পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাবুলের চিঠি ডক্টর শ্ৰীঅমিয় চক্রবর্তী জশন স্বরু হয়েছে : আফগান জাতীয় উৎসব। কুচ- ডিকটেটরদের ইনি সমকক্ষ, এ বিষয়ে যুরোপীয় মহলে কাওয়াজ, সজ্জিত সৈনিক, পাত্রমিত্র অমাত্যের চোখঝলসানো সমারোহ ! এরোড্রোমের কাছে প্রকাণ্ড মাঠ নিমস্ত্রিত নানা দেশীয় দর্শকে পরিপূর্ণ ; বড় রাস্তার ওপারে অগুনতি স্থানীয় লোকের ভিড় । কামান, বন্দুক, অশ্বারোহী, পদাতিক, চক্রধান সৈন্তবাহিনীর কঠিন স্রোত বইল রাজপথে ; তিন ঘণ্টা কাল মারণযন্ত্রের অভিযান দেখছি । রাজা কই ? এলিয়টের কবিতাটা মনে পড়ল— নেত। প্রচ্ছন্ন তীব্র জয়যাত্রার আয়োজনে । জাতীয় যুদ্ধপ্রতীকের পিছনে সয়া জাহির শা অদৃশু রইলেন বিশেষ একটি তাবুতে ; পিতার শোকাবহ পরিণামের পর থেকে এই বিধি । রোদ পড়েছে বল্লমে বেয়নেটে ইস্পাতী টুপিতে ; আধুনিক রণডঙ্কায় আকাশকে চুরমার করে সঙ্গং। আফগান যোদ্ধার দলকে নূতন টেক্‌নীকে চোলাই করা হচ্ছে ; শৌর্য্যের নূতন সংস্করণ নিয়েই স্বাধীনতার উৎসব। জর্শন তুকী সেনাধ্যক্ষ, ইতালীয় এবং ইংরেজ হাওয়াই রণশিক্ষক ইতস্তত দৃশ্যমান। সেনানীর যন্ত্রবৎ চলন, জুতোর এবং বোতামের মিলিটরি পালিশ, যুদ্ধসাজের থাকীত্ব যুরোপীয় উৎকর্ষে পৌছচ্ছে এই নিয়ে তারিফ শুনলাম ; ডিপ্লমাটিক কোরের সাধুবাদ ইরানীপত্ন-ফরাসী ভাযায় মুখরিত হয়ে উঠছিল। দু-চারটে এটি এয়ার্ক্রফট কামান দেখা দিতে আফগানী মহলে অপূৰ্ব্ব চাঞ্চল্য জাগল। বিক্ষিপ্ত পাৰ্ব্বত্য রাজ্যে কি ক’রে আকাশরক্ষা হয় জানি না কিন্তু ইনাম বাড়ানোই উদ্দেশ্য। আফগানিস্থান প্রস্তুত ; সস্তব-শত্রুদের এবং উৎসাহী স্বাদেশিককে একই সঙ্গে উদ্যত শক্তির পরিচয় দিয়ে আধুনিক শান্তিরক্ষার এই সাধনা। রাজপিতৃব্য প্রধান মন্ত্রী হাসিম খাঁ বজ্ৰমুষ্টিতে দেশকে বাধছেন ; বড়দরের সম্রাট জাহির শা