষ্পকরথের অস্তিত্বের অন্ত কোন প্রমাণ আছে কি না, এবং কোথাও এরূপ যানের কোন অংশের ভগ্নাবশেষ পাওয়া গিয়াছে কিনা, আমরা অবগত নহি । লাহোরে হিন্দু নেতা নিহত হিন্দু মহাসভার গত কলিকাতা অধিবেশনে সর মন্মথনাথ মুখোপাধ্যায় ও শ্রযুক্ত বিনায়ক দামোদর সাভারকর তাহাদের অভিভাষণে মুসলমান-সম্প্রদায়-ভুক্ত হিংস্র, গৃধ্র, ও সাম্প্রদায়িকতা গ্রস্ত কতকগুলা লোকদের দ্বারা হিন্দু হত্য, হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন, হিন্দু পুরুষ ও নারী অপহরণ প্রভৃতি বহু দুষ্কাযের উল্লেখ করেন । এই অধিবেশনে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের অন্যতম হিন্দু নেতা রায়বাহাদুর বেলীরাম ধাৱন ঐ প্রদেশের শাসনকার্যের নিন্দাজ্ঞাপক প্রস্তাব উপস্থিত করেন, এবং সে বিষয়ে বক্তৃতা করেন । মহাসভার অধিবেশন শেষ হইবার পর তিনি লাহোর পৌছিলে কোন অজ্ঞাতনামা দুবৃত্ত তাহাকে হত্যা করিয়াছে। সে এখনও ধৃত হয় নাই । সমস্ত অবস্থা বিবেচনা করিয়া এই রূপ অসুমিত হইয়াছে যে, হত্যকারী মুসলমান । হত্যাকারী বা হত্যাকারী:দিগকে গ্রেফতার করিয়া আদালতে উপস্থিত করা পঞ্জাব-গবন্মেন্টের একান্ত কত ব্য। তাহা না করিলে তাহারা কতব্যে উদাসীন বলিয়া সন্দেহভাজন হইবেন । এই রূপ হত্যার পশ্চাতে ষড়যন্ত্র থাকিবার সম্ভাবন । তাতা ও উদঘাটিত হওয়া বাঞ্ছনীয়। কলিকাতায় এবং অন্য নানা স্থানে ধাৱন মহাশয়ের হত্যার তীব্র নিন্দ করিয়া ও তাহার মৃত্যুতে শোক প্রকাশ ও তাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়া হিন্দুদের সভা হইতেছে। যদি এই হত্যাকাণ্ড কোন মুসলমান বা মুসলমানদের কাজ হয়, তাহা হইলে তাতাদের জানা উচিত যে, ইহাতে হিন্দুরা ভয় পায় নাই ও পাইবে না এবং আপনাদের সং ও ন্যায্য উদ্দেশ্য সিদ্ধির চেষ্ট হইতে নিবৃত্ত প্রবাঙ্গী S\లిge হইবে না । আগেও এরূপ হত্যা হইয়াছে । তাহাতে কোন হিন্দু প্রচেষ্টা ব্যাহত হয় নাই। চিকিৎসাবিষয়ক উচ্চতম শিক্ষায় ও গবেষণায় ভারতের অবস্থা বেলগাছিয়ার কারমাইকেল মেডিক্যাল কলেজের গত অষ্টম বার্ষিক সম্মেলনে তাহার অভ্যর্থনা-সমিতির সভাপতি ডাক্তার শ্ৰীষ্টীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাহার অভিভাষণে চিকিৎসাবিযয়ক গবেষণায় ভারতবর্ষের অনগ্রসরতা সম্বন্ধে এরূপ অনেক কথা বলিয়াছেন যাহঃ প্রণিধানযোগ্য । তাহার কয়েকটি পৃষ্ঠ উদ্ধত করিতে পারিলে পাঠকের আমাদের কথার মাথার্থ উপলব্ধি করিতে পারিতেন । কিন্তু স্থানাভাবে আমরা কেবলমাত্র দুটি ছোট প্যারা গ্রাফ উদ্ধত করিতে পারিব। এক স্থানে বক্তা বলিতেছেন :– শিক্ষকের কথা বলতে গিয়ে শিক্ষা-প্রসঙ্গ স্বতঃই মনে পড়ে, আর স্বতঃই দৃষ্টি ছুটে যায় এই ক্রমোন্নতিশীল জগতের পানে । চেয়ে দেfপ এই অধঃপতিত জাতি তার এই দুৰ্দ্দশাঃ মধ্যেও সাঙ্গিত্যে, দর্শনে, বিজ্ঞানে বিশ্বের দরবালে তার যোগ্য আসন অধিকার করেছে । রবীন্দ্রনাথ, ব্রজেন্দ্রনাথ, অরবিন্দ, জগদীশচন্দ্র, রামানুজম, রামন, প্রফুল্লচন্ধ, মেঘনাদ, জ্ঞানচন্দ্র, সত্যেন্দ্রনাথ প্রভূতির নাম আজ বিশ্ববিশ্রুত । কিন্তু medical world-এ এই position ক'জনের আছে ? অমুসন্ধানের ফলে এক বার্থতার দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পাই না লোকে বলে এটা নাকি হতভাগ্য ভারতের renaissance-এর যুগতাই নূতন স্পন্সন, নূতন জাগরণের সাড়া সকল দিকে ধ্ব নত zoo. 1 fog medical sphere-s to g5+1 colos. 7 বহুদিন আগে কবি দুঃখ ক'রে বলেছিলেন, “ভারত শুধুই ঘুমায়ে রয়”। এখন যদিষ্ট বা ভারত জাগরণের সাড়া দিয়েছে, sq astas zīts sy “medical side-R są Gatts ** יין অন্যত্র তিনি বলিতেছেন : — University (ollege of Science witt: 1 (Holū Postgraduase Training-Hz UTAF SUKis S EfUE HA: এই স্বযোগের সদ্ব্যবহার ক’রে ১৯১৬ সাল থেকে ১৯৩০ সাল পর্য্যস্ত এই পনর বৎসরেঙ্গ ২৭ জন ID. So, হয়েছেন এবং এদেরক্ট কয়েক জনের তত্ত্বাবধানে তার পরেও এই নয় বৎসরে অনেক ID 8c. এই বিশ্ববিদ্যালয় থেকেই বেরিয়েছেন । শুধু মাত্র degret-ব কথা আমি বলছি না—এই সকল D. Sc. proper training costgo go & to work Europeএর লব্ধপ্রতিষ্ঠ বৈজ্ঞানিকদের কাছে যথেষ্ট সমাদৃতও হয়েছে । fFU medical science-HA EITTfSI fæ r Post-graduate Degree যা আছে তার জন্তে কোথায় বা training অধি 峨