পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বঙ্কিমচন্দ্রের পন্ত্রোবলী ૨૯ SS MM MMAS AMSAAAAAA AAAA AAAAS AAAA S AA AAS দেখিয়া কিছু হতাশ হইলাম। দেখিতেছি প্রকাশক জামার নির্দেশ-অনুযায়ী কাজ করেন নাই। আমার পুস্তক-সমালোচনা সম্পর্কে অন্যান্য বারের মত এবারও সেই নাদা পেটা সমালোচকটি [সোমপ্রকাশ সম্পাদক ? ] বে-নামা সংবাদ-দাতার ছদ্মরূপে স্বপ্রকাশ। যাহা হউক এবার লেখকটির পক্ষে আসল খবরের কাগজের ংবাদদাত হওয়াই খুব সম্ভব, কেন-ন সমালোচনাটি প্রবেশিকা পরীক্ষায় অকুন্তীর্ণ কোন নাবালকের লেখার ধরণেই রচিত। জানি-পেটিয়টের স্তম্ভে উত্তর দিবার যোগ্য বলিয়া মনে করিতে পার ইহা এমন কিছু নয়, তবুও তোমার কাছে কাগজপান পাঠাইতে প্রকাশককে বলিয়াছি শুধু এই কারণে যে, সাময়িক সাহিত্যের পক্ষে কলঙ্ককর প্রেরিত সংবাদ পত্রস্থ করা কতখানি যে অনুচিত সে সম্বন্ধে তুমি সম্পাদককে বেশ একটু শিক্ষা দিতে পারিবে। ইংরেজীয়ানার বিরুদ্ধে লেখা প্রবন্ধটি লইয়া তুমি সহঞ্জে আমাকে অপরাধী করিতে পারবে না । তোমার অনুরূপ যুক্তি যাহার প্রয়োগ করে, বুদ্ধিমানের মত তাহাদিগকে ব্যতিক্রম-স্থল করিয়াছি। সারা ভারত ও -শাসক-সম্প্রদায়কে যাহারা কথা শোনায় এবং যাহার নিজের জাতিটিকে মাত্র সঙ্গোধন করে, সযত্নে এই উভয় পক্ষের প্রভেদ করিয়াছি। আর তোমার মনে আছে বোধ হয়, আমি বলিয়াছিলাম, আমাকে অন্যত্র অন্য স্বরে গাহিতে দেখিবে এই হেতু যে, প্ররোচিত করিতে যে চায়, তাহাকে তদ্বিষয়ে নিজের দিকটা উজ্জ্বল করিয়া দেখাইভেই হইবে। বঙ্গদর্শনের সাজ-সজ্জা সম্বন্ধে তোমার মন্তব্য কৰ্ম্মাধ্যক্ষকে জানাইয়াছি । তাহাকে এ বিষয়ে উন্নতিসাধন করিতে হইবে। আমাদের বেশভূষা বিষয়ক ক্ষীণ-প্ৰাণ প্রবন্ধটির জন্য বেচার দীনবন্ধু দায়ী নয়। ও আর একটি প্যাতমানের লেখা ; তাহাকে ಕ್ಲ রাগিতে বাধ্য হইয়াছি । তোমার প্রথম সংখ্যা কৰে বাহির করিতেছ? অহষ্ঠান-পত্র আমি পাইয়াছি। আমার লেখকের শাস্তরিক আগ্রহ সহকারে কাজে লাগিয়াছেন বুঝিতে পারিলেই, আমি তোমার পত্রে একটি গল্প-লেখ স্বরু করিব বলিয়া মনে করিয়াছি। আশা করি দ্বিতীয় সংখ্যায় লিখিতে পারিব। যে সব যুবকের উপর যথেষ্ট আশা রাখিতে পারা যায়, হাইকোর্টের উকিল রাজকৃষ্ণ মুখোপাধ্যায় সেই-সব উদীয়মানদের মধ্যে অন্যতম। তাহাকে লেখকশ্রেণীভুক্ত করিতে চেষ্টা করিও। ডেপুটি ম্যাজিষ্ট্রেট গুরুচরণ দাস তোমার কাজে লাগিতে পারে, যদি তাহাকে লিখিতে বল। আর লিখিবার জায়গা নাই । একান্ত তোমারই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধইঞ্জমপুর यूडtडे २२,->*१२ প্রিয় শঙ্কু, অবশেষে তুমি বাহির হইয়াছ। প্রথমেই তোমাব পত্রিকার সজ্জা-পারিপাট্যের প্রশংসা করি ।

.ー ・・!?

এখনও পড়ি নাই, তবে সবগুলির উপর এই : ,“.. বুলাইয়া গিয়াছি। যেটুকু পড়িয়াছি - .. ” নিঃসন্দেহে বুঝিয়াছি, পঞ্জিকাপাণি সাফল্য লা • ... : আমার পরলোকগত বন্ধু গিরিশের [ হিন্দু : - বেঙ্গলী-প্রতিষ্ঠাত গিরিশ্চন্দ্র ঘোষ ] উদ্দেশে . . .: •; সহকৃত স্নেহমধুর শ্রদ্ধানিবেদন করিয়াছ ত . . ." বিশেষ আনন্দিত। রাসবিহারীর [ রiপ:ি ' . . ডেপুটি ম্যাজিষ্ট্রেট, যশোহর ] বানান লজ্জাম্ভ . ' ' Jasohar: sit- Jasahar, Pratap : Protap ইত্যাদি । কতকগুলি হাস্যকর ভুল ‘বেতাল পচিশী’র স্থলে ‘বত্রিশ সিংহাসনের ন করা হইয়াছে। “বৈদ্যনাথ” অতি সুলিপিতৃ এ - Travels of a Hindu & Zoël Cossassafobra. . Infant Marriages (fis-f-TR) castras C*-*=ব্যানাজির কলমের যোগ্য নয়। ‘লবে'র উপর প্রবন্ধটি [Mr. Lobb on the Calcutta University J cat" হয় আশুতোষ মুখোপাধ্যায়ের প্রথম রায়চাঁদ প্রেমচাঁদ স্কলার ] লেখা, নয় কি ? যতটা পড়িয়াছি, রচনাটি স্থনিপুণ বলিয়া মনে হইল। সংস্থত হইতে একটি মাত্র