পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দূরের গান শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর সুদুরের পানে-চাওয়৷ উৎকষ্ঠিত আমি মন সেই আঘাটায় তীর্থপথগামী যেথায় হঠাৎ-নাম প্লাবনের জলে তটপ্লাবী কোলাহলে ওপারের আনে আহবান, নিরুদেশ পথিকের গান । ফেনোচ্ছল সে-নদীর বন্ধহার জলে পণ্যতরী নাহি চলে, কেবল অলস মেঘ ব্যর্থ ছায়t-ভাসানের খেলা খেলাইছে এবেল ওবেলা ॥ দিগন্তের নীলিমার স্পর্শ দিয়ে ঘেরা গোধূলিলগ্নের যাত্রী মোর স্বপনের । নীল অালো প্রেয়সীর অাখিপ্রাস্ত হতে নিয়ে যায় চিত্ত মোর অকুলের অবারিত স্রোতে ; চেয়ে চেয়ে দেখি সেই নিকটতমারে অজানার অতি দূর পারে ॥ মোর জন্মকালে নিশীথে সে কে মোরে ভাসালে দীপ-জ্বালা ভেলাখানি নামহারা অদৃশ্যের পানে ; আজিও চলেছি তার টানে । বাসাহারা মোর মন তারার আলোতে কোন অধরারে করে অন্বেষণ পথে পথে দূরের জগতে ॥