পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“অ্যাশবোৰ্ণ” সেক্সপীয়রের "ইনফ্রা-রেড" ছবি উচু কপাল ও গলবেষ্টনীর পরিবর্তন লক্ষ্যণীয়। অষশ্ব ইহা হইতে এইমাত্র প্রেমাণ হয়, যে, যে ছবিখানিকে এতদিন সেক্সপীয়রের বলিয়া সকলে জানিয়া আসিয়াছে, তাঙ্গ। সেক্সপীয়রের নহে, অক্সফোর্ডের সপ্তদশ জালের আলেখ্য এবং এইটুকুর উপর ভিত্তি করিয়া ধরিয়া লওয়া চলে না, যে ষ্ট্রটফোড-অন-অ্যাভনের যে লোকটি এতদিন ধরিয়া ইংল্যাণ্ডের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার বলিয়া পূজিত হইয় আসিতেছেন, সে-ব্যক্তির খ্যাতির কোনো ভিত্তি নাই । কিন্তু সে যাহাই হউক, অক্সফোর্ডের একখানি চিত্র সেক্সপীয়রের বলিয়া চালানোর মধ্যে কাহার স্বাৰ্থ ? কারণ যে জুয়াচুরী ধরা পড়িয়াছে তাহ বহু বৎসর আগের এবং রঞ্জনরশ্মি ও অতিলাল আলোর সাহায্য ব্যতীত এ জুয়াচুরী ধরা পড়িবার কোনো সম্ভাবনা ছিল না । হয়ত ভবিষ্যতের গবেষণায় এদিকে আরও কিছু আলোকপাত হইতে পারে। কিন্তু মনে হয়, বোধ হয় না হইলেই ছিল ভাল । 开 তিব্বতের নূতন দলাই লাম। তিব্বতীদের মতে তাহাঙ্গের মহাগুক্ষ দলাই লামাৰ মৃত্যু নাই ; র্তাহার এক দেহের বিনাশ ঘটে বটে, কিন্তু সেই মুহূর্তেই তাহার আত্মা নবজাত কোনো শিশুর মধ্যে আশ্রয় লয় । বিশেষ চিহ্ন b-8--չՊ পঞ্চশস্ত \eఫిషా ও শুভ লক্ষণ দেখিয়৷ এই নবজাতককে দলাই লামা বলিয়া চিনিয়া ও মানিয়া লওয়া হয়, তিনিই দলাই লামার পদে অধিষ্ঠিত হন, আবার স্তাহার দেহত্যাগের পর আত্মা অঙ্গ দেহে আসন লয় । ১৯৩৩ সালের ১৭ই ডিসেম্বর ত্রয়োদশ জুলাই লামার দেহত্যাগ ঘটিলে নূতন দলাই লামার সন্ধানের প্রয়োজন হয় । ত্রয়োদশ লামা তাহার ভ্রাতু পুত্রকে প্রতিনিধি নিয়োগ করিয়া গিয়াছিলেন, তাহারই কৰ্ত্তব্য নূতন দলাই লামাকে সন্ধান করিয়া বাহির করা। তিনি এক দিন দিব্যদৃষ্টিতে তিব্বতের উত্তয়পূৰ্ব্বে চৈনিক প্রদেশ কোকনরের অন্তর্গত তায়েরূহ মুর নাম, ও তথাকার একটি বিশেষ গৃহ দেখিতে পাইলেন। তিনি বুঝিলেন এই তায়েরূহ স্বরই কোনো নবজাত শিশুর মধ্যে দলাই লামার আত্মা দেহপরিগ্রহ করিয়াছে । শত শত লামা এই শিশুর সদ্ধানে ৰাহির হইলেন । অবশেষে কোকনরের রাজধানীতে বিশেষলক্ষণযুক্ত এক শিশুর সন্ধান মিলিল । সন্ধানকারী দলের যিনি নায়ক ছিলেন র্তাহার গলায় ছিল ত্রয়োদশ লামার উপহার একগাছি মালা ; এই শিশু মালাটি দেখিয়াই সেইটির জঙ্ক হাত বাড়ায় ; সন্ধানকারীরা ইহাকে একটি বিশেষ শুভলক্ষণ বুলিয়া মনে করে । ইহা ছাড়া আরও