পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] এখানকার বর্তমান নিয়ম অনুসারে প্রতি পড়াও পিছু এক মণ মোটের মজুরী ছয় জানা। সেই হিসাবেই আমাদের টনকপুর ষ্টেশন পৰ্য্যন্ত কুলী বাহক লণ্ডয় হইল। আমরা টাকা জমা দিলাম চারিটি পড়াওয়ের জন্ত, প্রত্যেককে দেড় টাকা দিয়া রসিদ পাইলাম। হইতে পনের মাইল, ইহাকে দুইটি পড়াও ধরা হয় । তাহার পর স্বর্থীডাং, o-- -- পরে টনকপুর। বৰ্ত্তমান চম্পাবতী আর নগর নহে, একথানি গ্রাম মাত্র বলিলেও ভূল হয় না। তবে বহুবিস্তৃত এবং উচ্চ ভূমির উপর। গ্রামের মধ্যে প্রবেশের পথে একটি ফটক আছে, তাহার পর সদর রাস্তা চলিয়া গিয়াছে। একটি ক্ষুদ্র নদী প্রায় দুই শত ফিট নীচে, ক্ষীণকায়া, এখন তাহা বর্ষার প্রভাবে দুকুলে পূর্ণ। চারিদিকেই শস্তক্ষেত্র, সবুজের বিস্তৃত সভাতল । আমরা চম্পাওয়াতে বেশীক্ষণ ছিলাম না, বাহকের ব্যবস্থা করিতে যত সময় লাগে। তাহার পরই আমরা দেউড়ি যাত্রা করিলাম,—এগান হইতে প্রায় ১৫ মাইল । লম্বা পাড়ি দিয়া অবসন্ত্র-শরীরে সন্ধ্যার মধ্যেই পৌছিলাম। ডাকবাংলার বারান্দায় মালপত্র লইয়া আডিডা করা গেল । সন্ধ্যার কিছু পূর্বেই আমরা আহারাদিও সারিয়া লইলাম। রাত্রে গভীর ক্লান্ত নিদ্রার মাঝে ঘোরতর বর্ষার আবির্ভাব। ব্যাঘাত পাইয়া শয্যাদ্রব্যাদি ওটাইয়া यांब्रांना झई८ङ घ८ब्रञ्च भ८थाई चांथञ्च लहेष्ठ श्ब्रांहिल । পরদিন প্রায় সাড়ে ছয়ট পৰ্য্যস্ত নিক্রিত ছিলাম। সঙ্গীমহাশয় প্রস্তাব করিলেন যে, এ বেলা স্নানাহার শেষ করিয়াই একেবারে সুধীন্ডাংএর দিকে যাত্রা করা যাইৰে । মনে আনন্দ আছে যে, পরদিন আমরা টনকপুর রেল श्रुब्रिटड श्रृंiब्रिब ।। যাইতে হইলে এখান হইতে দুইটি পথ আছে, ... of , হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর দেউড়ি এখান - " 罗 o so- * = ...” క్ష..." יל 2.54 ס; o * { I r .می باشد ::છે. o o துே: ՀԵ-Գ একটি “নাওয়া" ও অপরটি “পুরাণ সড়কৃ”। উভয় পথেই বেশ প্রশস্ত একটি নদী পড়ে ও ঘোর জঙ্গলের মধ্য দিয়াই রাস্তা। পুরানো পথটিতে একটি ঝোল পুল আছে, নূতন পথে পুল এখনও হয় নাই। কাজেই এক و حي قمة চম্পাবষ্ঠীর রাজপথ কোমর জল ভাঙিয়াই যাইতে হয়। আমরা "পুরাণ সড়ক” দিয়াই যাইব স্থির করিলাম যদিও শুনিলাম তাহাতে কতকটা চড়াইও আছে। ধেমন হইয়। আসিতেছে, আমি পা বাড়াইয়াই দ্রুত চলিতে স্বরু করিয়া দিলাম এবং প্রায় আধ ঘণ্টার মধ্যেই পুলের নিকটে উপস্থিত হইলাম। সরু পুলটি, উপরে লোহার তারের কাটি ও নীচে পাতলা সারি সারি কাঠের পাট। দিয়া লঘুপ্রণালীতে প্রস্তুত, এপার হইতে ওপার পর্য্যন্ত বিস্তৃত। চলিতে চলিতে বুঝা যায় পুলটি ভারে নাচিতেছে । বেশ আরামপ্রদ। সেই নির্জন পথটিতে চলিতে চলিতে বড় আনন্দেই পুলের এপারে আলিলাম, cनथिनांभ, बिणन छत्ररणव्र भाषा बकूब्र अष चांभांब्र সম্মুখে। যে পৰ্ব্বতগাত্রে সেতুর অবলম্বন, তাহার উপর দিয়া একটি পথ গিয়াছে, জাবার উহার বামেও একটি পথ আছে, সেটি পাকাণ্ডি বা বনপথ বুঝিতে পারিলাম।