পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ግ• రిgఆ ডক্টর নন্দলাল চট্টোপাধ্যায় নিকট হইতে তিনি একটি বৃত্তি পাইতেন । শ্ৰীযুত দত্ত সুরম উপত্যক টেকনিক্যাল স্কুল হইতে উত্তীর্ণ হইয়া শাস্তিনিকেতনে ম্যান্থয়েল ট্রেনিং-এর শিক্ষক ছিলেন । বঙ্গের বাহিরে বিদ্বান বাঙালী বেরিলি কলেজের অধ্যাপক এ. কে. ভট্টাচাৰ্য্য মহাশয় শ্ৰীৰূপেন্দ্রনাথ দত্ত ডক্টর এ. কে. ভট্টাচার্য্য রাসায়নিক গবেষণার জন্য সম্প্রতি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ডি. এসসি. উপাধি লাভ করিয়াছেন । লক্ষেী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মন্দলাল চট্টোপাধ্যায় সম্প্রতি ব্রিটিশ-যুগের ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে গবেষণা করিয়৷ লক্ষেী বিশ্ববিদ্যালয় হইতে ডি. লিট. উপাধি পাইয়াছেন । ভ্রম-সংশোধন গত শ্রাবণ মাসের প্রবাসীতে প্রকাশিত নয়। দিল্লীর লক্ষ্মীনারায়ণ মন্দিরের পরিকল্পনা ও তত্ত্বাবধানের সংবাদ সম্বন্ধে স্থাপত্যবিশারদ শ্ৰীশ্ৰীশচন্দ্র চট্টোপাধ্যায় জানাইতেছেন যে, এই “প্রসঙ্গে একটি ভ্রমপূর্ণ সংবাদ প্রকাশিত হইয়াছে। মন্দিরটি লেখকের পরিকল্পনা অনুসারে এবং তাহার অধিকাংশ লেখকের নিজতত্ত্বাবধানে নিৰ্ম্মিত হইয়াছে। নক্সা গুলি তাহার ছাত্র শ্রমান মণিলাল রায় কর্তৃক তাহার নির্দেশমত অঙ্কিত হইয়াছিল এবং তত্ত্বাবধান কার্ষ্যে মণিলাল র্তাহার সহকারী ছিলেন । নিৰ্ম্মাণের ভার ছিল শ্ৰীযুক্ত ভদ্র সিং নামে জৈশন্মেরের এক জন অভিজ্ঞ মিস্ত্রির উপর ।” ১২ ।২, আপার সারকুলার রোড কলিকাতা, প্রবাসী প্রেস হইতে শ্ৰীলক্ষ্মীনারায়ণ নাথ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত