পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कोल्लम নাটের অম্বগ্রহে পিতৃসিংহাসন লাভ করেন। ব্রহ্মদেশের ইতিহাসে তিনি মহাপরাক্রাস্ত সম্রাট্র রূপে পরিগণিত। মহারাঞ্জ তীবর বংশের প্রতিষ্ঠাতা বীরশ্ৰেষ্ঠ মহারাজ আলাউণ্ড ফায়া-ও মহাগিরিনাটের ভক্ত ছিলেন। র্ত্যহার পুত্র স্বপ্রসিদ্ধ দিগ্বিজয়ী বীর মহারাজ বোড়াফায়া মহাগিরি ও র্তাহার ভগ্নীর দুইটি স্ববৃহৎ স্বর্ণমস্তক নিৰ্ম্মাণ করাইয়া দেন ( ১৮১২ খ্ৰী: )। প্রতি বৎসর নয়ুন মাসে তিনি মহাগিরিনাটের প্রত্যৰ্থে বহুমূল্য অলঙ্কার ও ভোজ্যদ্রব্যাদি প্রেরণ করিতেন।* বোড়াফায়ার মৃত্যুর পর তত্ত্বশীয় অন্যান্য রাজা ও রাণীগণ মহাগিরিনাটের অনুগ্রহ লাভের জন্য প্রতি বৎসরই তাহাদিগের রাজধানী আভা, অমরপুর ও মন্দালয় হইতে বিশিষ্ট অমাতাসহ বিপুল উপহার-সামগ্ৰী পূৰ্ব্বা পৰ্ব্বতে প্রেরণ করিতেন। এখনও নয়ুন মাসে প্রতি বৎসরই পূৰ্ব্বা পৰ্ব্বতে মহাগিরিনাটের পূজার্থে বিপুল জনসমাগম হয়। র্তাহার সেবকগণ এখনও মহাড়ম্বরে মহাগিরি ও র্তাহার ভগ্নী শোয়েমিয়েহ নাটের পূজা করিয়া থাকে। এখনও ব্ৰহ্মদেশের স্বদুর স্থান হইতে ব্ৰহ্মদেশীয় বৌদ্ধগণ তাহাদিগের মানসিক দ্রব্যাদি সহ রক্তবস্ত্রাবৃত এক-একটি নারিকেল মহাগিরির বাৎসরিক পূজায়’ প্রেরণ করিয়া থাকে। পূৰ্ব্বে মহাগিরির পূজায় শ্বেত মহিষ ও শ্বেত ছাগ বলি দেওয়া হইত। ১৫৫৫ খ্ৰীষ্টাব্দে হংসবতীর শিন-বিউ-ইয়েনের আদেশে এই বলি-প্রথা নিষিদ্ধ হইয়। श्रीध्र । ব্ৰহ্মদেশের মাস্ট-উপাসন৷ ১ । ইংরেজ সৈন্তগণ পাগান জয় করিয়া তত্ৰত্য ধনাগার হইতে ২ পাউণ্ড ওজনের ঐ দুই স্বর্ণমুগু গ্ৰহণ করে । পরে রেঙ্গুনের বার্ণার্ড ফ্রি লাইব্রেরিতে উহা রাখা হয়। অt ব: গেজেটয়ার, দ্বিতীয় ভলুম, প্রথম পাট, ২০ পৃষ্ঠা। কিন্তু বার্ণার্ড ফ্রি লাইব্রেরিতে যাহা রাখা হইয়াছে তাহা স্বর্ণমুগু নহে, কাঠমুণ্ড ; ওজনে অস্তত: দশ পাউণ্ড । ግቖ–ፃ \్బసి টাউণ্ড-বিওন নাট-ভ্রাতৃদ্বয়ের স্বর্ণময় মূৰ্ত্তি উত্তর-ব্রহ্মদেশে আরও এক স্বপ্রসিদ্ধ নাট আছেন । ইনি টাউণ্ড-বিওন নাট নামে পরিচিত। ভারতীয় দুই বালক ভ্রাতা জলমগ্ন জাহাজ হইতে এক "বিয়াত্তা"র ( কুলার ) আশ্রয়ে থেটনের সমূদ্রতীরে ভাসিয়া আসে। থেটনের এক হিন্দু যোগী তাহাদিগকে আশ্রয় দেন। এই যোগীর কুপায় এই দুই বালক ক্রমে মহাবলশালী হইয়া উঠে এবং নানাবিধ অলৌকিক বিদ্যায় পারদর্শিতা লাভ করে। কয়েক বৎসর পর ঐ যোগীর মৃত্যু হই ন এর দুই ভ্রাতা যোগীর মৃতদেহ ভক্ষণ পূৰ্ণ ঘট সংরক্ষিত যোগশক্তি লাভ করে । , f রোগের প্রাদুর্ভাব হইলে, থেটনে আসিয়াছিল নৃত্যবাদ্যাদি সহ শোভাযাত্রা করিয়া বিয়াত্তা-উই । . আতপান্ন ও মদ্যমাংসাদি প্রদান করে থেীগোপদ্রব দূর করিবার জন্য প্রার্থনা করে। ইচ্ছাস পর শীতল, মনসা, জরহারী বা বুড়ী-মার পূজার অন্থি এই সকল ব্ৰহ্মদেশীয় নাটের পূজার জন্যও নির্দিষ্ট আছে। কথিত আছে, পূৰ্ব্বতন বৰ্ম্মা-রাজাদিগের প্রাসাদ, দেশে ও দেবমন্দিরাদি নিৰ্ম্মাণকালে উহার ভিত্তিভূমিতে