পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ হিসাব পরীক্ষিত হয় তাহ যে সম্পূর্ণরূপে অসন্তোষজনক ইহা কাহারও অবিদিত নাই । এই ব্যবস্থার অযৌক্তিকতা ঐযুক্ত সত্যপ্রিয় বাবু তাহার অসম্মতিপত্রে সুস্পষ্টভাবে দেখাইয়াছেন এবং তাহার সমর্থনে ভূতপূৰ্ব্ব অর্থসচিব ঐযুক্ত নলিনীরঞ্চন সরকার, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্রের মিণ্টে অধ্যাপক ডাক্তার জিতেন্দ্রপ্রসাদ নিয়োগী এবং প্রেসিডেন্সি কলেজের অর্থশাস্ত্রের অধ্যাপক ডাক্তার যোগীশচন্দ্র সিংহ এবং অন্যান্য অনেকের মত উদ্ধৃত করিয়াছেন। শ্ৰীযুক্ত সত্যপ্রিয় বাবু বর্তমান ব্যবস্থার পরিবর্তে কোন প্রকার স্বাধীন এবং সমবায়বিভাগের প্রভাব হইতে মুক্ত পরীক্ষার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করিয়াছেন । যাহারা সমবায়-সমিতিসমূহের উন্নতি কামনা করেন, তাহাদের এ বিষয়ে মতভেদের কোন কারণ থাকিতে পারে না । অন্যান্ত বিষয়ের মধ্যে শ্রযুক্ত সত্যপ্রিয় বাবু প্রস্তাব #t3a co, wièCaz fosqā (Rules under the Act) প্রণয়নে যাহাতে প্রকৃত সমবায়-নীতি লঙ্ঘিত না হয় তাহার জুতা বিশেষ ব্যবস্থা আবশু্যক । তিনি আরও বলেন যে, সমবায়ু সমিতিসমূহের কায্যের দায়িত্ব সম্বন্ধে যে-সকল বিধি ব্যবস্থা প্রবর্তিত হইবে তাহা সরকারী এবং বেসরকারী কৰ্ম্মীদিগের সম্বন্ধে সমানভাবে প্রযুক্ত হওয়া উচিত । এই বিলের উদ্দেশ্য সরকারী রেজিষ্ট্রারকে সৰ্ব্বেসৰ্ব্ব৷ করিয়া তোলা —তাহার হস্তে সমস্ত ক্ষমতা অর্পণ করিয়া সমিতি এবং সমিতির সদস্যগণকে তাঙ্গার মুখাপেক্ষী করিয়া রাখা। ইহা সমবায়ের মূলনীতির সম্পূর্ণ বিরোধী। সত্যপ্লিয় বাৰু সমবায়-সমিতিগুলিকে সরকারী কত্ত্বত্ব হইতে মুক্ত করিতে চান। তিনি রেজিষ্টারের ক্ষমতা সীমাবদ্ধ করিবার পক্ষপাতী। যাহাতে সমিতির পরিচালনায় অযথা রেজিষ্ট্রার কখনও সমিতির বা সদস্যদের উপর কতৃত্ব করিতে না পারেন, তাহাঙ্গ তাহার উদ্দেশ্য। ম্যাকলাগান সমবায়ু-কমৗটি, রয়্যাল কৃষি-কমিশন এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়ার প্রস্তাবাকুযায়ী সত্যপ্রিয় বাবু উপযুক্ত রেজিষ্টার নিয়োগ করিবার পক্ষপাতী। এইরূপ, রেজিষ্ট্রারকে পরামর্শদানের জন্য তিনি একটি স্বতন্ত্র ও বেসরকারী পরামর্শদাতা-পরিষদের বা অ্যাডভাইসরি কর্মীটি গঠনের প্রস্তাব করিয়াছেন । এষ্ট কৰ্মীটির দ্বারা কি সুবিধা হইতে পারে, সে সম্বন্ধে সত্যপ্রিয় বাবু বেশ সুন্দরক্সপে আলোচনা করিয়াছেন। বিবিধ প্রসঙ্গ—যাদবপুর যক্ষম হাসপাতাল &GS সেণ্ট, fাল ব্যাঙ্ক অব ইণ্ডিয়া লিমিটেড ১৯৩৯ সালে সেন্ট্যাল ব্যাঙ্ক অব ইণ্ডিয়ার নীট লাভ হইয়াছে ৩৯,৯১,৪৯১ টাকা । তাহা হইতে অংশীদারদিগকে বার্ষিক শতকরা ৭ টাকা হিসাবে লভ্যাংশ বাবদে ৬,৭২,৫২৮ টাকা দেওয়া হইয়াছে এবং শতকরা ২ টাকা হিসাবে তাহাদিগকে বোনাস দেওয়া হইয়াছে ৩,৩৬,২৬৪ টাকা । কমচারীদিগকে বোনাস দেওয়৷ হইয়াছে, ২,২০,০০০ টাকা । এই প্রকার আরও কোন কোন ব্যয় বাদে ৮,০৮,৩৯৩ টাকা আগামী বংসরের হিসাবে লইয়া যাওয়া হইয়াছে । হিন্দুস্থান কো-অপারেটিভ ইন্সিওরেন্স সোসাইটি লিমিটেড গত ৩০শে এপ্রিল যে বৎসর শেষ হইয়াছে, সেই বৎসর এই জীবন বীমা কোম্পানী ৩,১৪,২৭,৯০০ টাকার নূতন কাজ করিয়াছে। ইহা তাহার আগের বৎসর অপেক্ষ ৭,১৫,৭৭০ টাকা বেশী । এই বংসর বীমাকারীদিগকে তাহাদের দাবী বাবতে বোনাস সহ ২৫,১৮,২৩১ টাকা দেওয়া হইয়াছে। কাজ চালাইবার খরচ শতকর! ১ টাকা কমিয়া শতকরা ২৮ নতে দাড়াইয়াছে। সকল দিকেই উন্নতি হইয়াছে । যাদবপুর যক্ষা হাসপাতাল বঙ্গে বৎসরে ১৬০ - ০ রোগীর যক্ষ্মায় মুতু্য হয় । মৃতদের মধ্যে আরও অনেকের হয়ত ঐ রোগেই মৃত্যু হয়, কিন্তু তাতা অজ্ঞাত থাকায় গণনার মধ্যে আসে না । এই রোগের যেরূপ প্রাচুর্ভাব তাহা বিবেচনা করিলে বঙ্গে বহু যক্ষ্ম। হাসপাতাল থাকা উচিত । কিন্তু আছে কেবল একটি যাদবপুরে এবং তাহার এ কটি শাখা শশীভূষণ দে হাসপাতাল কাসিয়ঙে যাদবপুরে প্রায় ১৬০ জন রোগীর স্থান ও ইতে পারে এবং কাসিয়ঙে ২৫ । আরও নুন্নকল্পে ২০০ জনের স্থান হওয়া আবখ্যক । বাংলা গ বন্মে ণ্ট এই হাসপাতালে কোন প্রকার সাহায্য করেন না, যদিও তাহা অবশ্যই কর। উচিত । গবন্মেটি নিজের কৰ্ত্তব্য করেন না বলিয়া দেশের লোক এবিষয়ে দায়িত্বমুক্ত হইতে পারেন না, বরং সেক্ট কারণে র্তাহাদের বেশী করিয়া হাসপাতালটিকে সাহায্য করা উচিত। আশা করি তাহারা তাহা করিবেন। গবন্মেন্টের উপর চাপ দিবার স্বযোগ যাহাদের আছে, তাহাদিগকে সেই সুযোগের সদ্ব্যবহার করিতে অনুরোধ করি । -