পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উড়িষ্যার অতীত যুগের বস্ত্ৰালঙ্কার ঐ প্রভাত মুখোপাধ্যায় অতীতের সাজসজ্জা অলঙ্কার কিরূপ ছিল জানিতে গেলে সে-যুগের বইগুলি খুলিয়া দেখিতে হইবে। অতীতে বাঙালী নারীদের বস্ত্রীলঙ্কার সম্বন্ধে কেহ কেহ আলোচনা করিয়াছেন ও গহনার তালিকাও দিয়াছেন । সে-সব তালিকা উদ্ধৃত করিলাম না, পাছে তালিকা পড়িয়া এই যুদ্ধের বাজারে গহনার জন্ত তাগাদা আসে । তুলনার জন্য প্রতিবেশিনী উড়িয়া নারীদের পুরাতন বস্ত্ৰালঙ্কার সম্বন্ধে নিম্নলিখিত বইগুলি হইতে তথ্য সংগ্রহ করা হইয়াছে। পঞ্চদশ শতাব্দীর সারলা দাস রচিত মহাভারত | যোড়শ শতাব্দীর দেবদুলভ দাস কৃত রহস্যমঞ্জরী । সপ্তদশ শতাব্দীর বৃন্দাবতী দাসীর পূর্ণতম-চন্দ্রোদয় । অষ্টাদশ শতাব্দীর এই কয়খানি বই --রসকল্লোল—ীন কৃষ্ণ দাস ; গোপী ভাষা— জনাদন দাস ; প্রেমপঞ্চামৃত-ভূপতি পণ্ডিত ; মধুর মঙ্গল ভক্তচরণ দাস । বইগুলির নাম সংক্ষেপে দেওয়া হইবে । শ্রীরাধা ও গোপীদের বর্ণনা থাকায় অষ্টাদশ শতাব্দীর বইগুলিতে অলঙ্কার বেশভূষার বিস্তারিত বিবরণ পাই। গহনার তালিকা পৰ্য্যায়ক্রমে দেওয়া হুইল । কবরী—লোটন জুড়া-লম্বমান কবরী (র. ক ৮) গোপীরা কবরীতে বকুল, চাপা, মল্লিক, সুই প্রভৃতি ফুল গুজিতেন ( গো. ভা, ৬ )। টাহিঅ নামে এক প্রকার ফুলের গহনায় কবরী শোভিত করিতেন। খোপার তলায় ঝরাকাঠি ( গো ভ ১৩) অর্থাৎ কতকগুলি ছোট ছোট ঘণ্টা-গাথা হেয়ার-পিন ঝুলিত। থোপি ঝিঞ্জিরী ও চউরি মুণ্ডি-খোপার দুই রকম ? || মাথা—অলকা ( র. ম. ১৬ )— টায়রা। মোতি জালি (পু চ, ৮ )- মুক্তার জাল । অলকার সহিত ফুলগভা অর্থাৎ ফুলের তোড়া লাগান इट्रेऊ । কপাল—ফগুটোপি – লাল টিপ । ঝলক মালী (র. ক. ২২ ) – ছোট ছোট সোনার পাতা । সিঙ্গুর ও চন্দনের ফোট কপালে লাগান হইত। নয়ন—“চোখে কাজল পরা হইত ( গো ভা ১৩ ) 9=గి কান—মলকড়ী (গো, ভা, ১৩) — উপর কানের গহনা । চন্দ্ৰফসিআ নাউল