পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] भांब्रलिछै कब्रट्ज cय चां८ब्रl थांब्रां★ इ८ब ८ण1 ।” छेन्नब्रপূৰ্ত্তির সঙ্গে সঙ্গে ধনার মেজাজও একটু ঠাও হইয়৷ আসিয়াছিল, কিন্তু নেশার ঘোর কাটে নাই। সে খানিক ভাবিয়া বলিল, “দ্যাখ, একটা মতলব করেছি। নন্দ। যখন আঞ্চ ঘুমাবে, তার গয়নাগুলো কেড়ে নেব—” “চুপ, চুপ, আন্তে বল না—” বলিয়া উঠানের ওধারের দিকে একবার চাহিয়া, তাহার স্ত্রী বলিল, “দোর বন্ধই আছে, তার শুয়েছে।” “জার খানিক স্বাক , উত্তরের জানলার কাঠগুলো ঘুন ধর, টান মারলেই খুলে যাবে ঢুকতে কোন মুস্কিল झटव नl ।”

  • खiषीइं क्षत्रेि ८खट्शं षांश्च डॉद्म श्रृंश्चन किं ८ल बिषनि ছাড়বে ? হয়ত চ্যাচাবে। আর, ওসব বুদ্ধি মাথায় এনে না ।"

চোখ পাকাইয়া ধনা বলিল, “চ্যাচায় ত গল টিপে দেব ; যেমন করে হোক গয়নাগুলো আমার চাই-ই, নষ্টলে টাকা শুধবো কোথা থেকে ?” তীতকণ্ঠে তাহার স্ত্রী বলিল, “না না, ওসবে কাজ নেই। তা ছাড়া গুঞ্জরিও ত থাকৃবে সে ঘরে ।” তাচ্ছিল্যভরে ধনা হাত নাড়িয়া বলিল, “হায়, সে আবার একটা মানুষ ! আমার এক ধমক্‌ খেলেই ভয়ে কাট হয়ে যাবে।” গুঞ্জরি পা টিপিয় টিপিয়া দরজার কোল ছাড়িয়া একেবারে ঘরের পিছনে চলিয়া গেল। যখন বুঝিল তাহার কাক কাকী ঘুমাইয়াছে তখন অতি সাবধানে নিজের ঘরে গিয়া দরজা বন্ধ করিল। নন্দ ঘুমাইতেছিল, তাহাকে জাগাইয়া সকল কথা বলিল। সে ত জবাক ; কল্পনায়ও আনিতে পারে নাই যে, নূতন জামাই শ্বশুরবাড়ী আসিয়। এমন বিপদে পড়িবে। জিজ্ঞাসা করিল, “তবে কি করি ?” গুঞ্জরি তাঙ্গকে একরকম টানিয়া বিছানা হইতে উঠাইয়া বলিল, “শীগগির যাও, দেয়াল টোপ কে বেরিয়ে পড়, একবারে সোজ৷ গ্রামের দিকে চ’লে যাও, নইলে তোমার রক্ষা থাকৃবে "سية چal, ertai “কিন্তু আমাকে না দেখলে তোকে কি আর ছেড়ে ८म८व ?” ७छब्रि बाख इहेम्ना “डीब्र छछ छाद एड হবে না, লে আমি ঠিক করে নেব। তুমি আর একটুও দেরি করো না বলিয়া তাহাকে দরজার বাহিরে টানিয়া আনিল। নন্দ যাইবে না, “তুইও চলন - “না না, সে হতে পারে না ; এখনি এলে পড়বে, তুমি যাও। আমি এখন গেলে তুমি বেশী দূর পালাতে পারবে না, मांर्ष थांe, शांe शांe ।” তাহার পায়ের উপর প্রণাম করিয়া গুঞ্জরি তাড়াতাড়ি बब्रज बक कब्रिञ्च त्रिण, नृङन विबांध्रुद्ध •ब्र ७भन ७अब्रि Rసెషి चांकन्बिक वि८ष्छ८ण चाभौ८क विशाग्न-नखांबण कब्रिबाज़e একটু অবসর দিল না, কারণ অবসর ছিল না। তারপর জানাল দিয়া আশ্রশ্নাবিত চোখে দেখিল নন্দ দেয়াল পার হটয়া বাহিরের অন্ধকারে মিলাইয়া গেল। গুগুরি ধীরে ধীরে আসিয়া বিছানায় গুইয়া পড়িল । কিন্তু এমন সময়ে ঘুম কি আসে কখনও ? সে মনে মনে ঠাকুর-দেবতাকে স্বরণ করিতে লাগিল । छांनालाग्न कबाü झिल न, ८थांलांडे ब्रझिल । किडूचकर्ण পরে জানালার কাছে খুট, করিয়া একটা জাওয়াঙ্গ হইল, অন্ধকার আকাশের গায়ে একটা কালো মাথা দেখা দিল । গুহরি চাদরটা ভাল করিয়া মুড়ি দিয়া ঘুমের ভণি করিয়া পড়িয়া আছে। ধন ঘরে ঢুকিয়া দেখে বিছানার একদিক খালি, তাহার মতলব বুঝি ফাস হইয়া যায়। সে গুহরির গায়ের চাদরটা টান মারিয়া ফেলিয়া দিয়া তাহাকে ধাক্কা দিতে দিতে বলিল, “ওঠ, বলছি ওঠ, জামাই কোথা শীগগির বল, নইলে মেরে ফেলব।" . গুঞ্জরি যেন কিছু জানে ন: “স্ত্রা, জামাই ? এই ত घूभूक्रिण ” थना भूथ छाशिकाहेब “घूभूक्रिण ?” बजिब्र তাহাকে উঠানে টানিয়া আনিল । তাহার মনে ভয় হইতে লাগিল বুঝিবা জামাই সব কথা শুনিয়াছে। ७कशर७ वल्लभूडेप्ड ७झब्रि होउ क्षजिल्ला अछ शरङ তাহার মুখ চাপিয়া ধনা বলিল, “চ্যাচাবি ত মেরে ফেলব, বল এক্ষুনি জামাষ্ট কোথা গেছে।” “জানি না।” কিল চড় লাথি বর্ষণ হইতে লাগিল। তথাপি দৃঢ়স্বরে বালিকা বলিতে লাগিল, “কোথায় গেছে জানি না, জানলেও বলব না " অবশেষে প্ৰহারের চোটে তাহার মাথা ঘুরিতে লাগিল। পাছে বলিয়া ফেলে সেই ভয়ে সে প্রাণপণ শক্তিতে হাত ছাড়াইয়া লইল এবং “বলব না, কক্ষনে বলব না” বলিতে বলিতে ছটিয়া পলাইল । ধনার মাথায় আগুন চড়িয়া গিয়াছিল। কাছে একটা দা পড়িয়াছিল, সেটা উঠাইয়া লইয়া সে গুহরিকে লক্ষ্য করিয়া ছুড়িয়া মারিল। দী-খান সজোরে গিয়া তাহার কাধের উপর পড়িতেই, “ম গো” বলিয়া বালিকা ঘূরিষা পড়িয়া গেল। গোলমালে ঘুম ভাঙিয় ততক্ষণে তাহার কাকীমা আসিয়াছে । সে দৌড়িয়া গিয়া গুথরিকে शब्रिब्रl cष्कलिकण । ব্যাপার যে এইরূপ দাড়াইবে ধন তাহ মোটেই মনে করে নাই, রাগের মাথায় কি যে একটা কুড়াইয়া লইয়াছিল তাও ভাল করিয়া দেখে নাই। তাহার স্বভাব দুর্দান্ত, এবং যখন নেশার ক্টোকে থাকিত তখন “খুন করব, মেরে ফেলব” এসব কথা বলিতও, কিন্তু ভাইঝিকে মারিবার অভিলদ্ধি তাহার ছিল না। তাই গুগুরির বিবর্ণ মুখ ও রক্তের স্রোত যেন তাহাকে অভিজ্ঞত