পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ चिन्विश्व स्त्रऽन>८ लैं${ বহারম্ভে লঘুক্রিয়া ? খবরের কাগজে বাহির হইয়াছিল, গত ১০ই জানুয়ারী বোম্বাইয়ে বড়লাট ওরিয়েণ্ট ক্লাবের বক্তৃতায় ভারতবর্ষকে রাষ্ট্রনৈতিক যাহা দিতে চাহিয়াছিলেন, তাহা সুস্পষ্ট করিয়া লইবার নিমিত্ত গান্ধীজী তাহার সহিত সাক্ষাৎ করিবেন। এ বিষয়ে বহু কল্পনা জল্পনা হইয়াছিল । সেই সাক্ষাৎকার হইয়া গিয়াছে । তাহার ফলে গান্ধীজী ও বড়লাট উভয়ের সম্মতিক্রমে নয়াদিল্লী হইতে ৫ই ফেব্রুয়ারী যে কমুনিকে বা জ্ঞাপনী প্রচারিত হইয়াছে তাহার তাৎপৰ্য্য নীচে দেওয়া হইল । বড়লাটের আমন্ত্রণে অদ্য গান্ধীজী তাতার সহিত সাক্ষাৎ করিতে আসেন। দীর্ঘকাল ধরিয়া খুব মৈত্রী সহকারে উভয়ের মধ্যে আলোচনা হয় এবং সমস্ত অবস্থা নিঃশেষে পরীক্ষা করিয়া দেখা হয় । গান্ধীজী প্রথমেই স্পষ্ট করিয়। জানান যে তিনি কংগ্রেস ওআর্কিং কৰ্মীটির নিকট হইতে কোন ক্ষমতা পান নাই, তিনি কেবলমাত্র নিজের অভিমতই ব্যক্ত করিতে পারেন এবং তাহার কথায় ওআর্কিং কৰ্মীটির কোন বাধ্য-বাধকতা থাকিবে না । বড়লাট কতকটা বিস্তারিত ভাবে ব্রিটিশ গবন্মেণ্টের উদ্বেগু ও প্রস্তাব বিবৃত করেন। ব্রিটিশ গবষ্মেন্ট আস্তরিক ভাবে ইচ্ছা করেন যে, ভারত যত শীঘ্র সম্ভব ডোমীনিয়ন শাসনাধিকার লাভ করুক, এবং তদুদেখে যথাসাধ্য সাহায্য করিতেও তাহারা প্রস্তুত, বড়লাট প্রথমতঃ এই কথার উপর বিশেষ জোর দেন । তৎসম্পর্কে ষে সকল সমস্তার সমাধান করিতে হইবে, তন্মধ্যে কোন কোনটি যে অভ্যস্ত জটিল ও শক্ত, তাহার এবং বিশেষত: ডোমীনিয়ন অধিকার লাভের পর দেশরক্ষার বিষয়টির দিকে তিনি গান্ধীজীর দৃষ্টি আকর্ষণ করেন। বড়লাট স্পষ্ট করিয়া জানাইরা দেন যে, সময় উপস্থিত হইলেই বিভিন্ন দল এবং স্বার্থসম্পন্ন শ্রেণীর সহিত পরামর্শক্রমে সমস্ত ক্ষেত্র পর্য্যালোচনা করিতে ব্রিটিশ গবন্মেণ্ট সৰ্ব্বদাই প্রভত আছেন। মধ্যবর্তী কাল যত দূর সম্ভব সংক্ষিপ্ত করিতেও যে ব্রিটিশ গবন্মেটি অত্যস্ত আগ্ৰহাম্বিত এবং তজ্জন্ত উপযুক্ত ব্যবস্থা করিতে প্রভত, এ কথাও বড়লাট স্পষ্ট করিয়া জানাইয়া দেন। অতঃপর বড়লাট, বড়োদাতে তিনি যে উক্তি করিয়াছেন, তৎপ্রতি গান্ধীজীর দৃষ্টি আকর্ষণ করিয়া বলেন যে, যুক্তরাষ্ট্রীয় পরিকল্পন, যাহ। এক্ষণে স্থগিত রাখা হইয়াছে, সকল পক্ষের সম্মতিক্রমে প্রবর্তন করিলেই অনেক সমস্তার সমাধান সহজ হইবে এবং তাহাই ডোমীনিয়ন শাসনাধিকার নূ্যনতম সময়ে লাভের সোপান । b-t - Xడి তিনি আরও বলেন যে, গত নবেম্বর মাসে তিনি যে পন্থায় ও যেরূপ ভিত্তিতে বড়লাটের শাসন-পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করিয়াছিলেন, সেই পন্থী এখনও উন্মুক্ত আছে এবং ব্রিটিশ গবষ্মেন্ট অবিলম্বে ঐ প্রস্তাব কার্য্যে পরিণত করিতে প্রস্তুত আছেন । সংশ্লিষ্ট পক্ষগণের সম্মতিক্রমে ব্রিটিশ গবক্সেণ্ট ডোমানিয়ন স্বায়ত্ত শাসন যাহাতে শীঘ্ৰ আজ্জিত হইতে পারে, তাহার এবং যুদ্ধের পরে যাহাতে সমস্তার সমাধান হইতে পারে তাঙ্গার ব্যবস্থা করিবার জন্ত পুনরায় যুক্তরাষ্ট্র পরিকল্পনা সম্পর্কে আলোচন চালাইতে প্রস্তুত আছেন । যেরূপ মনোভাব লইয়া এই সমস্ত প্রস্তাব করা হইয়াছিল, মহাত্মা সেই মনোভাবের গুণগ্ৰাহিতা প্রকাশ করেন ; কিন্তু ইহা স্পষ্ট করিয়া বলেন যে, তাহার মতে বর্তমান অবস্থায় ঐ সমস্ত প্রস্তাব স্বারা কংগ্রেসের দাবী পুর্ণ হয় না । তিনি প্রস্তাব করেন, এবং বড়লাটও এই প্রস্তাবে সম্মত হইয়াছেন, যে, তাহ সমাধানের উদ্দেশ্যে আলোচন। আপাতত: স্থগিত রাখাই ভাল । —এ, পি, যাহা পূৰ্ব্বে অস্পষ্ট ছিল, তাহা স্পষ্ট করিয়া লইতে হইলে নূতন কিছু বলা আবশ্বক হয়। কিন্তু বিজ্ঞপ্তিটিতে বড়লাটের কথার যে তাৎপৰ্য্য দেওয়া হইয়াছে, তাহাতে এমন কিছু ত দেখিলাম না যাহা তিনি আগে বলেন নাই । সুতরাং অবিশদকে এই সাক্ষাৎকার দ্বারা বিশদ করাইয়া লওয়া গান্ধীজীর উদ্দেশু বলিয়া খবরের কাগজে যাহা লেখা হইয়াছিল সেই উদ্দেশ্য সিদ্ধ কি প্রকারে হুইল বুঝিলাম না। অবশু বিজ্ঞপ্তিটাতে যাহা নাই এমন যে-সব কথা গান্ধীজী ও বড়লাটের সহিত হইয়াছিল, তাহাতে মহাত্মাজী ব্যাপারটার অস্পষ্ট দিকটা সুস্পষ্ট বুঝিতে পারিয়া থাকিবেন এবং সেই জন্যই হয়ত বলিয়াছেন এখন আলোচনা স্থগিত থাক । তাহা যদি সভ্য হয়, তাহা হইলে বিজ্ঞপ্তিটিকে ইংরেজীতে যে "কমুনিকে’ ( জ্ঞাপনী ) বলা হইয়াছে, তাহা না বলিয়া “ক্যামুফ্লাঝ” (ছদ্মাবরণী ) বলিলে চলিত কিনা,

বিবেচনা করা আবশ্যক । (৬ই ফেব্রুয়ারী, ২৩শে মাঘ । )