পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

---------- سے ------حصہ------- २8७ প্রবাসী-অগ্রহায়ণ, ১৩৩৬ [ २>* छांशं, २ग्न थ७ S SAAAS AAAAAMAMS MAMAAA AAAA AAAA SAS A SAS SSAS SSAS

  • ---. ------ --م*م--مبر----- -

গবর্ণমেণ্টের শিক্ষা-বিভাগকে চিঠি লেখা হয়। তাহার উত্তরে শিক্ষা-বিভাগ বলে যদি সাড়ে বার হাজার টাকা বাঙালীরা গবর্ণমেণ্টের নিকট জমা রাখে তবে উহার স্থদ ইইতে অনধিক মাত্ৰ চল্লিশজন বাঙালী ছাত্রের জন্য গবর্ণমেণ্ট একজন বাঙালী শিক্ষক নিযুক্ত করিতে পারেন। -i. 雙 _ា caत्रून cरत्रण *कांप्छभौ- नूटन बांग्लो উদ্যোগ কৰ্ত্তার। গবর্ণমেণ্টের প্রস্তাবে সম্মত হইতে পারেন নাই এবং সে চেষ্টা পরিত্যাগ করা হয়। ডাক্তার প্রসন্নবাবু স্বতন্ত্র বিদ্যালয় প্রতিষ্ঠায় মনোযোগী হন এবং ইষ্টারণ লাইফ ইনসিওরেন্স, কোম্পানীর সেক্রেটরী সহৃদয় মিষ্টার জে, এন,ঘোষাল মহাশয়ের স্বেচ্ছাপ্রদত্ত একটি ক্ষুদ্র গৃহে মিষ্টার ঙ্গে, আর, দাস মহাশয় প্রদত্ত মাসিক পনের টাকা ও ক্ষুদ্র ক্ষুদ্র চাদায় সংগৃহীত মাসিক পচিশ টাকা, মোট চল্লিশ টাকা সম্বল করিয়া শ্ৰীযুক্ত শশিভূষণ চক্ৰবৰ্ত্তীর শিক্ষকতায় একটি প্রাইমারী স্কুলের কার্য্য আরম্ভ করেন । অল্পদিন মধ্যে এই বিদ্যালয়ের ছাত্রসংখ্যা বৃদ্ধি হওয়ায় ঐ সালের ১২ই ডিসেম্বর তারিখে অন্ত একটি বড় বাড়ীতে স্কুল স্থানাস্তরিত করা হয়। পরে আরও ছাত্র বৃদ্ধি পাওয়ায় পুনরায় ১৯১০ সালের সেপ্টেম্বর মাসে অপেক্ষাকৃত একটি বড় বাড়ীতে স্কুল স্থানান্তরিত করা হয়। এই বাড়ীতে -- Eב- ט -r আসিবার কিছুদিন পর স্কুলের অন্ততম শিক্ষক প্রযুক্ত নিশিভূষণ মিত্রের সঙ্গে ঢাকার বিখ্যাত ষড়যন্ত্রের মোকর্দমায় যোগ ছিল বলিয়া বেঙ্গল গবৰ্ণমেণ্ট তাহাকে গ্রেপ্তার করিয়া লইয়া যায়। নিশিবাবুর গ্রেপ্তারের পর বিদ্যালয়ের সমুহ সঙ্কট উপস্থিত হয়। অনেকে ভয়ে বিদ্যালয়ের সংশ্রব পরিত্যাগ করেন, কিন্তু ক্রমে সকল বিপদ কাটিয়া যায়। নিশিবাবুর স্থলে যুক্ত চণ্ডীচরণ ব দ্যো পা ধ্যা য় মহাশয়কে শিক্ষক নিযুক্ত করা হয় । তিনি দশ বৎসর কৰ্ম্ম করিয়া বাৰ্দ্ধক্যতাপ্রযুক্ত অবসর تتقدم

  • . গ্রহণ করেন ।

বি দ্যা ল য়ে র ছাত্রসংখ্যা আরও বৃদ্ধি পাইলে তৃতীয়বার : আরও বড় বাড়ীতে ১৯১০ সালের ডিসেম্বর মাসে স্কুল স্থানান্তরিত করা হয় । ১৯১৩ সালে শ্রযুক্ত স্বশীলকুমার গুপ্ত আহার ও বাসস্থান বাদ মাসিক ৬০২ বেতনে ( প্রসন্নবাবু আহার ও বাসস্থান দিয়াছিলেন)স্থলের প্রধান শিক্ষকের পদ গ্রহণ করিয়া প্রায় দুই বৎসর কাজ করেন। তাছার ছাত্ৰহিতৈষণা ও পরিশ্রমে ছাত্র ও অভিভাবকগণের মধ্যে র্তাহার স্বনাম প্রচারিত হইয়াছিল । স্বাস্থ্যরক্ষণ না হওয়ায় তিনি কৰ্ম্ম তাগি করেন । অর্থাভাব, দলাদলি ইত্যাদি নানা-প্রকার অন্তরায় সময় সময় স্কুলের উন্নতির পথে অল্পাধিক বাধা জন্মাইলেও শ্ৰীযুক্ত প্রসন্নবাবুর যত্ন ও অধ্যবসায়ের ফলে ধীরে ধী:র সকল বাধাই দূর হইয়াছিল। উদ্যোগীগণ সদিচ্ছাপ্রণোদিত হইয়া যে মহদহুষ্ঠানের স্বচনা করিয়াছিলেন ক্রমে তাহা সফলতার নিকটবৰ্ত্তী হয়। ১৯১৪ সালে চব্বিশ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটা মুন্দর বাড়ী ক্রয় করা হয়। বার তের বৎসর এই বাড়ীতে বিদ্যালয়ের কাজ চলে। এই টাকার অৰ্দ্ধেক