পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋਸ਼ ন। কংগ্রেসের পেীর-হিতৈষণ ও হিন্দুমহাসভার পৌরহিতৈষণা, এই উভয় ধারার সঙ্গম এক্ষেত্রে হিতকর হইতে পারিত। রয়্যাল সোসাইটির নূতন সদস্য বিলাতের রয়েল সোসাইটি ঐযুক্ত কে, এস, কৃষ্ণকে এফ, আর, এস উপাধি দান করিবার সিদ্ধান্ত করিয়াছেন। ইতিপূর্বে ভারতে এই উচ্চসম্মান লাভ করেন ডা: রামানুজম, সবু জগদীশচন্দ্র বস্তু, অধ্যাপক রামন, ডা: মেঘনাদ সাহণ এবং ডা: বীরবল সাহনী । ডা: কৃষ্ণন ডাক্তার মহেন্দ্রলাল সরকার কতৃক প্রতিষ্ঠিত বৌবাজারের বিজ্ঞানাতুশীলন সভার মহেন্দ্রলাল সরকার অধ্যাপক । আফগানিস্থানের দিকে রুশিয়ার রাস্ত বিস্তার রয়টার এই সংবাদ দিয়াছেন যে, রুশিয়া আফগানিস্থানের দিকে রাস্ত} বিস্তার করিতেছে । আবার রয়টারের দোসর এসোসিয়েটেড প্রেস সংবাদ রটাইয়াছেন যে, উত্তরপশ্চিম সীমাস্তের লক্ষাধিক আফ্রিদি রুশিয়ার আক্রমণে বাধা দিতে প্রস্তুত হইয়াছে। অতএব মাভৈ । সর মির্জ ইস্মাইলের পরামর্শ মহীশূরের দেওয়ান সরু মির্জ ইস্মাইল কলিকাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় অভিভাষণ প্রদানার্থ আসিয়াছিলেন। তাঙ্গর অভিভাষণ উংকৃষ্ট হইয়াছিল। তিনি মুসলমান ছাত্রদের সভায় বাংলা দেশে একটিমাত্র প্রধান ভাষা ও সাহিত্যের অস্তিত্ব যে কত বড় সুবিধা তাহা বলেন এবং সেই ভিত্তির উপর হিন্দু-মুসলমান ॐदा ও সস্তাব গড়িয়া তুলিতে বলেন। পহেলা বৈশাখের উৎসব কলিকাতায় ও বাংলার সমুদয় জেলায় পহেলা বৈশাখ বিবিধ প্রসঙ্গ—সরস্বতী পূজার বিস্তার ও বিদ্যাগুরাগবৃদ্ধি br8〉 ব্যায়াম প্রদর্শনাদি দ্বারা সম্মিলিত উৎসব করিবার উদ্যোগ হইতেছে, ইহা সন্তোষের বিষয় । রেলওয়ে বজেট, বাংলার বজেট, ভারতের বজেট রেলওয়ে বজেট, বাংলার বজেট ও ভারতের বজেটের বহু স্বাধ্য সমালোচনা হইতেছে । কিন্তু কতৰ্গদের ইচ্ছায় কম। র্ত্যহাদের ইচ্ছা হইলে তাহার রেলের ভাড়া বাড়াইবেন ও নুতন ট্যাক্স বসাইবেন। প্রস্তাবও তাহারা ব্যর্থ করিতে পারেন । * , দমননীতির প্রাদুর্ভাব কিছু দিন হইতে দমননীতির প্রাদুর্ভাব হইয়াছে। বিহারে জয়প্রকাশ নারায়ণের ও বঙ্গে আশ্রফুদ্দীন আহমদ চৌধুরীর গ্রেপ্তার তাহার আধুনিক দৃষ্টান্ত। সরস্বতী-পূজার বিস্তার ও বিদ্যানুরাগবৃদ্ধি অনেক বৎসর হইতে বাংলা দেশে ছাত্রছাত্রীদের দ্বারা সরস্বতী-পূজা খুব অধিক সংখ্যায় হইতেছে, অন্য কোন প্রদেশে এত হয় না । ইহা হইতে এরূপ অকুমান করিলে ভূল হইবে যে, বাঙালীরা পূৰ্ব্বাপেক্ষা অধিকতর বিদ্যানুরাগী হইতেছেন। সর্বভারতীয় স্টাটিসটিক্সে প্রকাশ, মোট জনসংখ্যার শতকরা যত জন ছাত্রছাত্রী শিক্ষালয়ে যায়, তাহার সংখ্যা বঙ্গে সর্বোচ্চ নহে, অন্য কোন কোন প্রদেশে তদপেক্ষ বেশী। বঙ্গের টাকায় এবং বাঙালীর প্রদত্ত সুযোগে ডাঃ রামন রয়্যাল সোসাইটির ফেলো হইলেন, নোবেল প্রাইজ পাইলেন, ডাঃ কৃষ্ণন রয়্যাল সোসাইটির ফেলো হইলেন, ডা: রাধাকৃষ্ণন দেশে বিদেশে বিখ্যাত হইলেন। ইহা হইতেও প্রমাণ হয় না যে, বাঙালীদের মধ্যে বিদ্যাভক্তি খুব বাড়িয়াছে। সমুদয় ছাটাই । • ‘7.