পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচারক কালীপ্রসন্ন সিংহ শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কালীপ্রসন্ন ১৮৪০ সালের প্রারম্ভে জন্মগ্রহণ এবং ১৮৭০ সালের জুলাই মাসে পরলোকগমন করেন। এই স্বল্প কালের মধ্যে তিনি যে কীৰ্ত্তি রাখিয়া গিয়াছেন যে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়াছেন, বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ কর্তৃক প্রচারিত 'কালীপ্রসন্ন সিংহ পুস্তকে সংক্ষেপে তাহা বিবৃত হইয়াছে। বর্তমান প্রবন্ধে তাহার কৰ্ম্মক্ষেত্রের একটি দিকের কথা, কিছু নূতন উপকরণের সাহায্যে, আলোচিত হইবে । ১৮৬৩ সালে কালীপ্রসন্ন অবৈতনিক ম্যাজিষ্ট্রেট ও জষ্টস অব দি পীস নিযুক্ত হইয়াছিলেন। তিনি এই কাৰ্য্য কিরূপ দক্ষতার সহিত সম্পন্ন করিয়াছিলেন, তাহার দু-একটি দৃষ্টান্ত দিতেছি। ৬ জুন ১৮৬৪ তারিখের সোমপ্রকাশে এই সংবাদটি প্রকাশিত হয় – টেরিটার বাজার অপরিস্কৃত থাকাতে অবৈতনিক মজিষ্ট্রেট শ্রযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ বদ্ধমানাধিপতিব ৫ • টাকা জরিমান করিয়াছেন, যত দিল উহা পরিষ্কৃত ল। হইতেছে প্রতিদিন তাহাকে ৫০ টাকা করিয়! জরিমান প্রদান করিতে হইবে । ‘সোমপ্রকাশ’ পুনরায় ২৯ আগষ্ট ১৮৬৪ তারিখে নিম্নোদ্ধত অংশ প্রকাশ করেন :– কলিকাতার অবৈতনিক মজিষ্ট্রেট শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ আজি কালি পুলিযের কার্য্যে বিলক্ষণ দক্ষত প্রদর্শন করিতেছেন । গত ১৬ ই আগষ্ট তিনি যে কয়েকটা মকদ্দমার বিচার করিয়াছেন, তাহার ছটা দেখিয়া আমরা সন্তোষ লাভ করিলাম । ৮ জন দোকানদার কৃত্রিম বঁটিখার ব্যবহার করাতে তাহাদিগের প্রত্যেকের ২৫ টাকা করিয়া জরিমান হইয়াছে । মাজিষ্ট্রেট আক্ষেপ কfরয়াছেন, ধূৰ্ত্ত দোকানদারের এক এক দ্রব্যে দুই গুণ লাভ করিয়া থাকে। লোকে যথার্থ মূল্য দিয়া এরূপ প্রবঞ্চন ও ক্ষতি সহ করবেন কেন ? পুলিষের ইনস্পেক্টরগণ ইহার অনুসন্ধান রাখেন ন৷ বলিয়া তিনি ক্ষুব্ধ ও আশ্চৰ্য্যাম্বিত হইয়াছেন। ওজন ও মাপের জুয়াচুরি প্রায় সৰ্ব্বত্রই সমান, দণ্ডবিধিতেও ইষ্টার এক বৎসর মেয়াদ নির্দিষ্ট হইয়াছে। কালীপ্রসন্ন বাবু বারাস্তরে

  • “আমরা শুনিয়া আহ্নাদিত হইলাম শ্ৰীযুক্ত বাবু কালীপ্রসন্ন ীি অপরাধী মেজিষ্টেট হইয়াছেন।”—‘সোমপ্রকাশ, ৪ মে ১৮৬৩ ৷

এরূপ অপরাধীর দণ্ড বাড়াইয়া দিবেন, এরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছেন । বিচারকায্যে মুনামের জন্য কালীপ্রসন্ন কয়েক বার অস্থায়ী ভাবে ম্যাজিষ্ট্রেটের কার্য্যও করিয়াছিলেন । দক্ষিণবিভাগীয় ম্যাজিষ্ট্রেট ডিকেন্স সাহেবের পদে দুই মাস কাৰ্য্য করিবার জন্য যুবক কালীপ্রসন্ন পুলিস-কমিশনার কত্ত্বক আমুরুদ্ধ হইয়াছিলেন । এই প্রসঙ্গে ৩১ অক্টোবর ১৮৬৪ তারিখে ‘হিন্দু পেটুরিয়ট লিথিয়াছিলেন :– Bahoo lWally Prosstrnno Sing laas h 歡。 request to by the ('onitnissioner of l’olice to :A. ji yr Ait Dickens, the Southern Division Magist sate, for two months. It is but h;tro justice to the 13that it, say that he has takon the slaine out of all the Ilonsor iris - of ('alcutta, whether European or native, and th: publie spirit which he is exhibiting by thuis emiloying liis leisure for the frent sit of the pallie is indeed n1 it is il to high commendation. ৩ জুন ১৮৬৫ তারিখের ‘সংবাদ প্রভাকর পাঠে জানা যায়, “কলিকাতা পুলিসের প্রধান মাজিষ্ট্রেট ব্রাসন সাহেব অশ্ব হইতে পতিত হইয়া বিচারালয়ে আসিতে অশক্ত হওয়ায় অবৈতনিক মাজিষ্ট্রেট শ্রযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ র্তাহার কায্য করিতেছেন এবং ব্রান্সন সাহেবের নিয়োগের পূৰ্ব্বে সিংহ মহাশয় ঐ পদে কিছু দিন কায্য করিয়াছিলেন "* বিচারকার্ষ্যে কালীপ্রসক্সের অপক্ষপাতিতার পরিচয় বিরল নহে। ২১ সেপ্টেম্বর ১৮৬৫ তারিখে ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয় নিম্নোদ্ধত অংশ প্রকাশ করেন :– ডেলি নিউসের একজন পত্র প্রেরক বলেন, বালু কালী প্রসন্ন সিংহের নিকট একদিন মিউনিসিপ্যাল সংক্রাস্ত মোকদম উপস্থিত হয় । বিচার কালে হেলথ অফিসর ডাক্তার টনিয়র সম্মুখে ছিলেন ; ডাক্তার টনিয়র বলিলেন নেটিবদিগের সাক্ষ্য বিশেষ বিশ্বাসযোগ্য নয় । * এই কথায় কালীপ্রসন্ন বাপু বলেন, অনেক মিউনিসিপ্যাল সংক্রান্ত মোকদ্দমা আমার নিকট উপস্থিত হয়, অতএব আমি কোন মিউনিসিপ্যাল আফিসবের কথা শুনিয় তাহার বিচার কfরর না । সম্রাস্ত বাঙ্গালীদিগের সাক্ষ্য ও আমি অগ্রাহ করিব না। সন্ত্রাস্তু ইউরোপীয় সাক্ষিদিগের কথা যত দূর বিশ্বা’

  • "সংবাদ প্রভাকরে বাংলার পুরাতনী"–"ভারতবর্ষ, ভা"

ృఛ్చ్ , , |