পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$è 鰲 ই দেশ-বিদেশের কথা Σ)/Ζ3 ごーる 鱷 కొ2 ছয় মাসের শেষে ফিনল্যাণ্ডের রাহুগ্রাস শ্ৰীগোপাল হালদার পোল্যাণ্ডের পরে ফিনল্যাণ্ডের দিকে সোভিয়েট রুশিয়ার ছয় মাস হইল যুদ্ধ আরস্ত হইয়াছে, এই ছয় মাসে যুদ্ধের আসল রূপ ঐখনো প্রকাশ পায় নাই ; শীতের শেষে ইউরোপে এইবার সত্যকারের যুদ্ধ আরম্ভ হইবে,—ইহাই সকলের ধারণ। কিন্তু এই টুর মাসে ইউরোপের যুদ্ধ যে একটি নূতন ক্ষেত্রে উন্নীত হইতে চলিয়াছে, দিনে দিনে তাহার আভাসও স্পষ্ট হইয়া উঠিতেছে। যুদ্ধের কেন্দ্রভূমিতে হিট্‌লায়ের পাশ্বেই কি শেষ পর্য্যস্ত ব্রিটিশ, ফরাসী প্রভৃতি শক্তিপুঞ্জের শত্রুরূপে ষ্টালিনকে দেখিতে পাইব ? এই ছয় মাসে এই প্রশ্নটিই রূপ গ্রহণ করিয়াছে ! যুদ্ধের প্রথম ছয় মাসের শেষে ইহাই হয়ত সৰ্ব্বাপেক্ষা বড় কথা । বাহিনী অগ্রসর হইয়া যায়—কেন, সে তর্কের শেষ নাই । কিন্তু তাহার ফলে ব্রিটেন, ফ্রান্স এই মিত্ৰশক্তি কুশিয়ার মিত্রতার আশা পরিত্যাগ করিল । দেখিতে-না-দেখিতে জেনেভার রাষ্ট্রসঙ্ঘ জীয়াইয়া উঠিল--মাঞ্চকু, আবিসিনিয়া, স্পেন, অষ্ট্রিয়া, চেকোস্লোভাকিয়, আলবেনিয়া যাহা পারে নাই ফিনল্যাণ্ড সে অসাধ্যসাধন করিয়া ফেলিল--পররাজ্যগ্রাসী বলিয়। এই প্রথম রাষ্ট্রসঙ্ঘের একটি সদস্ত সম্ভব হইতে বহিষ্কৃত হইল । যুদ্ধাস্তের পুথিবীতে সোভিয়েট ছাড়া রাষ্ট্রসঙ্ঘ আর কোনো পররাজ্যাপহারীর সন্ধান পায় নাই । সোভিয়েট-রাষ্ট্রগ্রাস হইতে ফিনল্যাগুকে মুক্ত করিবার জঙ্গ রাষ্ট্রসঙ্ঘের সদস্যগণ কে কি করিয়াছেন, বল দুঃসাধ্য ; তবে