পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রযুক্ত প্ৰফুল্লকুমার ঘোৰ যোগিতায় তিনি ভারতবর্ষের সন্তরকদিগকে আহবান कब्रिब्रां८छ्न । বাল্যবিবাহ নিষেধক আইন ভারতীয় ব্যবস্থাপক সভায় ক্রযুক্ত হরবিলাস শারদ মহাশয়ের বাল্যবিবাহ নিষেধক বিল পাস হইয়াছে । ইহার দ্বারা বালিকাদের নূ্যনতম বিবাহের বয়স চৌদ্ধ করা হইয়াছে । আঠার কিংবা বোল হইলে আরও ভাল হইত। স্বশ্ৰতের মতে বালিকাদের পূর্ণ বোল বৎসর বয়সের আগে মাতৃত্ব প্রস্থতি ও সস্তানের পক্ষে অনিষ্টকর। বাল্যমাতৃত্ব নিবারণের প্রকৃষ্ট উপায় বাল্যবিবাহ নিবারণ। এখনও কৌন্সিল অব ষ্ট্রেটে বিলটি পাস হওয়া দরকার। তাছার পর বড়লাটের মঞ্জুরী চাই। দুই-ই নিৰ্ব্বিয়ে হইয়া যাইবে, মনে হইতেছে। তাছার পর গবন্মেষ্টকে এই আইনের তাৎপর্ঘ্য ভারতবর্ষের সর্বত্র [ २si खfशं, २ध्र ध७ বন্দোবন্ত করিতে হইবে। ভদ্র ও শিক্ষিত শ্রেণীর লোকদের মধ্যে আজকাল অনেকস্থলেই বালিকাদের বিবাহ ১৪৷১৫৷১৬ এবং তাঁর চেয়েও বেশী বয়সে হয়। বঙ্গে অশিক্ষিত দ্বরিত্র শ্রেণীর লোকদের মধ্যে বাল্যবিবাহ বেশী প্রচলিত। তাহীদের মধ্যেও বালিকাদের বিবাহের বয়স বাড়িলে উপকার হইবে, সন্দেহ নাই। কিন্তু যে-কোন হিত আমরা চাই, তাহার উপযুক্ত মূল্য দিতে হইবে। এক্ষেত্রে তাহার মূল্য দিতে হইবে সকল বালিকার দৈহিক মানসিক ও নৈতিক স্বশিক্ষার বন্দোবস্ত করিয়া এবং তাহাদিগকে নিরাপদ রাখিবার জন্য পৌরুষ অর্জন করিয়া। এই মূল্য সকল সম্প্রদায়ের সকল লোককেই দিতে হইবে। - ডোমীনিয়ন ষ্টেটাস “কাৰ্য্যতঃ অসম্ভব” বিলাতের সাণ্ডে টাইম্স লিখিয়াছে, সাইমন কমিশনের রিপোর্ট উহার সকল সভোর অনুমোদিত হইবে এবং উহাতে ইহা স্বচিত হইবে, যে, ভারতবর্ষের পক্ষে ডোমীনিয়ন ষ্টেটাস “কাৰ্য্যতঃ অসম্ভব,” ঐ কাগজটি ঠিক্‌ খবর পাইয়াছে বা ছাপিয়াছে কিনা, তাহা লইয়া তর্কবিতর্কও হইয়াছে। কিন্তু ব্রিটিশ জাতির যেরূপ মতিগতি তাহাতে ওরূপ রিপোর্ট অসম্ভব নহে, অপ্রত্যাশিতও নহে। “কাৰ্য্যতঃ” যাহা “অসম্ভব”, বর্তমান ব্রিটিশ প্রধান মন্ত্রী জেম্স্ র্যামজি ম্যাকৃডোনাল্ড মন্ত্রী হইবার কিছু কাল আগে শ্রমিক দলের এক সভায় ১৯২৮ সালের ৯ই জুলাই তাহা কাৰ্য্যতঃ সম্ভব মনে করিয়াছিলেন। তিনি ঐ সভায় বলিয়াছিলেন “I hope that within the period of a few months rather than years, there will be a new Dominion added to the Commonwealth of qur nations, a Dom: inion of another race, a, Dominion that will find self-respect as an equal within the Commonwealth.” তিনি তখন প্রধান মন্ত্রী হন নাই বলিয়া অনেকে র্তাহার এই কথাটা উড়াইয়া দিতে পারেন। কিন্তু ১৯২১ সালের ১৫ই মার্চ তারিখে রাজা পঞ্চম জর্জ ভারতের বড়লাটকে যে সংশোধিত উপদেশপত্র (Revised Instrument of Instructions) win wo, wiri फेफ़ाहेब्रा निबांब्र ८ज नाहे । उांशंब्र चटैग नकांब चां८छ् : “(8) For above all things, it is, Our will and leasure that the plans said. by Oni Parliament or the progressive realization pf, Responsible Qovernment in British India as an integral part of Qur. Empire may come to... fruition to the end that British, India may attain its due place among our Dominions.”