পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] স্থইট জ্যরল্যাণ্ডে গিরি-অভিযান Sశి(t 〔可颈西霄t可 সার্থক করিতে চায়। তাই পাশ্চাত্য স্বাধীন জাতিদের মধ্যে আমরা খেলাধূলার এত আয়োজন দেখি। বহুদিনের পরাধীনতার চাপে আমাদের দেশের মানুষের মনে এই প্রবৃত্তি প্রায় মরিয়া আসিয়াছে, খেলাধুলাতেও আমাদের cडयन ऐंठे९णांश् नांई । কিন্তু ইউরোপের যুবকেরা ফুটবল ক্রকেট, রাগবি, হকি থেলিয়াই সন্তুষ্ট নহে, মোটরে ঘণ্টায় আড়াই শত মাইল ছুটিয়াও তাহারা ক্ষান্ত হয় না, ইংলিশ-চ্যানেল সাতরাইয়া পার হইয় তাহারা আটলাণ্টিক মহাসমুদ্র পার হইতে চায়, বিমান পথে একটানা কতদূর বাইতে পারে তাহার পরীক্ষায় মৃত্যুকে উপেক্ষা করে। শুধু পুরুষের নহে, সেদেশের মেয়েরাও এই কাজে পুরুষের সহিত সমানে পাল্লা দিয়া চলে ; ফুটবলের মাঠ হইতে তাঁহাদের খেলাধূলা তুষারাচ্ছন্ন মেরুদেশ পৰ্য্যন্ত বিস্তৃত হয়। মেরুঅভিধানও তাহাজের খেলা—স্পোইল । উন্মাদন ও বিপদের সম্ভাবনার দিক দিয়া বিচার করিতে গেলে ইয়োরোপের ক্রীড়া-কৌতুক বা স্পোটুর্সগুলির মধ্যে মেরু-অভিযানের পরেই গিরি-অভিধানের স্থান। প্রতি বৎসর পাশ্চাত্য দেশসমূহের অদম্য শক্তিমান ডানপিটে যুবকেরা পৰ্ব্বতাধিরোহণের যাবতীয় সরঞ্জাম পিঠে বাধিয়া রুকল্যাকে ( Rucksack ) ভরিয়া পাহাড়ে চড়ার উপযোগী তলায় কাটা-ওয়ালা (spiked)বুট পায়ে তুষার-পাছক, দড়ি ও গিরি-অভিধানের অপরিহার্ষ্য সঙ্গী লৌহষষ্টি বা “পিক (pick) সঙ্গে লইয়া পৰ্ব্বভাভিমুখে যাত্রা করে। এই অপূৰ্ব্ব কষ্টসাধ্য খেলা শুধু পুরুষদের একচেটিয়া নহে। আল্পস্ পৰ্ব্বতের বিপুলকায় কঠিন তুষারপ্রবাহ এবং তুষারমণ্ডিত শিখরসমূহ নারীকণ্ঠের স্বমিষ্ট কলকাকলীতেও মুখর হইয়া উঠে। পল্পবিনী লতার মত নমনীয়, ক্রীড়াশীল তরুণীরা তাহাদের পিতা ভ্রাতা স্বামী বা বন্ধুর পাশে পাশে সমান ক্ষিপ্রতার সহিত