পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মদেশের লাট-উপাসনা ৬২১ মেমিয়োর মন্দিরে বৃদ্ধ পুরোহিত নাট-স্তোত্র পাঠ করিতেছেন । অসামান্ত সম্মান ও যশ অর্জন করিয়াছেন । মেমিয়োর উকীল উচ্যডুন এই নাটের অনুগ্রহে অসাধারণ জনপ্রিয়ত ও বক্তৃতাশক্তি লাভ করিয়াছিলেন বলিয়া প্রচারিত আছে । টাউঙ বিওন-নাট অবিবাহিত ছিলেন। এই জন্ত উচ্চ-ব্রহ্মদেশের অনেক রমণী বয়োজ্যেষ্ঠ নাট শোয়েবিন-নিয়াউণ্ডকে পতিত্বে বরণ করিয়া ‘নাঙ্কউ” উপাধি গ্রহণ করে। তাহারা অবিবাহিত থাকে না ; কিন্তু তাহাদের মন ও হৃদয় নাটকে উৎসর্গ করিয়া তাহার ংসারধৰ্ম্ম পালন করে। তাহারা বলে—টাউণ্ডবিওননাট স্বন্দর শরীর চাহেন না, সুন্দর হৃদয়ই র্তাহার প্রিয় । কোনও কোনও নাক্কড, টাউণ্ডবিগুন-নাটের আদেশ অনুসারেই তাহার সেবাইত-সমিতি হইতে তোছাউণ্ড-মিবিয়া ( রাণী ) উপাধি প্রাপ্ত হয়। সেবাইতগণ তাহাকে শাস্ত্রবিহিত রেশমী পরিচ্ছদ ও নানাপ্রকার আভরণে সজ্জিত করিয়া টাউণ্ডবিওন-নাটের রাণীর পদে অভিষিক্ত করে। এই অভিষেক-অনুষ্ঠানে বহু নাট-ভক্ত ও নাট-সেবক সমাগত হইয়া মৃত্যগীতাদি দ্বারা টাউঙবিওন-নাটের স্তুতি পাঠ করে। যথেষ্ট পানভোজনের ৪ । নাটদিগের এই সকল আদেশ বিশিষ্ট ভক্তদিগের আবিষ্ট অবস্থায় সেৰাইতদিগকে জানান হয় ৷ নাক্কড়গণের এই পবিত্র প্রেম ব্রজের গোপিনীগণের বিশুদ্ধ প্রেমের সহিত তুলনীয়। আয়োজন হয় ; শূকর-মাংস ব্যতীত অন্যান্য সকল প্রকার ভোজ্যই এই নাটকে নিবেদন করা যাইতে পারে । এই সকল নাট ব্যতীত অন্য এক প্রকার নিম্নস্তরস্থ নাট আছে যাহারা গ্রামভূমি, বাসগৃহ, রাজপ্রাসাদ, দুর্গ ও মন্দিরাদির অভিভাবক ও রক্ষাকর্তা নাটরূপে অধিষ্ঠিত। ব্রহ্মদেশের অধিকাংশ পুরাতন গ্রামের চতুদিকে কাটাগাছের বেড়া ও উহার এক প্রান্তে এক বৃহৎ ফাটক আছে। ঐ ফাটকের নিকটে একটি বট, অশ্বথ, বা লেটপান বৃক্ষ রোপিত থাকে। উহার অতুচ্চ কাণ্ডে ঐ গ্রামের রক্ষাকর্তা নাটের জন্য ছোট একটি কাঠের বা বাঁশের মঞ্চ নিৰ্ম্মিত থাকে। গ্রামরক্ষী নাট ঐ বুক্ষে বাস করে এবং ঐ মঞ্চে তাহার পূজার জন্য পুষ্পপত্রাদিযুক্ত একটি জলপূর্ণ ঘট সংরক্ষিত হয় ; গ্রামে কোন সংক্রমিক রোগের প্রাদুর্ভাব হইলে, গ্রামের নরনারীগণ মৃত্যবাদ্যাদি সহ শোভাযাত্রা করিয়া ঐ বৃক্ষের তলায় আতপান্ন ও মদ্যমাংসাদি প্রদান করে এবং রোগোপন্দ্রব দূর করিবার জন্য প্রার্থনা করে । বঙ্গদেশের শীতলা, মনসা, জরহারী বা বুড়ী-মার পূজার স্থায় এই সকল ব্ৰহ্মদেশীয় নাটের পূজার জন্যও নির্দিষ্ট বিধি আছে । কথিত আছে, পূৰ্ব্বতন বৰ্ম্ম-রাজাদিগের প্রাসাদ, দুর্গ ও দেবমন্দিরাদি নিৰ্ম্মাণকালে উহার ভিত্তিভূমিতে