পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

逐。 § ミる ই দেশ-বিদেশের কথা o 黏 ミエ考 ప বর্তমান যুদ্ধ ও ভারতের রঞ্জন-শিল্প শ্ৰীভূপেশলোভন সেন কয়েক মাস পূৰ্ব্বে ব্রিটিশ গবর্ণমেণ্ট জাৰ্ম্মেনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিবার সঙ্গে সঙ্গে যাবতীয় ব্যবসায়ে যেমন চাঞ্চল্যের স্বল্প হইল তেমনই রঞ্জন-শিল্পের দুরবস্থার এক অধ্যায় আরম্ভ হইল। দশ হাজার মাইল দুরে কোথায় যুদ্ধ লাগিয়াছে, তাহার দুঃখকর পরিণতি দেখা দিল আমাদের দেশে। যুদ্ধ আরম্ভ হওয়াতে দূরদেশ হইতে আর রং আমদানি হওয়ার শীঘ্র কোন সম্ভাবনা নাই দেখিয়া রঞ্জন-শিল্পী কোন কার্য্যেই অগ্রসর হইতে পারিতেছেন না। এই প্রসঙ্গে আমাদের জানিয়া রাখা উচিত যে, রং আমাদের দেশে কোথা হইতে আসে। রঞ্জন-শিল্পের প্রধান §4* agsät of 8 × (synthetic dyestuffs) এই সকল কৃত্রিম রং আলকাতর হইতে বৈজ্ঞানিক উপায়ে উৎপন্ন হয়। পৃথিবীর মধ্যে জাৰ্ম্মেনীতেই সৰ্ব্ববৃহৎ কৃত্রিম রঙের কারখানা আছে । ইহা ব্যতীত ইংলণ্ড, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যাণ্ড এবং জাপানেও নানাপ্রকার রং উৎপন্ন হয়। ভারতবর্ষ এ-সব বিষয় সম্পূর্ণ জানিয়াও আজ পৰ্য্যন্ত অন্ধকারে ডুবিয়া আছে। যুদ্ধের পূৰ্ব্বে এই সমস্ত বিদেশজাত রং বহুল পরিমাণে ভারতবর্ষে আমদানি হইত। হিসাবে দেখা যায়, কীশ্ৰীভূত স স্ব ন্ধে হিন্দু মহাসভার সহঃ সভাপতি ডাঃ বি. এস. মুঞ্জে এম. এল. এর অভিমত “আমি ইহাদের ঘৃত প্রস্তুত কেন্দ্র পরিদর্শন করিয়া বিশেষ তৃপ্তিলাভ করিয়াছি। এখানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অতি পরিচ্ছন্ন ভাবে ঘৃত প্রস্তুত হইয়া হুন্দরভাবে প্যাক করা হয়, স্থত হস্ত দ্বারা স্পৃষ্ট হয় না। এই প্রতিষ্ঠানের সাফল্য দেখিয়া আমি আনন্দিত হইলাম।” —বি, এস, মুঞ্জে - t i

  • . -- - مسمسمسم -""""