পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাগুন বিবিধ প্রসঙ্গ—ভত্ত্ববোধিনী সভার শতবার্ষিকী হইল না Woole, স্টেটস বাঞ্ছনীয় ও গ্রহণযোগ্য। কিন্তু অন্ত একটা দিকও अद्भुक्ल ! ভারতবর্ষ প্রাচীন সভ্য দেশ। ইহার প্রধান প্রধান ধৰ্ম্ম, সভ্যতা ও সংস্কৃতি—সাহিত্য, ললিতকলা, পরিচ্ছদ, রীতিনীতি—ব্রিটেন হইতে পৃথক ; ভাষাসমূহ এবং ইতিহাসের ধারাও পৃথক । ইহা ব্রিটেনের উপনিবেশ নহে ; ব্রিটিশ প্রভূত্বে ও প্রভাবে ইহার কিছু কু ও মু পরিবর্তন ঘটিয়া থাকিলেও ইহা প্রধানতঃ ব্রিটেনের গড়া জাতির অধুষিত ব্রিটেনের গড় দেশ মহে। ইহার পক্ষে ব্রিটেনের ডোমীনিয়নত্ব প্রাপ্তি পৃথিবীর ও ইহার নিজের ইতিহাসের স্বাভাবিক বিবর্তনের পরিণতি নহে। পূর্ণ স্বাধীনতাই সেরূপ পরিণতি। অবশ্য ডোমীনিয়ন স্টেটসের পথেও সেই পরিণতিতে পৌছা যায় । কিন্তু সে পথে বাধাও আছে । দাতার নিকট হইতে যাহা দীনস্বরূপ পাওয়া যায়, দাতা সেই প্রদত্ত বস্তুর পরিবর্তন করিতে পারে এবং দানের সময় দানের সত এরূপ করিতে পারে যাহাতে বস্তুটি এখন যেরূপ মূল্যবান মনে হইতেছে সেরূপ মূল্যবান না থাকিতে পারে । ডোমীনিয়ন স্টেটস ও ওয়েস্টমিনস্টার স্ট্যাটু্যট ব্রিটিশ জাতির, তাহাদের ঔপনিবেশিকদের ও ব্রিটিশ পালে মেণ্টের কৃতি । ইহা তাহার এমন ভাবে পরিবতন করিতে পারে যে, তদ্বারা তাহাদের স্বার্থ রক্ষিত ও বর্ধিত কিন্তু আমাদের স্বার্থের হানি হইতে পারে । আমরা এরূপ একটি জিনিষ চাই, যাহা কোনও বিদেশী আইন-সভা বা ( ব্রিটেনের ইম্পরিয়াল কনফারেন্সের মতন ) মন্ত্রণাসভার দ্বারা পরিবৰ্ত্তিত হইতে পারে না। অবশ্ব পৃথিবীর সব বা অধিকাংশ রাষ্ট্রের, কিম্বা সব বা অধিকাংশ গণতন্ত্রের মন্ত্রণাসভায় আমাদের সহযোগিতায় যাহা স্থির হইবে, তাহা মানিয়া লইতে আমাদের আপত্তি হইবে না । ব্রিটিশ সাম্রাজ্যের সমুদয় ডোমীনিয়নগুলিতে ক্ষমতা আছে ইউরোপীয় বংশের লোকদের । তাহারা খ্ৰীষ্টিয়ান । তাহাদের ভাষা সাহিত্য সভ্যতা সংস্কৃতি পরিচ্ছদ রীতিনীতি ইউরোপীয়। তাহা সত্ত্বেও ডোমীনিয়নগুলির কোন কোনটিতে ব্রিটেনের সহিত সম্বন্ধ ছিন্ন করিবার ইচ্ছা দেখা যায়। আয়ার নামে বিদিত আইরিশ ফ্রী স্টেট ব্রিটেনের সহিত পূর্ব সম্বন্ধের সমুদয় চিহ্ন ক্রমে ক্রমে লোপ করিতেছে। বর্তমান যুদ্ধে সে ব্রিটেনকে সাহায্য করিতেছে না। দক্ষিণ-আফ্রিকার বৃঅরের উচ-বংশজাত। তাহাদের একটি বড় দল ব্রিটেনের সহিত সম্বন্ধ ছিন্ন করিয়া দক্ষিণ-আফ্রিকাকে একটি স্বাধীন সাধারণতন্ত্রে পরিণত করিতে চেষ্টা করিতেছে । কানাডাতে যে হঠাৎ পালেমেণ্টের সাধারণ নিৰ্ব্বাচন দ্বারা যুদ্ধ সম্বন্ধে একটা সুনির্দিষ্ট জন-আদেশ পাইবার চেষ্ট হইতেছে, তাহার মূলে যুদ্ধে যোগ দেওয়া না-দেওয়া বিষয়ে মতভেদ আছে অনুমান করা যাইতে পারে। একাধিক ডোমীনিয়নের বিস্তর লোক, প্রধান সকল বিষয়ে ইউরোপীয়দিগের সদৃশ হইয়াও যখন ব্রিটেন হইতে বিচ্ছিন্ন হইতে চায়, তখন বুঝিতে হইবে ব্রিটেনের সহিত ডোমীনিয়নত্ব সম্পর্ক তাহাদের কিছু অসুবিধা ও অস্বস্তির কারণ । ভারতবর্ষের লোকেরা কোন দিকেই ইউরোপীয় বা ইউরোপীয়ুবৎ মহে । সুতরাং ব্রিটিশ-ডোমীনিয়নত্ব তাহাদের অধিকতর অসুবিধা ও অস্বস্তির কারণ হইতে পারে অম্বুমান করা কঠিন নহে । সৰ্বং পরবশং দু:খং সর্বম্ আত্মবশং মুখম্। পরবশ যাহা তাহা দুঃখের কারণ, আত্মবশ যাহা তাহাতেই সুখ । ডোমীনিয়ন স্টেটস আমাদিগকে অনেকট আত্মবশ করে বটে এবং তাহা মুখের কারণ হইতে পারে, কিন্তু ঐ মৰ্য্যাদাটার প্রাপ্তিই পরবশ বলিয়া যথোচিত সুখের কারণ হইতে পারে না । তত্ত্ববোধিনী সভার শতবার্ষিকী হইল না ১৮৩৯ সালে ‘তত্ত্ববোধিনী সভা' স্থাপিত হয়। ইহা মোটামুটি কুড়ি বৎসর কাজ করিয়াছিল। সেই সময়কার প্রায় সব প্রসিদ্ধ ও কৃতী বাঙালী ইহার সহিত যুক্ত ছিলেন। ইহা দ্বারা বাংলা সাহিত্যের প্রভূত উন্নতি এবং ংলা দেশে সাহিত্য ও বিজ্ঞানের চর্চার বিশেষ সাহায্য হইয়াছিল । ধৰ্ম্মসংস্কার ইহার যে একটি প্রধান উম্বেশু