পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ன ডাক্তারের নাম করিয়া বলিলেন-ওঁদের সবাইকে একসঙ্গে ডেকে দেখিয়েছিলাম, ওঁরা দেখে শুনে এই ব্যবস্থা করেছেন। রিপোর্টগুলো দাও তো স্বধীর— বিমল রিপোর্টগুলি উলটাইয়া পালটাইয়া দেখিল, বিশেষ কিছু বোঝা গেল না। সব রকম পরীক্ষাই হইয়াছে কিন্তু কোনটাতে তেমন কিছু পাওয়া ধায়ু নাই । বিমল মুপ্রিয়ার দিকে চাহিয়া বলিল—এ সব থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না, আপনার কষ্টট কি ? বই হইতে মুখ তুলিয়া সুপ্রিয়া হাসিয়া বলিলেন— বললাম তো, কিছুই না! স্বত্রতবাবু বলিলেন–মাঝে মাঝে যে “প্যালপিটেশন’ হয় সেটা কি তাহ’লে মিথ ? সৌরীনবাবু তাহার কাচাপাকা বাবরিটি এবং ধূম-পক গুম্ফটি গুছাইয়া ভ্রযুগল ঈষৎ উত্তোলিত করিয়া বলিলেনইংরেজী "মিথ’ এবং বাংলা মিথ্যার মধ্যে যে একটা ধ্বনিগত সাদৃশ্ব আছে, আশা করি স্বত্রত তুমি সে অলীক সাদৃশ্বের স্বযোগ নিচ্ছ না। যদি নিয়ে থাকে তা হ’লে দুঃখিত হও । তোমরা ব্যস, আমি একটু টেনিস-কোর্টটা তদারক ক’রে আসি । হীরালালরা হয়ত এসে পড়বে এখুনি, কালকে নেটট যা ক’রে টাঙিয়েছিল ! আমাদের হরিচরণকে এবার পেন্সন দেওয়া দরকার হয়েছে— সৌরীনবাবু উঠিয়া পড়িলেন। ভগবতী দেবী সোয়েটার হইতে মুখ তুলিয়া বলিলেন —চ-টা খেয়ে যাও । —একটু ঠাণ্ড হোক, গরম চা খাবার বয়স গেছে । একটু দূরে টেনিস-কোট, সেখানে চাকরেরা নেট টাঙাইতেছিল-সৌরীনবাবু সেই দিকে চলিয়া গেলেন"। তৃত্য টেবিলে চ পরিবেশন করিতে লাগিল । বিমল প্রশ্ন করিল—আপনার প্যালপিটেশন হয় বুঝি ? স্বধীরবাৰু এতক্ষণ কথা বলেন নাই, তিনি বলিলেন—হজমও হয় না ভাল, ডাক্তার রায় হজমের জন্যে এই সব প্রেস্ক্রাইব করেছেন। বিমল বলিল—দেখেছি। বেশ ভাল ওষুধ ওগুলো, থাচ্ছেন ? লিক্ষ্মেণক ৭২১ ভগবতী দেবী বুলিলেন—তাহলে আর ভাবনা কি ! কি ভাগ্যি যে ইনজেকশন নিতে রাজি হয়েছে। বিমল বুঝিল তাহার বিশেষ কিছু করিবার নাই । কলিকাতার ডাক্তারের ফরমায়েস অকুষায়ী জামানির একটা পেটেণ্ট ঔষধ তাহাকে সপ্তাহে দুই দিন করিয়া ইনজেকশন করিয়া দিয়া যাইতে হইবে । তাহার ডাক্তারি বুদ্ধির সাহায্য ইহারা চান না। বিমল বলিল—বলুন তাহলে ইনজেকশনটা শেষ ক’রে ফেলা যাক— স্বপ্রিয়া বিমলের দিকে চাহিয়া বলিলেন—আপনার ভাল ছুচ আছে তো, জগদীশ ডাক্তারের যা ভোতা মরচে-পড়া ছুচ, সেই ভয়ে তাকে আর ডাকি নি । বিমল হাসিমুখে মিথ্যা কথা বলিল—আপনি জানতেও পারবেন না ! স্বত্রতবাৰু বোধ হয় স্কপ্রিয়ার উপর একটু অসন্তুষ্ট হইয়াছিলেন । তিনি আর কোন কথা না বলিয়া নীরবে চা পান করিতে লাগিলেন । গেট দিয়া আর একটি মোটর প্রবেশ করিল। সুধীরবাৰু উঠিয়া পড়িলেন, তাহার চা পান শেষ হইয়া গিয়াছিল । তিনি বিমল ও স্বত্রতের দিকে চাহিয়া বলিলেন—আমার আর কোন দরকার নেই তো ? | i}ة سسسس —আমি তা হ’লে একটু টেনিস খেলি গিয়ে, হীরালালবাবুরা এলেন । ভগবতী দেবী বলিলেন—ঠাকুরপোও তা হ’লে আর এল না চ খেতে । বিয়ে না করলে পুরুষমানুষগুলো যেন কি এক রকম হয়ে যায় । বিমলের দিকে চহিয়া সহাস্তে প্রশ্ন করিলেন— আপনার বিয়ে হয়েছে তো ? —অনেক দিন । * ইনকেজশন-পৰ্ব্ব নিৰ্মিয়েই হইয়া গেল । সুপ্রিয়া হাসিমুখে বলিলেন—চমৎকার আপনার হাত তো ! বিমল গম্ভীর ভাবে বলিল—হাত নয় কপাল !