পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هوام 6

. : :

নয় কাবুল হয়ে দেশে যান্ত্রিক ব্যবস্থা সুলভ করা হাসিম খাঁর মত নয় । আজকের দিনে প্রবল পররাষ্ট্রের অর্থগ্রহণ করা তার করায়ত্ত হবার উপায় প্রতিবেশী ইরান এ-কথা ঠেকে শিখেছে। স্বতই মনে হয় অন্ত প্রতিবেশী হিন্দুস্থানের কথা : অর্থ না হোক যথেষ্টসংখ্যক কৰ্ম্মী ব্যবসায়ী বিজ্ঞানী কি আমরা পাঠাতে পারব না ? য়ুরোপীয় ব! মার্কিন বিশেষজ্ঞের চেয়ে আমাদের ভার কম ; বিদেশী কৰ্ম্মীর অর্থমুধার বহর দেখে দরিদ্র আফগানিস্থান শঙ্কিত। আফগানী উচ্চতমদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। ভারতবর্ষের প্রতি তাদের স্বাভাবিক টান কিন্তু আমরা যে-সব প্রতিনিধি পাঠিয়েছি তারা আফগানীর চেয়ে উপরের মঞ্চে বসে যুরোপীর নকল ময্যাদা দাবি করেন-ব্যতিক্রম অবশুই আছে, কিন্তু প্রতিবেশী-রাজ্যে হিতসাধনের চেয়ে চাকরির চক্রাস্তে তাদের ঝোক । পূৰ্ব্বেষ্ট বলেছি, স্বদসন্ধানী কাবুলিওয়াল এবং ভারতীয় লবি-মিস্ত্রীর বিনিময়ে হযোগিতার দাবী পূরণ হয় না। আফগান রাষ্ট্র আমাদের ব্যবসায়ীর প্রতি অবিচার করেছে ; ফল এবং মেওয়ার ব্যাপার নিয়ে ভারতীয় কাগজে আন্দোলন চলেছিল ; দুই পক্ষে মৈত্রীর নূতন ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ের ^రి8ు কথাই যখন উঠল, ভেবে দেখ কার ধনকুবের ভারতীয় কলপ দের মনস্তত্ব । শুনতে পেলাম লোহা এবং লোহার জিনিস টাটা কোম্পানীর কাছে কিনতে চাওয়ায় যে চড়া দাম হেঁকছিল তার অৰ্দ্ধেক হারে সম্মনীর মাল প্রাপ্য, গাড়ি-মাগুল সব দিয়েও । জৰ্ম্মন রাষ্ট্র আর্থিক লোকসান ক’রেও স্থার্থ সেধেছে : জাপানী ব্যবসা স স্কেও এই কথা বলা হয়ে থা ে ; কিন্তু কখনই এটা সম্পূর্ণ উত্তর নয়। ভাবতে হবে কান নি সৌকর্য্যের ফলে এক দেশ অন্তকে অর্থ, বিদ্যা, কৰ্ম্মী, এবং প্রচুর পরিমাণে সামগ্ৰী পারে। বাণিজ্যের পথে রাষ্টিক বুদ্ধি চলে এই কথাটার মৰ্ম্মার্থ ভারতেরও বোঝা উচিত ; দুই পক্ষের রাষ্টিক এবং ব্যবসাগত সাধনা মেলাবার চেষ্টায় দোষ নেই। সৰ্ব্বপ্রধান অতিক্রম্য বস্তু মানসিক উদ্যমহীনতা, বিদেশীর শাসন তারই লক্ষণবিশেষ। হাসিম খা পাথুরে জড়ত্বকে নড়িয়েছেন—পররাষ্ট্র শক্তির চেয়ে তার ভার কম নয় : আফগানী মূলুকে আধুনিক যুগ আনা কী ব্যাপার তা সবাহ বুঝবেন । ফলিত বিজ্ঞান এবং যন্ত্রবিদ্যা শেখবার জন্যে এখান থেকে প্রতি বৎসর ছাত্র যাচ্ছে য়ুরোপে আমেরিকায় ; ফিরে এসে তারা কেবল চাকরি করে না, অর্জিত বিদ্যায় সহযোগী গড়ে তোলে। ভারতবর্ষে কিছু ছাত্র যায় ডাক্তারি শিথতে ; আমাদের দেশে বিজ্ঞান-ব্যবস্থা প্রসারিত হ’লে আফগান বিদ্যার্থী হিন্দুস্থান ছেড়ে দূরে যেত না। এ-কথা স্বীকার করতে হবে, বিদেশে শিক্ষিত ভারতীয় ছাত্রের জ্ঞান বহুল পরিমাণে অপ্ৰযুক্ত থেকে যায়, চাকরির জাতাকলে গুড়িয়ে স্বল্পপরিমাণ উদ্ধৃত দেশের কাজে লাগে । আফগানিস্থান জৰ্ম্মনীর চেয়ে দেড় গুণ বড়, কিন্তু দিতে