পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেঙ্গুন বেঙ্গল একাডেমীর ম্যানেজিং কমিটি, শিক্ষক ও ছাত্রবৃন্দ গবর্ণমেন্ট ও অৰ্দ্ধেক সাধারণের দানে পাওয়া গিয়াছে । অবাঙালীর মধ্য হইতে ডাক্তার প্রসন্নবাবু একহাজার টাকার উপর সংগ্রহ করেন। শীঘুক্ত কুঞ্জবিহারী বন্দ্যোপাধ্যায় এডভোকেট, মিষ্টার জে, এন ঘোষাল ও আরও অনেকে অর্থসংগ্রহের বিশেষ সহায়তা করিয়াছিলেন । ১৯১৩ সনে স্কুল যখন মধ্য-ইংরাজী করা হয় তখন প্রসন্নবাবুর অনুরোপে সিংহুলনিবাপী ব্রাহ্মসমাজের সভ্য ভি, এন, সিবায় এম-এ, বি-এল, মহাশয় তাহার গৃহের নিম্নতল স্কুলের জন্য বিনা ভাড়ায় প্রদান করেন । এই ১৯১৪ সনে সপ্তম ষ্ট্যাণ্ডার্ড ( মধ্য-ইংরেজী ) গৰ্য্যন্ত শিক্ষার সম্পূর্ণ ব্যবস্থা হয় । শ্ৰীযুক্ত হরেন্দ্রনাথ সেন, বি-এ, মহাশয় স্কুলের কোষাধ্যক্ষের কাজে নিযুক্ত হইয়া স্কুলের উন্নতির জন্য মনোনিবেশ করেন। র্তাহার অক্লান্ত পরিশ্রমের জন্ত স্কুলের অনেক উন্নতি হইয়াছিল । তিনি অস্থ স্থতার জন্ত অবসর গ্রহণ করিলে শ্রযুক্ত ক্ষীরোদবিহারী রায় চৌধুরী বি-এ, বি-এল মহাশয় কোষাধ্যক্ষ নিযুক্ত হন, চৌধুরী মহাশয়ও সততার সহিত অক্লান্ত পরিশ্রম করিয়া স্কুলের অশেষ উপকার সাধন করিয়াছেন । এপন ও তিনি সে কাজে প্রতিষ্ঠিত থাকিয় নিষ্ঠার সঠিত কfখা নিৰ্ব্বাং করিতেছেন। স্কুলের ক্রমশঃ উন্নতি হইতে থাকে এবং ১৯২• সালে উহা উচ্চ ইংরেজী বিদ্যালয়ে পরিণত হয়। ছা । ও ছাত্রীর সংখ্যা বৃদ্ধি হইয়া যখন চারি শতের উপর হয় তখন এই স্কুলগৃহে স্থানের সঙ্কলন অসম্ভব হুইয়া উঠে এবং ১৯২২ সালে পরিচালকগণ নূতন বড় বাড়ীর কল্পনা করিতে বাধ্য হন। প্রসন্নবাবুর অনুরোধে ইঞ্জিনিয়ার মিষ্টার জে, কে, ঘোম মহাশয় বিন। পারিশ্রমিকে স্কুলের নুতন বাড়ীর নক্স প্রস্তুত করিয়া দেন । এই নক্সা অনুযায়ী ১৯২৫, ৬ই ফেব্রুয়ারি স্কুলের সভাপতি মিষ্টার জে, আর, দাস ব্যারিষ্ঠার কত্ত্বক স্কুল বাড়ীর ভিণ্ডি প্রতিষ্ঠিত হয় । পরে ইঞ্জিনিয়ার মিষ্টার ঘোষের অনুরোধে মিস ফ্লোরি পরিবর্তিত নক্সা বিনা পরিশ্রমে তৈয়ার করিয়া দেন । এই নক্সা অনুযায়ী ১৯২৯ সনের ১৬ই মার্চ প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে স্কুলের জন্য