পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tళీలిe হয় নাই, তাহার সব কথা কল্যাণকর উপদেশ বলিয়া গ্রহণ করিয়াছিল। তাহার পরোক্ষ প্রমাণ, তাহার বক্তৃতার শেষে তাহাকে তাহাদের পক্ষ হইতে শ্ৰীমতী উমা গুহের তাহাকে কবিতা পড়িতে অনুরোধ। উমা র্তাহাকে একটি গষ্ঠ কবিতা পড়িতে বলেন । কবি ইহাতে প্রীত হইয়া এই লেখককে বলিয়াছেন, “ইতিপূর্বে কেহ কোন সভায় আমাকে গদ্য কবিতা পড়িতে বলে নাই ।” ছাত্র-সভার কাজ হইয়া যাইবার পর কবিকে বাঁকুড়াসম্মিলনীর মেডিক্যাল স্কুল হাসপাতাল দেখাইতে লইয়। যাওয়া হয় । তিনি তাহ দেখিয়া অতীব প্রীত হইয়াছেন। অপরাহ্লে কবির দর্শনলাভের জন্য এক দিন পুরুষদের নিমিত্ত ও এক দিন মহিলাদের নিমিত্ত ব্যবস্থা করা হয় । মহিলাদের নিমিত্ত ব্যবস্থা হয়, হিল হাউসের হাতায় । তাহার একে একে প্রণাম করিয়া যান। পুরুষদের জন্য ব্যবস্থা হয় হিল হাউসের নিকটবর্তী বাকুড়া জেলাস্কুলের ক্রীড়াক্ষেত্রে । কবি বলিয়াছেন, এরূপ ভিড় তিনি কোথাও দেখেন নাই । কবি কয়েক জন মুক্ত “অস্তরীনে”র, বহু ছাত্রের, কতিপয় অধ্যাপকের, এবং অন্য অনেকের সহিত লোকশিক্ষা ও অন্তবিধ লোকহিতকর কার্য্য সম্বন্ধে আলোচনা করেন । এই লেখক বাকুড়ায় কবির সমুদয় বক্তৃতা-সভায় উপস্থিত ছিল, কিন্তু তাহার শ্রুতিলিখনের অভ্যাস না থাকায় পাঠকদিগকে বক্তৃতাগুলি উপহার দিতে পারিল Fil কবি বাঁকুড়া জেলার দারিদ্র্যের কথা অবগত আছেন। তাহার গ্রামে থাকিয়া গ্রামের সহিত পরিচিত হইবার ইচ্ছা তাহার ছিল । ১৯শে ফান্ধন দুপর রাত্রে তিনি বেঙ্গল নাগপুর রেলপথে কলিকাতা যাত্রা করেন। তখন অনেকে বাকুড়ার শূন্ততা অনুভব করেন । বঁকুড়া সাহিত্য পরিষৎ সাহিত্য পরিবৎ নামে একটি পরিবৎ গঠিত হইয়াছে ।

  1. .

প্রবাসী ్సుల8ట్ర অনতিবিলম্বে ১৮৬০ সালের ২১ আইন মতে ইহা রেজোষ্ট্রকৃত হুইবে । স্বনামধন্ত আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মহাশয় ইহার সভাপতি, স্থলেখিক। শ্ৰীমতী ইলা দেবী ইহার সহকারী সভানেত্রী এবং অধ্যাপক শ্ৰীযুক্ত প্রদোষচন্দ্র রায় চৌধুরী, এম এসসী ও খ্ৰীযুক্ত দেবেন্ত্রনাথ গঙ্গোপাধ্যায়, এম. এ. ইহার কৰ্ম্মসচিবশ্বল্প নিযুক্ত হইয়াছেন। ইহা ব্যতীত বহু সাহিত্য-অনুরাগী ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ ইহার সভ্য হইয়াছেন ।” এই পরিষদ চণ্ডীদাস-স্মৃতিমন্দির স্থাপন করিবার পরিকল্পনা করিয়াছেন । "এই স্মৃতিমন্দিরে পুরাকৃতি-ভবন, গ্রন্থাগার, কলাশালা প্রভৃতি বিভিন্ন বিভাগ থাকিবে । পরিষদ রাঢ়-অমুসন্ধান-সমিতি করিবেন । গ্রামে গ্রামে, পুখী, মূৰ্ত্তি, ইষ্টকলিপি, শিলালিপি প্রভৃতি সংগ্রহের জন্ত কর্মীর দল প্রেরিত হইবে এবং সেগুলি সযত্নে রক্ষা করিবার সুব্যবস্থা হইবে । সেগুলির উপর ভিত্তি কfরয়। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার ব্যবস্থাও হইবে । তুমি সংগ্ৰহ হইলেই সেখানে মাসে মাসে পদাবলী কীৰ্ত্তন হইবে ও চণ্ডীদাস-দিবসে মেল বসান হইবে।” “চণ্ডীদাস-স্মৃতিসৌধের নির্মাণকল্পে শ্রদ্ধের রায়বাহাদুর ক্রীযুক্ত সত্যকিঙ্কর সাহান। মহাশয় • ০১. ( এক হাজার এক ) টাক। দানের প্রতিশ্রুতি প্রদান করেন । র্তাহার এই সপৃষ্ঠাস্তে অনুপ্রাণিত হইয়। এই সভার প্রযুক্ত এ, পি, রায় ও শ্ৰীমতী রায় ২৫১ টাকা এবং অবসরপ্রাপ্ত জেলা-জজ শ্ৰীযুক্ত ফণীন্দ্রনাথ মিত্র মহাশয় SABSBBS BBBS BBSBBS TBB BBBBBBD DBBB আই-সি-এস ও শ্রীমতী ইলা দেবী ১•১২ খ্ৰীযুক্ত সনৎকুমার ঘোষাল, DDBBBS 00SBBBB BBBB BBBBB SBSBBBB ttBBBB BBBBDD DDS BBB BTTBB BBBS BBBBB আরও অনেক প্রতিশ্রুতি পাওয়া গিয়ছে ।" এবার বাকুড়া বিবিধ প্রসঙ্গের অনেক জায়গা লইয়াছে, এই জন্য বারান্তরে বাকুড়া সাহিত্য পরিষং ও চণ্ডীদাস স্মৃতিমন্দির সম্বন্ধে সমর্থনস্থচক আরও অনেক কথা লিখিব । ফুলিয়ায় কৃত্তিবাসের জন্মোৎসব শান্তিপুরের নিকটবৰ্ত্তী ফুলিয়া গ্রামে রামায়ণের কবি কৃত্তিবাস জন্মগ্রহণ করেন। শাস্তিপুর সাহিত্যপরিষদের উদ্যোগে কয়েক বৎসর হইতে র্তাহার জন্মোৎসব ফুলিয়ায় হইতেছে । ইহার জন্য এই পরিষৎ বাঙালী জাতির কৃতজ্ঞতাভাজন । রামায়ণপাঠ ও রামায়ণের গান শ্রবণের আনন্দ ও কল্যাণ বাঙালীর এরূপ অস্থিমজ্জাগত হইয়াছে, যে, তাহা আমরা অনেক সময় অনুভব করি না ও প্রকাশ করিতে পারি না। কিন্তু সেই হেতু তাহা অবাস্তব বা কাল্পনিক নহে । কৃত্ত্বিবাস-উৎসবে গত বৎসর অপেক্ষা এ-বৎসর লোক