পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীন চণ্ডীদাসের অপ্রকাশিত পদাবলী* নাপিতানী-মিলন শ্ৰীখগেন্দ্রনাথ মিত্র প্রবাসী-সম্পাদক শ্ৰীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের সৌজন্যে আমি বঁাকুড়া হইতে একখানি পুথি পাইয়াছি, তাহাতে দীন চণ্ডীদাসের অনেকগুলি পদ আছে। পুথিখানি তাহার ভ্রাতুপেত্র পুরুলিয়ার উকিল ঐযুক্ত বিমলাপ্রসাদ চট্টোপাধ্যায়ু-প্রদত্ত। ইহার কতকগুলি পদ “সাহিত্য-পরিষৎ-পত্রিকা’য় ( ১৩৪৬ সন ৪র্থ সংখ্যা ) প্রকাশিত হইয়াছে। পরিষৎ-পত্রিকায় যে পালাটি প্রকাশিত হইয়াছে, তাহার নাম কপালী-মিলন। অর্থাৎ কপালী বেশে শ্ৰীকৃষ্ণ রাধিকার সহিত মিলিত হইবার চেষ্টা করিতেছেন। কৃষ্ণ কখনও বাজিকর-বেশে, কখনও মালিনী, কখনও দোকানী-বেশে রাধিকার সহিত সাক্ষাতের প্রয়াসী । এই জন্য এই পালাগুলির সাধারণ নাম—স্বয়ং-দৌত্য । ইহার অন্তনিহিত ভাব এই যে ভগবান স্বয়ং সময়ে সময়ে ভক্তের নিকট নানা ছদ্মবেশে উপস্থিত হন। যাহা হউক, এই কপালী-মিলন’ পালাটি সম্পূর্ণ নূতন ; অন্ত কোথায়ও ইহা প্রকাশিত হইয়াছে বলিয়া জানি না। কিন্তু নাপিতানী-মিলন একটি পুরাতন পালা। বিষয়বস্তু আর কিছুই নহে; কৃষ্ণ রাধিকার সহিত সাক্ষাৎ করিবার জন্য নাপিতানী সাজিয়াছেন। বিযয়বস্তু পুরাতন হইলেও, এই পালাটি সম্পূর্ণ নূতন। নাপিতানী-মিলন স্বয়ং-দোঁত্যের পদ হিসাবে চণ্ডীদাসের ভণিতায় পদকল্পতরুতে পাওয়া যায় (৩য় শাখা ১ম পল্লব)। এই পদগুলি নীলরতনবাবুর সম্পাদিত ‘চণ্ডীদাস’ গ্রন্থেও আছে। কিন্তু নিম্নধুত পদগুলির সহিত তাহার একটি পদেরও মিল নাই । পদকল্পতরু ও ‘চণ্ডীদাস’ গ্রন্থের নাপিতানী-মিলনের ব্যাপার সংক্ষেপে এই : একদিন রসিকচুড়ামণি নাপিতানীর বেশ খুরিয়া অন্দরমহলে প্রবেশ করিলেন এবং নাপিতানী ؛ "" بیانیه تبع পরিচয় দিয়া শ্ৰীমতীকে অলক্তক পরাইলেন। নায়ক কর্তৃক নায়িকার চরণে অলক্তক পরানো ব্যাপার পুরাতন কাব্য রসে অপরিজ্ঞাত নহে ; বিবুধিরসি যস্ত দারশৈল্পসমাপ্তে পরিকমণি স্মৃত । তমিমং কুরু দক্ষিণেতরং চরণং নিমিতরাগমেহি মে। —কুমারসম্ভব, ৪র্থ সর্গ যথারীতি যাবক পরাইয় তাহার ধীরে ধীরে শ্রামচন্দ্র নিজের নাম লিখিয়া দিতে ভুলিলেন না। কিন্তু নাপিতানী তাহার পারিশ্রমিক চাঙ্কিয়া বড় গোল করিয়া বসিল । সখী আসিয়া বলিলেন যে, নাপিতানী অপেক্ষা করিতেছে, সে বেতন না পাইলে যাইবে না । শ্ৰীমতী তথন তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন সে কত চাহে ? তাহার উত্তরে চতুর নায়ক জানাইয়া দিলেন যে তিনি রাধিকার স্পর্শহথের প্রার্থী। ইহাই নাপিতানী-মিলনের কাব্যরস। দুইটি পদে এই চিত্রটি অঙ্কিত হইয়াছে। তন্মধ্যে একটি দ্বিজ চণ্ডীদাসের, অপরটি চণ্ডীদাসের ভণিতায় পাওয়া যাইতেছে। অথচ এই পদগুলি দীন চণ্ডীদাসের বলিয়া দাবী করা হইতেছে। নিমের দশটি পদের মধ্যে আটটি চওঁীদাসের ও একটি দীন চণ্ডীদাসের ভণিতায় । এই পালার মম : নায়ক নাপিতানীর বেশে মহলে প্রবেশ করিয়া শ্ৰীমতীকে যাবক পরাইতেছেন। (ঠিক কি ভাবে তিনি প্রবেশ করিয়াছেন, তাহা জানা যায় না, কারণ গোড়ার পদগুলি পাওয়া যাইতেছে না। ) নিপুণ শিল্পীর মত তিনি আলতা পরাইতে পদে নানা লতাপাত, হংস

  • এই প্রবন্ধে উদ্ভূত পদাবলী কোন চণ্ডীদাসের, সে বিষয়ে আমি কোন মত প্রকাশ করিতেছি না। প্রবাসীর সম্পাদক ।