পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] মহামায়া একটি টিফিন বাস্কেটে চাল, ডাল, তরকারি প্রভৃতি কিছু কিছু গুছাইয়া দিতে তিনি বড় বেীকে বলিয়া রাখিলেন ; भांब्रांब्र पनि हेक्कां न झञ्च ८ग थाहे८व न। রেজুনযাত্রী জাহাজগুলির এক একটি কেবিনে डिनबन कब्रिग्रl यांजौब्र शांन । निब्रश्चन निदछब्र छछ अछ কেবিনে স্থান জোগাড় করিয়াছিলেন, কারণ তিনি সঙ্গে थांकिरण भांब्रा ७यश् ऐन्तूब भूवहे चशदिक्ष श्झेरब, किरू লজ্জায় তাহারী কিছুই বলিতে পারিবে না। তিনি জুতা পরিয়া বেড়াইবেন, অখাদ্য খাইবেন, ছত্রিশ জাতের সঙ্গে মেলামেশা করিবেন। তিনটি টিকিট কিনিয়া তিন একটি কেবিন কঙ্কা এবং ভগিনীর জঙ্ক রিজার্ভ করিয়া লইলেন। কারণ মুসলমানী বা খ্ৰীষ্টানী সহযাত্রিনী জুটলে ত আর রক্ষা থাকিবে না। বাড়ী হইতে বাহির হইবার সময় আরো এক বিভ্রাট উপস্থিত হইল। মায়া চুল আঁচড়াইবে না, জুতা মোজা কিছুই পরিবে না। রুক্ষ্ম চুল, শুষ্ক মুখ, মলিন বেশ, তাহাকে ঠিক পাগলের মত দেখাইতেছিল। এই অবস্থায় কি করিয়া তাহাকে লইয়। যাওয়া যায় ? ইন্দুকে ডাকিয়া বলিলেন, “ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দে। এই রকম করে কি মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় ?” ইন্দু বিত্রত হইয়া বলিল, “কিছুতেই কথা শুনছে না, মেজদা । যা বলি তাতেই কেঁদে ভাসিয়ে দেয়।” নিরঞ্জন বৃলিলেন, “তবে আর কি করা যাবে। ওকে বেশী কাদাতে চাই না। একটু বুঝিয়ে বল না 7 জুতো মোজা নাই পরল, নিতান্ত যখন অমত ; কিন্তু চুলগুলো আঁচড়াক, আর পরিষ্কার কাপড়-চোপড় পরুক।” हेन्नू. च्षनिष्ह नटखe cर्णन । भांब्रां उथन १ieब्रদাওয়া সারিয়া, বাকি জিনিষপত্র নূতন কেন স্থ্যটুকেসে ভরিতেছিল। ইন্দু বলিল, “মেজদা ষে বিরক্ত হচ্ছে রে । বলে এরকম পাগলী সেক্ষে গেলে চলবে না।” জয়ন্তী মায়ার কাছে বসিয়াছিল । সেও বলিয়া উঠিল, “আমিও ত তাই বলছিলাম পিসীম। ঈমারে সব বা লেজেগুজে ওঠে, যদি দেখ। সেদিন ৰেলীর बोंबौब्रां जब cब्र७न cनंज, जांघब्र गिटब्रझिलांश छांrमब्र »:ኳ ASA SSASAS TTAAA AAAA SAAAAA SAA SAAA AAAA SAAAAA AAAA AAAAMAMAAA S SAAAASAAAA AAAA AAAAMATT AAAAS AAAAAS AAAAAASA SAASAASAASAAAS তুলে দিতে। এক একজন যা সেজেছে । যেন নুতন কনে! কেউ পরেছে বেনারসী, কেউ ক্রেপের শাড়ী, কেউ বা বালুচী।” মায়া বলিল, “আমার কি এখন সাঁজবার সময় ?” জয়ন্তী কিঞ্চিৎ অপ্রস্তুত হইয়া বলিল, “না, তা বলছি না। সাজবে আর কি করে, তবে একটু পরিষ্কার হওয়া ত দরকার । এস তোমার চুলটা বেঁধে দি । শাদা কাপড়ই পর, একটু গুছিয়ে গাছিয়ে। নইলে জাহাজে উঠবার সময় সবাই ই করে চেয়ে থাকবে ।” মায়া চুপ করিয়া রহিল। নিরঞ্জন বাহির হইতে একবার তাড়া দিয়া গেলেন। “আর বেশী সময় নেই, শীগগির তৈরি হয়ে নাও।” জয়ন্তী তাড়াতাড়ি মায়ার চুলটা এলো খোপা করিয়া वैशिबा मिग । इंन्मू, cयब्रकभ शबरमब्र क्रांनब्र गारग्न निब প্রস্তুত হইয়াছিল, মায়াও সেইরূপ চাদর মুড়ি দিয়া বসিল, কেবল মাথাটা তাহার খোলা রহিল। তাহার পর বিদায়ের পালা। সকলকে প্রণাম করিয়া, ক্টাদিতে কঁাদিতে মায় নীচে মোটরে গিয়া বসিল। ইন্দু সকলের কাছে বিদায় লষ্টয়া, জিনিষপত্রের তত্ত্বাবধান করিতে করিতে নামিতে লাগিল। বড় বে। তাহার সঙ্গে সঙ্গে আসিতে আসিতে বলিলেন, "এবার তোমরা যাচ্ছ, আমরাও গিয়ে একবার বেড়িয়ে আসব। ঠাকুরপো যেতে বলেছেন অনেকবার, তা এত দিন আর হয়ে ওঠেনি। ওঁর ছুটি নেই, এ নেই, ও নেই। এখন আর ওঁর ভরসায় থাকব না, কাউকে নিয়ে গিয়ে উঠতে পারলেই হল ।” ইন্দু বলিল, “ষ্ঠ ভাই, ষেও এক বার। না হলে একলা একল৷ দিন কাটান দায় হবে।” মায়াকে জয়ন্তী বলিল, “আমার তোমার উপর ভয়ানক श्श्नि। श्ठक्क छारे । क७ न्डन बाँग्रगंl cनथएव, नूठन भांशष, नयझे नूङन । चांभि ठ जरग्र चबषि कजकांठांब, মরবও বোধ হয় এখানেই । এর বাইরে আর জামায় যেতে হবে না।” মায়ার চোখ মুখ তখন কাধিয়া কাদিয়া লাল হইয়া উঠিয়াছে। সে বলিল, “আমি না যেতে পারলে ৰেচে