পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(प्टक्क লিলুয়াতে খইয়ের মোওয়া চার ধামা হয় বোঝাই, দাম দিতে তার টাকার থলি মিথ্যে হোলো খোজাই । ননদ পরল রাঙা চেলি পালকি চড়ে চলল। পাড়ায় পাড়ায় রব উঠেছে গায়ে হলুদ কল্য। কাহারগুলো পাগড়ি বাধে, বাদি পরে ঘাগর, জমাদারের মামা পরে শু ডুতোলা তার নাগরা । পাড়েজি তার খড়ম নিয়ে চলেন খটাৎ খটাৎ, কোথা থেকে ধোবার গাধা চেচিয়ে ওঠে হঠাৎ ৷ খয়রাডাঙার ময়র আসে কিনে আনে ময়দা । পচা ঘিয়ের গন্ধ ছড়ায়, যমালয়ের পয়দা । আকাশ থেকে নামল বোমা রেডিয়ো তাই জানায়, অপঘাতে বসুন্ধর ভরল কানায় কানায়। খাচার মধ্যে শু্যামা থাকে ছিরকুটে খায় পোকা, শিষ দেয় সে মধুর স্বরে, হাততালি দেয় খোকা । হুইসিল বাজে ইস্টিশনে, বরের জ্যাঠামশাই চমকে ওঠে, গেলেন কোথায় অগ্রদ্বীপের গোসাই । সাৎরাগাছির নাচনমণি কাটতে গেল সাতার, হায় রে কোথায় ভাসিয়ে দিল সোনার সিথি মাথার । মোষের শিঙে বসে ফিঙে স্যাজ ফুলিয়ে নাচে, শুধোয় নাচন সিথি আমার নিয়েছে কোন মাছে । মাছের ল্যাজের ঝাপট লাগে শালুক ওঠে স্থলে, রোদ পড়েছে নাচনমণির ভিজে চিকন চুলে । কোথায় ঘাটের ফাটল থেকে ডাকল কোলা ব্যাঙ, খড়গপুরের ঢাকে ঢোলে বাজল ড্যাডাং ড্যাঙ। কাপছে ছায়া আঁকাবঁকা কলমি পাড়ের পুকুর, জল খেতে যায় এক পা-কাটা তিনপেয়ে এক কুকুর। হুইস্ল বাজে, আছে সেজে পাইকপাড়ার পাত্রী। শেয়ালকাটার বন পেরিয়ে চলে বিয়ের যাত্রী।