পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ খেলনা, জামাকাপড়; ভারতবর্ষের প্রতিনিধি বিদেশী বাটার জুতো। রাষ্ট্রচালিত কারখানার জিনিস নিয়েই লোকের উচ্ছ্বাস ; সাবান, চিনি, আসবাবপত্র, লোহার সামগ্ৰী, কাপড়জামা চামড়ার কাজ । লোকের মুখ আনন্দোজ্জল । আটপৌরে স্বদেশী দ্রব্য সৌধীনতার অভাব দূর করছে নূতন জাতীয় পরিচয়ে ; সঙ্গে সঙ্গে প্রচলিত আফগান কারিগরি উৎকৃষ্ট কারাকুলি ফর, পোস্তিন, সস্তা অথচ সুন্দর গিলিম কাপে ট দৃষ্ঠামান । শিল্প-কর কুলা (নানা জাতীয় টুপি), রেশমের লুঙ্গি, ভেড়ার চামড়ার পরিচ্ছদ, এবং শু,পক্লত বাজার ছেয়ে গেছে । কারাকুলি ভেড়ার লোমমৃদ্ধ চামড়া যুরোপে আস্টাখান কোটে পরিণত হচ্ছে— তিন হাজার টাকা দামের কোটও পড়ে থাকে না—সেই চামড়া এবং অজস্ৰবিধ মেওয়ার বদলে আফগানিস্থানে পশ্চিমী কলকব্জার আমদানি । আফগানী বুঝেছে এতেও চলবে না। উটে ইয়াকে চ’ড়ে, মেওয়া এবং কারুং ( উদ্বুদুধের দই ) খেয়ে, কাটঘানের বিখ্যাত ঘোড়া বা কান্দাহারের তাজা আঙর বেচে দেশোদ্ধার হবে না । তাই মেশিন-খানা ( ফ্যাক্টরির আফগানী নাম ) বসাবার দিকে ওদের উদ্যোগ ; হাসিম খার প্রচেষ্টায় কারিগরিক ( industrialised : রবীন্দ্রনাথের কাছে কথাটা পেয়েছি ) সভ্যতা স্থাপন চলছে। বাদাক্শানে খানাবাদে তুলোর চাষ কাপড়ের কল বসল ইটালীয় বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ; জৰ্ম্মন এঞ্জিনীয়ার রাস্ত ব্রিজ বেতারগৃহ নূতন শহরতলীর কারখানা বানানোতে সাহায্য করছে ; ইংরেজ ফরাসী মার্কিন স্থানে স্থানে নিযুক্ত নিৰ্ম্মাণের কাজে। চিনির কল কম্বলে আধুনিক আফগানী সেনাদল রুশীয় চিনিকে ঠেলে দিচ্ছে, টিন এবং চীনেমাটির বাসন বানাবার ব্যবস্থা তৈরি হ'লে জাপান এবং সোভিয়েট বণিকের প্রভূত্ব আরো কমবে । খনিজ উদ্ধারের ব্যবস্থা চলছে ; মার্কিন কোম্পানী ভার নিচ্ছিল, য়ুরোপে আসন্ন যুদ্ধঝড় দেখে হাত গুটিয়েছে । চোখ বুজে পাথরে শুয়ে থাকলে আকাশ হ’তে গিনিসোনা, ওষুধ এবং মোক্ষলাভের উপায় বর্ষণ হবে না ; চরখা কেটেও নয় । সুইডেন ছিল শীতজড়ত্বপীড়িত দরিদ্র, তার জলশক্তি বিদ্যুৎ-চালনায় লাগল, কাঠের লোহার সম্পদ উদঘাটিত হ’ল, আত্মপ্রকাশে সমৃদ্ধ সাম্যব্যবস্থায় দেশে নামল নবযুগ । গরিব আফগানিস্থান যদি পথ দেখায় তাহলে হয়তো বিশাল ভারতবর্ষেও ছোয়াচ লাগবে ; সাম্রাজ্যসুধায় বিভোর কর্তৃপক্ষ এবং মন্ত্রমুগ্ধ দেশকৰ্ম্মীর দল হয়তো হাত এবং মাথার সমবেত সার্থকতা অস্বীকার করবেন না। থাক সে কাহিনী । আফগানী মুশকিলের মধ্যে প্রধান তাদের অর্থাভাব,— যে-পরিমাণ টাকা ঢাললে মাটির ঐশ্বধ্য উদ্ধার হয় এবং মুনফ জমে সেই টাকা কোথায় ? বিদেশের কাছে ঋণবদ্ধ